160+ নিজেকে নিয়ে কিছু কথা: Self respect স্ট্যাটাস, নিজেকে নিয়ে ক্যাপশন 2026

নিজেকে নিয়ে কিছু কথা বাংলা আর্টিকেলে আপনাকে স্বাগতম। আমাদের সবার জীবন নিজেদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলার দরকার নেই। নিজের স্বপ্ন, নিজের অনুভূতি আর নিজের সিদ্ধান্তের মূল্য দিতে শিখলেই জীবন বদলাতে শুরু করে। কারণ যে মানুষ নিজেকে সম্মান করতে জানে, সে কখনোই নিজের জীবনের মূল্য কমতে দেয় না।

আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে এমন কিছু নিজেকে নিয়ে ক্যাপশন স্ট্যাটাস পোস্ট করতে চাচ্ছেন যা দেখে অনেকেই চমকে উঠবে। যা আপনার জীবনের সাথে একজন হুবহু মিলে যাবে। হ্যাঁ সেরকম স্ট্যাটাস ক্যাপশন নিয়েই আজকের এই আর্টিকেলটি সাজিয়েছি। যা আপনাদের ভালো লাগবেই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

অন্য পোস্ট পড়ুন 👇

বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে ক্যাপশন

মেয়ে পটানোর ফানি ক্যাপশন

নারী নিয়ে উক্তি, স্ট্যাটাস ক্যাপশন ২০২৬

নিজেকে নিয়ে কিছু কথা

𖹭:আজকে নিজেকে নিয়ে কিছু কথা হোক….!!
দেখতে খারাপ হতে পারি কিন্তু মনটা খারাপ না,, মজা করতে ভালোবাসি কিন্তু কারো মন নিয়ে খেলি না… **🙂❤️‍🩹

Self respect স্ট্যাটাস

সাধারণ হতে পারি তবে সস্তা না ☺️সবার chose হতে পারি তবে কারো option না ☝️.! যেমন রং বদলানো ড্রেস আমার choose হতে পারে কিন্তু রং বদলানো মানুষ আমার 1%ও chose না🙂🥀🌺

𝐒𝐞𝐥𝐟-𝐫𝐞𝐬𝐩𝐞𝐜𝐭 𝐢𝐬 𝐦o̶𝐫𝐞 𝐢𝐦𝐩o̶𝐫𝐭𝐚𝐧𝐭 𝐭𝐡𝐚𝐧 𝐟𝐞𝐞𝐥𝐢𝐧𝐠𝐬…!¡ 💔🖤❤️‍🩹
অনুভূতির চেয়ে আত্মসম্মান বেশি গুরুত্বপূর্ণ!😌

নিজের উপর এতটুকু ভরসা আছে যে
জায়গায় মানুষ সঙ্গ না দিবে আমি
নিজেই একা দাড়াতে পারবো🤘🫶

❤️☠️Dear Soul…
মুছে ফেলো সব মায়া, ভূলে
যাও স্মৃতি”মানুষ হলো বহুরূপী,
মনে রাখলেই নিজের ক্ষতি…!😅❤️‍🩹

⸙Don’t Earn Respect if you don’t behave well,,,,🍁🌼
Thank you,,,🍀ভালো ব্যবহার না করলে সম্মান অর্জন করা যায় না,,,,🍁🌼
ধন্যবাদ,,,🍀

একটা কথা আছে, “Invest in yourself” কথাটা প্রচন্ড রকমের সত্যি। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, এর উপরে আর কিচ্ছু নেই। নিজেই নিজের ফাস্ট প্রায়োরিটি হোন। No one can beat you.🙂🥱🌿

কোন মানুষের থেকে কোন এক্সপেক্টেশন রাখবেন না,কোন মানুষের উপর যখনই এক্সপেক্টেশন বাড়বে? যখনই ডিপেন্দেসিটা বাড়বে না, তখন সে আপনাকে তুচ্ছ মনে করবে তার থেকে বেস্ট নিজেকে ভালবাসুন নিজের কাজকে ভালোবাসুন এটাই ভালো,😎🥱🌿

আমি কখনো নিজের চেহারা, জীবন বা ভাগ্য নিয়ে দুঃখ পাই না, কারণ জানি, মানুষ কখনোই পরিপূর্ণ হয়না, আর তেমন হওয়ার দরকারও নেই, অনেকেই হয়তো নিজেদের নিয়ে হতাশ হয়, বদলাতে চায়, কিন্তু আমি বদলাতে চাই না, আমার যা আছে, যেমন আছে সব কিছু নিয়ে আমি খুশি, আমার হাসি, আমার কষ্ট, আমার ভুল, সব মিলিয়ে আমিই, আমি জানি, পৃথিবীতে কেউই একেবারে নিখুঁত নয়,🥱😎🌼

লাইফে অনেক মানুষ আসবে যাবে। নিজেকে এমন ভাবে গড়ে তুলতে হয় কারো উপস্থিতি, অনুপস্থিতিতে যেন নিজের কিছু যায় আসে না। নিজেকে ভালো রাখতে একটু স্বার্থপর হওয়াটাই বুদ্ধিমানের কাজ।😎🥱🌼

নিজেকে নিয়ে 🥀কখনো কোনো🥀 অভিযোগ করি🥀 না, নিজেকে ভালোবাসি 🥀আমি, আমার 🥀জীবন আমার 🥀মতো করেই🥀 সুন্দর, আর 🥀আমি শুধু সেইসব 🥀 মানুষদের থেকে🥀 দূরে থাকি,🥀 যারা আমাকে 🥀তার ভাবনা, কষ্ট, উচ্চতা, পোশাক 🥀বা ভাষা দিয়ে বিচার 🥀করে থাকে যে, তাদের🥀 সঙ্গে আমার পথ 🥀মেলে না, আমি 🥀যেমন, তেমনই ঠিক আছি, 🥀এটাই আমার সবচেয়ে🥀 বড় শক্তি🙂😎🌷

নিজেকে নিয়ে উক্তি

নিজেকে যতোটা প্রয়োজন অ’র্থের, তার থেকেও বেশি প্রয়োজন “মা’নসিক শা’ন্তির।🤍🌻

নিজেকে ༎কখনোই ༎মূল্যহীন ༎ভাববেন ༎না , জায়গা༎ পরিবর্তন ༎করুন,দেখবেন ༎আপনিও ༎কারোর ༎কাছে ༎অতি ༎মূল্যবান.!!

মূল্যহীন অভিযোগ গুলো নিজের কাছেই গোপন থাকা শ্রেয়।

নিজেকে ༎-দুনিয়ার-༎জন্য ༎-বদলানো ༎-যাবে না,___নিজেকে ༎-নিজের ༎-জন্য ༎-বদলাতে ༎-হবে..!😪💫☠️

মানুষ তাকেই আঁকড়ে ধরে রাখতে চাই যার মধ্যে সে নিজেকে খুঁজে পায়..!

একা বাঁচতে শিখো মানুষ
শান্তনা দেবে শান্তি নয়💗🌼🪻

সুন্দর চেহারা দৃষ্টি কেড়ে নেয় আর
উত্তম চরিত্র দিল কেড়ে নেয়💗🌼

নিজের কাছে নিজে সৎ থাকার মতো
আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয়
কিছু নেই🌼🪻

নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো
উপায় হচ্ছে, অল্পতে সন্তুষ্ট থাকা এবং
কারো কাছে কিছু আশা না করা🪻🥀💗

✿নিজেকে কখনোই মূল্যহীন ভাববেন না, জায়গা পরিবর্তন করুন,দেখবেন আপনিও কারোর কাছে অতি মূল্যবান..!😔🤍

নিজেকে নিয়ে কিছু ক্যাপশন

‘মিথ্যা সবাইকে বলা যায়
কিন্তু নিজেকে না🙂🙃😕

মানুষ পূর্ণতার স্বপ্ন দেখিয়ে শূন্যতায়
ডুবিয়ে দিয়ে চলে যায়🍁🍀

আমি প্রয়োজনে সীমাবদ্ধ, কারোর প্রিয়জন
হয়ে ওঠার সামর্থ্য আমার নেই🌼🥀💗

নিজেকে ‘পরিবর্তন করার সবচেয়েবড় মাধ্যম হচ্ছে ;৫ ওয়াক্ত নামাজ.। 🌸🤍

আমি স্বার্থপর নয়, শুধুমাত্র তাদের কাছ
থেকে দূরে সরে যাই যাদের কাছে
আমার কোন মূল্য নেই🪻💗🌼

আবেগগুলো অসম্পূর্ণই থাক
কারণ আমি মধ্যবিত্ত🪻💗

আমি বদলায়নি, এখন শুধু চুপ
থাকতে ভালোবাসি😅🌼🪻

আমার সবচেয়ে ভালো বন্ধু হল আয়না।
কারন আমি যখন কান্দি
সে তখন হাঁসে না💗😅🌼

দেখতে হয়তো মন্দ, তাই তো
ভালোবাসার দরজা বন্ধ🌼🪻🥀

কখনো কারো প্রিয়জন ছিলাম না,
সব সময় সবার প্রয়োজন ছিলাম🍀👇🍁

জীবন অনেক কিছু শিখলাম স্বার্থপর
হওয়াটা শিখতে পারলাম না🍀🤙🌷

নিজেকে নিজেই খুশি রাখতে শিখো,কারণ চারপাশে যা দেখছো শুধু স্বার্থ আর প্রয়োজন, প্রয়োজন ছাড়া কেউ কারো আপন হয় না…🙂💚🌸🌿

কারো উপর আমার রাগ নাই
অভিমান ও নেই শুধু নিজেকেই আর
ভালো লাগে না..!! ❤️‍🩹😅

মানুষকে ঠকানো অনেক সহজ,কিন্তু!
ঠকিয়ে যা পাবেন তা হজম করা কঠিন..💔

নিজেকে নিয়ে সুন্দর ক্যাপশন

নিজেকে নিয়ে নিজের কাছেই
আমার শত অভিযোগ।🥀😔

নিজেকে শক্ত করে গড়ে নিও এই শহরে
খারাপ সময় কেউ পাশে থাকে না🥰🍀🙂

নিজেকে নিজে ভালোবাসতে শিখো
এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মত
মানুষ ও বদলে যায়! 😉🖤

নিজের জন্য বাচো. নিজেকে ভালোবাসো!
কারণ চোখের সামনে যা দেখছো . সব
স্বার্থ আর প্রয়োজন।😅

বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয়
করেছি” তবে টাকা নয়, বাস্তব
অভিজ্ঞতা.!😌❤️‍🩹

নিজের প্রতি নিজের ঘৃণা হয় এত
খারাপ কেন আমি..!!😔❤️‍🩹

নিজের মতো আরেকজন খুঁজে পাওয়া
অনেক কঠিন । তাই নিজের হয়ে নিজেকে ভালোবাসতে হয়।🙂🍀🌷

✿>😌❤️‍🩹একাকিত্ব ভয়ংকর সুন্দর যদি তুমি উপভোগ করতে পারো।😅

সত্যিই আমি কারো যোগ্য না,, আমি
একা থাকার যোগ্য..!!😌❤️‍🩹

💜🧕এমন এক পরিস্থিতির মোকাবেলা করতেছি যে খানে নিজেকে কন্ট্রোল করতে না পারলে মৃত্যু অনিবার্য! 😅💔

খারাপ সময়ও শেষ হবে আমিও উঠে দাঁড়াবো কিন্তু ওই যে মানুষগুলোকে চিনা হয়ে গেল.. 🫂

নিজেকে নিয়ে স্ট্যাটাস

🖤🍒পরিস্থিতি অনুযায়ী নিজেকে বুঝিয়ে
রাখতে পারলেই জীবন ভীষণ রকম
সুন্দর 🕊️☺️💜🍒🌿

কিছু কিছু ভুল সিদ্ধান্ত নিজেকে
বহুদিন পর্যন্ত ভোগায়🙂🍀🌷

এমনকি আমি নিজেই চাই না
কেউ আমাকে পছন্দ করুক..❤️‍🩹😅

★হঠাৎ করে নিজেকে সবচেয়ে সুখী মনে হয় চোখ বন্ধ করে সব চিন্তা বাদ দিয়ে ভাবি আমার চেয়ে সুখী আর কেউ নেই,, আমি সুখী,! 💖🫶❤️🩹

🔥আমি জানি আমি খারাপ তবে হ্যাঁ আমি
নিজের দেহের ক্ষতি ছাড়া জীবনে অন্য
কারো ক্ষতি করি নাই🖤

✨নিজেকে আর কখনো কারো
কাছে প্রকাশ করবো না..!যার প্রয়োজন সে এমনিতেই,খুঁজে নিবে..!😅❤️🩹

নিজেদের প্রতি আত্মবিশ্বাসটা রাখা
খুব গুরুত্বপূর্ণ একটাই শক্তি ””’আমরা পারব আমাদের দ্বারা সব সম্ভব।💪🫂

নিজেকে নিজে প্রতিশ্রুতি দিয়েছি,ভালোবাসা
যদি হারিয়ে যায়,তাহলে এই মনে আর
কেউ আসবে না। 💔😅

💥😽💭নিজেই নিজেকে পছন্দ করি
না,মানুষ কিভাবে পছন্দ করবে।🙂🙃

🥷🤌আমি যখনই
নিজেকে কঠিন আর স্বার্থপর বানাতে চেয়েছি
হৃদয় শুধু একটাই কথা বলেছে এটা তুমি নও
তুমি এমন হতে পারে না🖤

কিন্তু আমি সত্যিই নিজেকে কঠিন বানাতে
চাই,যেনো কষ্ট আমাকে স্পর্শ না করতে পারে!😅

♡ 🌸অদ্ভুতভাবে চলছে জীবন না আমি নিজেকে নিয়ে খুশি,না কেউ আমাকে নিয়ে খুশি..!😅❤️‍🩹

নিজেকে নিয়ে কষ্টের স্ট্যাটাস

আমার কোন দুঃখ নেই যা আছে
নিজের প্রতি ঘৃণা 💔🙂

নিজের হাসির পেছনের গল্প গুলো কাউকে বলি না🙂🥀🌺

—আমি ভাঙা হৃদয় জোড়া লাগানোর জন্য বিখ্যাত ছিলাম..!❤️‍🩹😅কিন্তু যখন নিজের হৃদয় টা ভাঙলো তখন আমি নিজের দক্ষতা হারিয়ে ফেললাম !! 😅💔🥀

💘নিজের জন্য পরিবর্তন হও মানুষ
এই আছে এই নাই..!🙂❤️‍🩹

তারপর অতীত কে বিদায় দিয়ে সুন্দর
একটা বর্তমান বানিয়ে নিয়েছি😅

🌹চোখে ঘুম নেই কেবল একটা-ই
প্রশ্ন কষ্ট কী শেষ হবে না কখনো.🍁🌷

নিজেকে নিজেই সান্তনা দেওয়াটা, পৃথিবীর সবচেয়ে জটিল ও সুন্দরতম ক্ষমতা..!😅❤️‍🩹

নিজেকে নিয়ে আর কি বলবো -😅
আমি ছেলেটা সব দিক থেকেই যেনো ব্যার্থ-!🥹💔

যাকে কেঁদে পাওয়া যায় না,
তাকে হেসে মুক্তি দিতে হয় 😅

সবার আসা ছেড়ে দিয়ে,, নিজেকে ধ্বংসের
দিকে পা বাড়িয়ে দিয়েছি,,,দেখি শেষ
পন্তো কি হয়,,,🫶💔

আমি এক টা ভিষণ লোভী, এতকিছু থাকার পরেও, শুধু আপনার অভাবেই অভাবী হয়ে আছি!😅❤️‍🩹

নিজেকে দেখে নিজের কাছেই অবাক
লাগে কত কষ্ট সহ্য করতে শিখে গেছি🙃🌷

সবাই বলে সময় বদলে দেয় সবকিছু,
অথচ কিছু অনুভূতি আজও ঠিক
আগের মতোই রয়ে গেছে..😅

💫💜ভালোবাসা দুর থেকেই সুন্দর প্রকাশ করলে হারিয়ে যায়😅, নয়তো গুরুত্ব কমে যায়, আর অবহেলা পেতে হয়😅❤️‍🩹

বলেছিলাম না আমার নষ্ট হওয়া দেখে তোমার রুহু কেঁপে উঠবে এই দেখো নিজেকে আমি নষ্ট কইরা ফেলছি কারণ নষ্টের সাথে কোনো কথা থাকেনা🙂🍀🙃

আসলে সমস্যা আমারই আমি বেশি
আাশা করে ফেলি😅❤️🩹

যে আমাকে ভলোবাসে নি তাকে আমি
বহুবার বলেছি ভলোবাসি..!!😔❤️🩹

হারাতে হারাতে তো বহুত কিছু হারালাম
এখন বাকি আছে নিজেকে হারানো ..!😅😅❤️

আমার কষ্টের মধ্যে ও হাসির অভ্যাস
আছে সেজন্য’ই আমি সবসময় খুশি থাকি!🖤

নিজেকে নিয়ে কবিতা

করে ছিলাম চেষ্টা জেগে ছিলাম রাত
মধ্যবিত্ত ছিলাম আমি এটাই কি আমার
অপরাধ….! 😅😅

নিজেকে নিয়ে ভাবো
নিজেকে নিয়ে ভাবো, সময় যাবে ফুরিয়ে, নেক আমল করো বেশি, আখিরাতে জুরিয়ে। গোনাহ হলে তওবা করো, দেরি কোরো না, আল্লাহর রহমতে ভরসা রাখো সর্বদা।
দুনিয়া ক্ষণস্থায়ী, মিথ্যা মোহের ফাঁদ, আখিরাতে জান্নাত চাও করো নেকির সাধ🙂🌷

পায়ের নিচে জমে আছে ধুলোবালি, মাথায় খোলা আকাশ,আমি ছুঁতে চাই সেই স্বপ্ন, যা বয়ানে আমার হৃদয়ে স্নিগ্ধতার বাতাস
থেমে যাওয়া মানেই যে হার মানা তা না
একটু জিরিয়ে আবার যে চলা, হতে পারে এটাই জীবন আমার শক্তি সাহস মনের জোর,
ঘুটঘুটে এই অন্ধকার ছিঁড়ে আনব নতুন কিছু 🙂🌷

আমি এক অজানাকে চেনার অন্যরকম প্রচেষ্টায়
নিজের মাঝেই খুঁজে পাই হারানো সব রকম দশা
কখনো আমি শান্ত নদী, কখনো কখনো আবার উত্তাল ঢেউয়ের মতো
আমার ভেতরের আমাকে কি পুরোপুরি জানে কি কেউ রঙিন মেঘের পাল উড়িয়ে আমি যে চলি একালা পথে নিজের মাঝেই পেয়েছি আমি নতুন পথ চলা🌷🙂😙

জীবন এই দুইটা কথা শিখিয়ে দিয়েছে
প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা
আর দ্বিতীয়ত নিজের রব ছাড়া কারো প্রতি কোনো আশা না রাখা🌿🌷😅

আজকাল আর কিছু ভালো লাগে না,
মন চায় সবার সাথে দূরে অনেক দূরে -কোথাও হারিয়ে যাই “
যেখান থেকে কেউ আসে না ফিরে..!!😌❤️‍🩹

আজকে নিজেকে নিয়ে কিছু কথা হোক….!!
দেখতে খারাপ হতে পারি কিন্তু মনটা খারাপ না,, মজা করতে ভালোবাসি কিন্তু কারো মন নিয়ে খেলি না.🌿🙂🌷

নিজেকে নিয়ে ক্যাপশন স্ট্যাটাস attitude

🥀যে আমায় এরিয়ে চলে..!😏
….আমি তার ছায়ার উপর-
দিয়েও চলি না…!🙄
….this is my attitude…!🤟🙄😈🔪

কারো কাছে ভালো,কারো কাছে খারাপ ,
যার মানসিকতা যেমন তার কাছে
আমি তেমন 😎😇

👑💞প্রিয় মানুষকে ভুলতে গেলে 🤔
জেদ লাগে, যেই জেদ আমার শিরায়
শিরায় আছে 😎🤟😎

🍁পুরাই পাল্টে গেছি…….।
আগে ছিলাম Good girl………।
আর এখন Attitude and Bad girl……।
কারণ আবেগ দিয়ে দুনিয়া চলে না.😈☠️☠️

🦋🦋তুমি হয়রান হয়ে উকিল খুজতে
খুজতে এদিকে আমি জজ কেই কিনে রাখছি😅

আমি ভালো খারাপ দুটোই…!😎🥱
যেটা আপনি 𝐃𝐞𝐬𝐞𝐫𝐯𝐞 করবেন আমি সেটাই দেখাবো..!🔥🤟

💕চরিত্রবান জীবনসঙ্গী খোঁজা দোষের কিছুই না😕😪দোষের হলো নিজের নাই চরিত্র… 🤒
জীবনসঙ্গী খোঁজে পবিত্র 🤐🤧
……ধন্যাবাদ….. 🫡🫡🙏

চুপচাপ থাকি বলে দূর্বল ভেবোনা কারেন্টের তার ও নিঃশব্দ থাকে একবার হাত দিয়ে দেখো কত বোল্ট লাগে!!😎🥱

যে যা ইচ্ছা ভাবুক ! আমিতো জানি আমি
কেমন. কারো কাছে নিজেকে প্রমাণ করার
কোনো ইচ্ছা আমার নেই..! 😅😫

❤❤হয় কদর করো, নয় আফসোস,
অস্পষ্টতায়, অনিশ্চয়তায় আমি
নিজেকে রাখি না 😌❤️‍🩹

❤️আমি আমার সিদ্ধান্তে ধ্বংস হয়ে যাব,
তবুও আমার নিজের সিদ্ধান্ত থেকে আমি
এক চুল ও সরবো নাহ?😊

নিজেকে ভালো রাখতে হলে ইগনোর
করাটাও শিখতে হয়, সবসময় তর্কে না গিয়ে
চুপ করে থাকাটাও জানতে হয়!!💖🫶

নিজে ঠিক থাকলে পুরো দুনিয়াই ঠিক, মানুষ কি বললো সেইটা দেখার সময় নাই,কারন `Life’টা আমার কারো বাপের না…😮‍💨🌚😴

নিজেকে নিয়ে attitude caption

🫶❤️‍🩹আমার উরতে কোনো সঙ্গি লাগে
না আমি উরার জন্য একাই যথেষ্ট☘️🌼

_-আমি নিজেকে কিছু সময়ের জন্য আড়াল করে রেখেছি সময় আসলে সবাইকে আমার নতুন রূপটা দেখাবো… :(☠️🥱

আমি যদি একবার নিজেকে বদলে ফেলি তাহলে- তুমি আর কখনোই পুরনো আমাকে দেখতে পাবে না..! 🫡🤡

_আমার জীবনে কিছু থাকুক বা না থাকুক,
রাগ,জেদ,তেরামি অতিরিক্ত পরিমান আছে..! 😎😈

আমি জানি আমি খারাপ 😈😈:আমাকে -চিনেছে অনেকেই কিন্তু বোঝেনি কেউ এখনো তাই এর পরিবর্তন মিলে নাই 😅😅

জুতা ময়লা হবে তো এড়িয়ে যাচ্ছি আর
কাদা ভাবলো আমি তাকে ভয় পাচ্ছি 😼

ডিয়ার বেস্ট ফ্রেন্ড শুনে রাখ অভিমানটা
যদি জেদে পরিণত হয় না তাহলে আর
ফিরেও তাকাবো না 😏😏

মেয়ে হইতে পারি কিন্তু রাগ 🙂
ছেলেদের চাইতেও বেশি 😜
পরিবারের বড় মেয়ে বলে কথা 🥰🥰

♡🌝🐸যার কাছে আমার জন্য সময় নেই
তাকে আমার প্রয়োজন নেই 😏

🌿♡︎হেসে হেসে কথা বলা আমার ব্রেনের
সভাব😒,,,আর হটাত করে রেগে যাওয়া
আমার রক্তের প্রভাব,,👿🔪

☺️😜আমায় নিয়ে যারা সমালোচনা করে,
তাদেরকে বলছি, মেথর কীভাবে বুঝবে
আতরের সুগন্ধ😏

একাকিত্ব সত্যিই সুন্দর যদি ধারণ করতে
পারো,,,,😔দূরত্ব আর সুন্দর যদি অনুভব
করতে পারো,,,🙂🌿

ক্ষমতার জোরআমাকে দেখিয়ে লাভ নাই
তুৃমি আমাকে একা চলতে দেখছো। তবে
আমার নেটওয়ার্ক সম্পর্কে তোমার একটুও ধারনা নেই ☠️🥱🫵

আমি সবার মতো দুধের ধোয়া তুলসি পাতাওনা, আবার নিম পাতাওনা, আমি হলাম তামাক পাতা’
যে আমাকে জ্বালবে সে নিজেও জ্বলবে😈🤟

‘♡🦋স্বপ্ন যখন সফলতা খুঁজে ভালোবাসা
তখন মস্তিষ্কের বাইরে থাকে…!!🥱

🦋♕গুরুত্ব যার প্রাপ্য শুধু তাকেই দেই..!!
🙂🥀বাকিদের জন্য সময় নেই..!!!😌🔪🔪

💞বাবার একমাএ আমি কোনো ছেলের Attitude দেখার সময় নাই😏😏😎😎

ভালো হয়ে থাকার পরও যারা আমাকে খারাপ মেয়ে বলে…….আল্লাহ কসম খারাপ কাকে বলে অতি তাড়াতা দেখাবো, রেডি থাকিল🙂🌿

শেষ কথা

নিজেকে নিয়ে কিছু কথা স্ট্যাটাস ক্যাপশন আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ক্যাপশন, স্ট্যাটাস, পিকচার পেতে হলে নিয়মিত আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করবেন। কেননা আমরা আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে নিজেদের মতো করে বানিয়ে আপনাদের জন্য রেডিমেট করে স্ট্যাটাস ক্যাপশন গুলো পাবলিশ করে থাকে।

অন্য পোস্ট পড়ুন:

বিপদ নিয়ে উক্তি, স্ট্যাটাস ক্যাপশন

নতুন বছর নিয়ে ক্যাপশন

ঠকানো নিয়ে উক্তি, স্ট্যাটাস ক্যাপশন ২০২৬

ইগো নিয়ে উক্তি, স্ট্যাটাস ক্যাপশন ২০২৬

সন্দেহ নিয়ে উক্তি, স্ট্যাটাস ক্যাপশন ২০২৬