প্রযুক্তির উন্নয়নের ফলে প্রতিনিয়ত ফেসবুক নতুন আপডেট নিয়ে আসতেছে। বর্তমানে মেটা নতুন একটা ফিচার যুক্ত করেছে। এই ফিচারটির নাম হল Digital Collectibles. এই ফিচারটি Facebook এবং Instagram এ উভয়ে জাগায় যুক্ত করা হয়েছে। ফেসবুক বা ইনিস্টাগ্রাম ডিজিটাল কলেকটিব্লেস অপশনের কাজ কি এবং এর সুবিধা কি তা আমাদের অনেকের জানা নেই। এজন্য আজকের পোস্টে আমরা এই ফিচার বা অপশন সম্পর্কে জানবো।
ফেসবুক ডিজিটাল কলেক্টিব্লিস হচ্ছে ফেসবুকে বিভিন্ন ছবি আর্ট ডিজাইন করে, বিভিন্ন ইমেজ, ভিডিও মিউজিক, ট্রেডিং কার্ড ইত্যাদি আপনার ফ্যান এবং বন্ধুদের কাছে বিক্রি করতে পারবেন। যাকে আমরা NFT বলে থাকি। অর্থাৎ ফেসবুকে আপনি NFTs মার্কেটিং করে বাইসেল করতে পারবেন।
ফেসবুকে আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে বিভিন্ন NFTs ডিজাইন তৈরি করে সেগুলো আপনার ফেসবুকের ফ্যান ফলোয়ার এবং বন্ধুদের কাছে বিক্রি করতে পারবেন এই Digital Collectibles ফিচার এর মাধ্যমে। তারা আপনাকে পেমেন্ট করবে আপনার ডিজিটাল ওয়ালেট এ।
Digital Collectibles খুঁজে পাবেন কোথায় থাকে?
- এই অপশনে যাওয়ার জন্য আপনাকে প্রথমে ফেসবুক প্রোফাইলে ঢুকতে হবে।
- তারপর থ্রি ডট অপশনে ক্লিক করুন।
- তাহলে দেখতে পারবেন সেখানে একটি অপশন দেখা যাবে Digital Collectibles নামে। এটাই হলো কাঙ্ক্ষিত সেই অপশন।
তবে এই অপশনটি প্রত্যেকের ফেসবুক আইডিতে এখন পর্যন্ত আসে নাই। বেশিরভাগ আইডিতে ইতোমধ্যে এই অপশনটা দেখা গিয়েছে। তবে চিন্তার কিছু নেই যাদের আইডিতে এখনো আসে নাই তারা ফেসবুকটি আপডেট দিয়ে রাখুন সকল আইডিতে আশা করা যায় তাড়াতাড়ি চলে আসবে।
Digital Collectibles এর কাজ কি?
- Coinbase Wallet
- Dapper
- MetaMask
- Rainbow
- Trust Wallet