১১০+ আকাশ নিয়ে ক্যাপশন – আকাশ নিয়ে ছোট ক্যাপশন – akash niye status ২০২৬

আকাশ নিয়ে ক্যাপশন

আকাশ অন্ধকারাচ্ছন্ন হয় শুধুমাত্র
তারা গুলোকে দেখতে💖💖👍

💜আকাশ হল এক সীমাহীন ছায়াছবি
সেখানে কী ঘটছে তা দেখে দেখে
কখনই হই না আমি ক্লান্ত🥀🥀

আকাশে তো মেঘ আসবেই,
ঝড়ের ভয়ে কেন দমে থাকবো☘️☘️

★সাধ্য নেই গাছে উঠার,স্বপ্ন
দেখি আকাশ ছোঁয়ার..!❤️‍🩹🙂

🎀 আকাশ যেন এক বিশাল ক্যানভাস,
যেখানে প্রতিদিন প্রকৃতি নিজের
রঙে স্বপ্ন আঁকে।”😊❤️‍🩹

🤍সুপ্ত আকাশে উড়ে যাক মলিন
কিছু দুঃখ বিষাদ….!🖤

✧মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস সাথে
ঝিরিঝিরি বৃষ্টি আহ কি সুন্দর
…………..আবহাওয়া..!!🌸…………

🦋ভাগ্যিস এত বড় নীল আকাশটা আছে
দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার জন্য 😅😌❤️‍🩹

আকাশের বুকে নীলিমার ছোয়া
অসীম শূন্যতায় ভাবে স্বপ্ন মায়া🥰🍁😅

কিছুক্ষন আকাশ দেখলে আনন্দ লাগে,
বেশিক্ষন তাকিয়ে থাক্ লে আসহায়.!😅

🌿🍂যদি দুঃখের সময় আকাশের সাথে
কথা বলতে হয় তবে সুখের
বেলায় মানুষ কেন,,🥲

সুপ্ত আকাশে উড়ে যাক আমার
এই বিষন্ন বেলা.!🙂❤️‍🩹

আকাশ বদলে যায় “
অন্য আকাশে 🌫️☁️

মানুষ না হয়ে
যদি আকাশ হইতাম তাহলে বিষ্টির
বাহানা দিয়ে কান্না করতাম…!😅

মানুষ আকাশের মতোই বহুরূপী
চেনা অসম্ভব🖤😌

মানুষের মন আকাশের রঙ
যখন তখন পরিবর্তন হয়ে যায় 🖤

আমি শূন্য আকাশের বাঁধন হারা ঘুড়ি,
সময় অসময় শূন্যতায় উড়ি .!!💔😅

রোমান্টিক আকাশ ক্যাপশন

নীল আকাশের দিকে তাকিয়ে
থাকবো তোমার আশায় ☺️☺

আকাশ কী কখনও অপ্রিয় হয়? 💭
তুমিও আমার কাছে আকাশের মতোই
সবসময় প্রিয় 🤍💭

আমার একলা আকাশ থমকে গেছে ,
রাতের স্রোতে ভেসে , শুধু
তোমায় ভালবেসে🍀🪴

কিছু মানুষ চাঁদের মতোই সুন্দর🥰
আর আকাশের মতোই অনেক দূরে। 😥😅

🪷আমার একলা আকাশ থমকে গেছে ,
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে🥰❤️💖

আমি আকাশ পাঠাবো
তুমার মনের আকাশে🍁🍁

🍁🍁তুমি ঠিক আকাশের মতো সুন্দর
দেখা যায় কিন্তু সোয়া যায় না🌺🌺

আকাশ জানে আমি কতটা অপেক্ষা করি,
আর অপেক্ষা জানে কতটা ভালোবাসি🌺🌺

🎀😇তুমি আকাশের বুকে
বিশালতার উপমা..☁️👀

এই আকাশের সমান ভালোবাসি
আমার প্রিয় মানুষ কে….!!😌😇

দেখো কি সুন্দর আকাশ আর মেঘের মিলন
যত জর হক না কেনো মেঘ সুন্দর হই যায়..🙂🤕

আকাশ কি কখনও পুরোনো হয়,তুমি তো আমার কাছে ঐ আকাশের মতো,,,💝💖❤️‍🩹

তুমি শেষ বিকেলের বিষন্ন মেঘ জমা
আকাশের মতোই ভয়ংকর সুন্দর 🌺😌

আমাকে হারালে তোমার জীবন থেমে যাবে না,তুমি তো আকাশ -অসংখ্য পাখি প্রতিদিন তোমায় ছুঁতে চাইবে…..!🖤😶

❤️‍🩹🥀তুমি কি আকাশের থেকেও দূরে.?
আমি আকাশ দেখি তবু তোমায় দেখি না 🖤🖤🖤

আকাশ নিয়ে ইসলামিক ক্যাপশন

🥀🥀মনের কস্ট গুলা কাউকে বলতে না পারলে,, আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলুন,, তিনি গোপনেই তার সমাধান করে দিবেন..🌹🌹
_ইন’শা আল্লাহ..!!

আকাশ এর দিকে তোমার বার বার তাকানো টাকে আমি (আল্লাহ) সব সময় লক্ষ করি🥹🥹
সূরা বাকারা: আয়াত ১৪৪

আঁকাশের দিকে তাকিয়ে
নবীজি (সাঃ)নিজের কষ্ট গুলো আল্লাহকে
বলতেন..!! সুবহানআল্লাহ🪴🪴❤️

“কি খুঁজছো, আপন মানুষ…!!!
“আকাশের দিকে তাকাও আল্লাহ ছাড়া আর”
“কাউকেই আপন মনে হবে না,😍💜

🌹🌹এই জন্যই আল্লাহ বলে আকাশ টা রাখছি খুটি ছাড়া যাতে তুই দেখিশ আর বুজিস যে, এটাকে যদি আমি খুটি ছাড়া দ্বার করাইতে পারি তাহলে তোেকও আমি খারার উপরে নাচাইতে পারি🥀🥀

আকাশের দিকে তাকিয়ে মুচকি
হাঁসি দিয়ে বলুন
-আল্লাহ ভালোবাসি আপনাকে..❤️❤️

তুমি যখন অসহায়ের চেহারা নিয়ে আকাশের দিকে তাকাই,, তখন মনে হয়,,,, আমার সব আমাকে সান্ত্বনা দিচ্ছে 🌺🌺🌺

🌺🌺আকাশের দিকে তাকিয়ে থাকলে মনে হয়
আল্লাহ বলছেন চিন্তা করো না আর
কেউ না থাকলে আমি তোমাদের
পাশে আছি🍁🍁

গন্তব্য 🥀যেহেতু🥀 মাটির 🥀নিচে 🥀,তাহলে🥀 আমাদের 🥀এতো🥀 আকাশ🥀 ছোয়ার 🥀স্বপ্ন🥀 কেন 🥀?😅🖤

আকাশের দিকে তাকিয়ে নিজের
কষ্ট গুলো বলা সুন্নত ☺️🌹

আকাশের দিকে তাকিয়ে যখন শুধু দীর্ঘশ্বাস ফেলে হে আল্লাহ বলি–তখন মনে হয়,আর কিছু বলার দরকার নেই। তিনিই তো জানেন আমার সব মনের কথা🍀❤️🩹

নীল আকাশ নিয়ে ক্যাপশন

তুমি একরাশ মুগ্ধতায় নীল আকাশ সেই
আকাশের দিকে তাকিয়ে
থাকা বাগান বিলাস…☺️🌸

ওই দূরে চলো না নীল আকাশে,.. ❤😇
হারিয়ে যাই তোমার হাতটি ধরে…!

তুমি একরাশ মুগ্ধতার নীল আকাশ!
আমি সেই নীল আকাশের দিকে
তাকিয়ে থাকা এক বাগান বিলাস”!🌼

নীল আকাশের রংটা না হয় ভরাক
আমার মনটা রক্তিম লাল করুক
আমায় লাল পলাশের বনটা🥀🥀

🤏……ধুলা উরতেছে উরতে দাও……..
……. উরে আর কত দুর জাবে………
. নীল আকাশ তো আর ছুইতে পারবে না.
………বাতাস সঙ্গ ছেরে দিলে……….
…… আবার এসে মাটিতেই পরবে….✊

︵❝།།💚🌺আমি হাসতে হাসতে এক নীল আকাশ সমান অভিমান লুকিয়ে রাখতে জানি 🫰💚🌺__─༅༎

কিছু অনুভূতি কখনো প্রকাশ করা যায় না,
শুধু আকাশের দিকে তাকিয়ে তা মনের
মাঝেই রেখে দিতে হয়!🥹😅

হয়তো আমি নিজেই এক নীল আকাশের মতো,
যাকে কেউ পুরোটা বুঝে উঠতে পারেনি…” ☁️💔

❤️‍🩹🥀 নীল আকাশের মতোন কিছু অনুভূতিও থাকে যে গুলো বোঝা যায় কিন্তু প্রকাশ করা যায় না..!❤️‍🩹

পাড়ি দেওয়া ভীষণ সহজ ইচ্ছে ডানায়
ভেসে আমার কল্পনার রং লেগেছে
সুদূর ওই নীল আকাশে🍁🍁

প্রকৃতির সুন্দর দৃশ্য আছে বলেই জীবনটা
এত সুন্দর নীল আকাশ আর সাদা
মেঘ প্রকৃতির নির্ভেজাল জুটি🌺☁️

নীল আকাশে সোনার আলোয় কচি
পাতারর বাজে মন যে আমার নেচে
ওঠে হৃদয়বীণায় সেতার বাজে🌹🌹

আমি যদি চলে যাই নীল আকাশের কাছে 💝
আমায় তুমি খুঁজে নিয়ো 🫣সন্ধা তারার মাঝে একা যদি লাগে তোমার”মনে রেখে আমায়,,
দক্ষিণা বাতাস হয়ে আমি ”ছুয়ে দিবো তোমায়💝🫶

মেঘলা আকাশ; মেঘলা মন আঁধারেতে ডুবে আছে সারাক্ষণ তুমি এসে জ্বেলে দাও আকাশ প্রদীপ দুজনে মিলে দেখব আবার সুখের স্বপন🌲💜❤️

নীল আকাশের নিচে দাঁড়িয়ে ভাবি,
আমি কি আকাশের মতোই?যে বাইরে শান্ত,অথচ ভেতরে লুকিয়ে রেখেছে হাজার রঙ্গের গল্প, এক অন্য রকম অনুভূতি, আর হারিয়ে যাওয়া কিছু স্বপ্ন..🍁🌺

গোধূলি আকাশ নিয়ে ক্যাপশন

গোধূলি আকাশ কেন ডাকে মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ ঐ যায় ভেসে।

গোধূলি আকাশের নীরবতার সাক্ষী আছে চাঁদ,
সূর্যটা শুধু লড়াই দেখে
করে না প্রতিবাদ

গোধূলি আকাশের মেঘবালিকা আকাশের নীলে নীলে ভেসে বেড়ায় রোদ্র ছায়ার খেলে লুকোচুরি মাঝে মাঝে কোথায় সে হারায়!🌲

গোধূলি আকাশ বলে উদার হও সাদা মেঘ বলে ভেসে বেড়াও মনের কালিমা সব মুছে ফেল নিঃস্বার্থ হয়ে সেবা করো❤️❤️

গোধূলি আকাশ হল এক সীমাহীন ছায়াছবি
সেখানে কী ঘটছে তা দেখে দেখে
কখনই হই না আমি ক্লান্ত🪷🪷

গোধূলি আকাশের চেয়ে কোনও
দৃশ্যই অধিক উন্মাদনা সৃষ্টি
করতে পারে না🌺🌺

🌺 গোধূলি আকাশ হল প্রকৃতির আলোর
উৎস যা সমস্ত কিছু পরিচালনা করে🥀🥀

গোধূলি আকাশ শুধু দিতেই পারে আর
আমরা শুধু নিতেই পারি🌷🌷

🖤🫶তুমি বরং আকাশ হও মেঘ ভাষানোর বেলা, আমি না হয় গোধুলি হবো নিছক সন্ধা বেলা…! 🙂🥀

প্রকৃতি ও আকাশ নিয়ে ক্যাপশন

🍁🍁কেবলমাত্র হৃদয় থেকে চাইলেই
প্রকৃতি আর আকাশকে স্পর্শ করা যায়🥀🥀

🍃 প্রকৃতি ও আকাশের মত কেউ হতে পারিনি,
যে নিরবে কাঁদে, আবার
হেসে সব ঢেকে দেয়💖🌺❤️

🥀🥀প্রকৃতির আকাশে সবকিছুর মধ্যেই কোন না কোনো আশ্চর্যজনক কিছু লুকিয়ে আছে🌺🌺

প্রকৃতি আর আকাশ হলো সরলতায় পূর্ণ
এক যৌগিক আশ্রয়🪷🪷

প্রকৃতিও আকাশ সব সময় এক আত্মিক
রঙ গায়ে জড়িয়ে থাকে🌹🌹

🌺প্রকৃতি আর আকাশের মাঝে হারিয়ে
গেলেই প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়🥀

🥀🥀প্রকৃতিত আর আকাশ যত বেশি সময় অতিবাহিত
করবেন তত বেশি করে এর মর্ম
বুঝতে পারবেন🪷🥀🪷

প্রতিটি ফুল যেন প্রকৃতির
এক আত্মাস্বরূপ🌺🌺

🌺🌺প্রকৃতি ও আকাশ নিয়ম মানতে জানে
আবার একই সাথে সে নিয়ম ভাঙতেও জানে🥀🥀

আমার সাথে দেখা কোরো যেখানে প্রকৃতি আকাশ সমুদ্রকে স্পর্শ করে; পৃথিবীর যেখানে শুরু হয় সেই স্থানে করো আমার জন্য অপেক্ষা👌🌫️

আকাশ দেখতে যতটা সুন্দর,এর বিশালতা বুঝা ঠিক ততটাই কঠিন..😑
আকাশ ছোঁয়া আকাশ ও প্রকৃতি নিয়ে ক্যাপশন লেখা আমার হাতে শোভা পায় না,প্রকৃতি তার নিস্তব্ধ রূপ নিয়ে ব্যস্ত,আর আমি প্রকৃতিতে মুগ্ধ।🤍
আমি শুধু অবাক বিস্ময়ে চেয়ে দেখি চারপাশ অত্তন্ত সুন্দর! 🌤️☁️

রাতের আকাশ নিয়ে ক্যাপশন

রাতের আকাশ টা দেখলে বুঝা যায়
নীরবতা কতটা সনন্দর হয়..!❤️‍🩹

রাতের আকাশটা অন্ধকারাচ্ছন্ন হয়, শুধুমাত্র
তারাগুলোকে দেখাতে☘️🌿

এত বড় আকাশটাকে ভরলে জোছনায়
ওগো চাঁদ এ রাতে হায়
তোমায় বোঝা দায়🥀🥀

🤗❤️ আকাশে ভরা তারা দেখি,,,!
যখন হয় রাত তখন আমি একা থাকি
সঙ্গী হয় তোমার চাঁদ,,, 😅❤️‍🩹

আস্ত রাতের আকাশটাকে দীর্ঘশ্বাসের বিলবোর্ড, বানিয়ে লিখে রেখেছি সমস্ত একাকীত্ব..! 🖤

🪴🪴বন্ধু একাই আমি জাগব আধার আকাশে একা চিরদিন চেয়ে আমি থাকব🍀🍀

❤️আমার একলা আকাশ থমকে গেছে
রাতের কাছে এসে শুধু তোমায় ভালোবেসে 💖

☘️☘️যদি ঘুম ভেঙে যায় মাঝরাতে মনে পড়ে আমায় প্রিয় চাঁদ হয়ে জাগব তোমার আকাশে মনের আঁখি তে মোরে দেখে নিও🍁🍁

রাতের মেঘমুক্ত আকাশের দিকে তাকিয়ে, নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্তের কথা ভেবে সব মেনে নেওয়ার মধ্যেও একটা শান্তি আছে🍁🍁

আমার এই রাতের আকাশে তুমি যে ধ্রুবতারা
তুমি ছাড়া আমি হয়ে যাই দিশেহারা🌷🌷

অন্য পোস্ট পড়ুন:

ভুল সিদ্ধান্ত নিয়ে উক্তি,ক্যাপশন

মুখোশধারী মানুষ নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস

আনকমন ক্যাপশন বাংলা