রক্ত দান নিয়ে উক্তি
তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে
পারে একটি প্রাণ❤️🙂🫀
রক্ত দিলে হয়না ক্ষতি” “জাগ্রত
হয় মানবিক অনুভ🩸🩸
যদি হয় রক্তদাতা” “জয় করবো
আমার রক্তে যদি সহযোগিতা করে-মুমূর্ষ রোগী প্রাণ”
“তাহলে আমি কেন করবনা সেচ্ছায় রক্তদান🧍🥀🩸
প্রস্তুত থাকে যদি কমপক্ষে দু’জন রক্তদাতা” “থাকবে গর্ভবতি মায়ের প্রাণের নিশ্চয়তা👍🧍🩸
জীবন বাঁচাতে সহযোগিতা করতে চান’
তাহলে মুমূর্ষ রোগীকে করুন,, –রক্তদান🥀🩸🥰
রক্ত দিলে হয়না ক্ষতি জাগ্রত
হয় মানবিক অনুভ❣️💢
ব্যয় কর কিছু সময়
রক্ত দিয়ে করবো মোরা মানবতার জয়।
রক্তদান নিয়ে ক্যাপশন🩸🫁💕
আপনার একব্যাগ রক্তদান
বাঁচতে পারে একটি মুমূর্ষ রোগীর প্রাণ🤍🫀🩸
মানবতার টানে
ভয় নেই রক্তদানে👥😕
রক্ত দান করে কারোর জীবনে
একজন নায়ক হয়ে উঠুন।🩸🧍
আপনার প্রতি ফোঁটা রক্ত মানবতার
জন্য সবচেয়ে সেরা উপহার।
রক্ত দিন, জীবন বাঁচান।🩸🧍
“মানুষের ভালোবাসা পেতে চান, তাহলে
অসহায়কে করুন- রক্তদান”🫀🥰🩸
আপনি অর্থ দিয়ে কখনোই
কারও জন্য জীবন কিনতে পারবেন না,
তবে আপনি রক্তদানের মাধ্যমে কারও জীবন বাঁচাতে পারেন।”🫀🥰
রক্তদানের মাধ্যমে মানুষকে সাহায্য করুন,
রক্ত দানে আপনার এই মহৎ কাজ টায়, শুধু একটি জীবন বাঁচিয়ে তুলবে, তা নয়… বাঁচাবে তার সাথে একটি পরিবারও…। আর সর্বোপরি বাঁচিয়ে রাখবে
আপনাকে আপনার মানবিকতার জন্যে👍🧍🩸
রক্তদান নিয়ে ইসলামিক উক্তি
কেউ বিপদে পরলে সাহায্য করা প্রয়োজন আপনি বিপদে পরলেও আল্লাহর পক্ষ থেকে কেউ একজন আপনাকে সাহায্য করতে আসবে অবশ্যই…! রক্তদান মহত্ত্ব গুন তাই মানুষ কে সাহায্য করুন 💞😅🩸
রাসূল বলেছেন:
“যে ব্যক্তি মানুষের উপকার করে,
আল্লাহ তার উপকার করেন।”
(সহীহ মুসলিম)
রক্তদান হলো নিঃস্বার্থ সদকা, যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় থেকে ও অনেক প্রিয়।🥰🥀🩸
যে রক্ত দান করে জীবন বাঁচায়, সে
নীরবে এক প্রকার বড় ইবাদত পালন করে।🩸🤲🫀
মানুষের উপকারে আসাই
প্রকৃত মুমিনের বান্দার পরিচয়।🩸👍🧍
যে ব্যক্তি একজন মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির প্রাণ রক্ষা করল।— (সূরা আল-মায়িদাহ: ৩২)🙃🙂🫀
রক্তদান নিয়ে স্ট্যাটাস
বাঁচাতে যদি চাও একটি প্রান,
তাহলে সাহস করে করো… রক্ত দান🫀🩸
তুচ্ছ নয় রক্তদান বেছে যেতে পারে একটি প্রাণ 🖤 আলহামদুলিল্লাহ চতুর্থবার মতো কারো বিপদে রক্ত দিতে পেরে নিজেকে অনেক আনন্দিত লাগছে…! 😊😇
বাঁচাতে চাও অন্যের প্রাণ, নিয়মিত করো রক্তদান…🩸🫀📌তোমার এক বিন্দু রক্ত হতে পারে কিন্তু কারো অমূল্য সম্পদ..?? ✨💫
আমার রক্তে যদি বাঁচে একটি প্রান তবে
আমি কেন করবো না রক্তদান🫀🩸
হাসপাতালে ফ্রী রক্ত দান করে বাহিরে এসে দেখলাম, ৮০/৯০ টাকার ডাব ১৫০/২০০টাকা 🤕 হে এটাই বাংলাদেশের মানবতা। 🙃
রক্ত দান নিয়ে ফেসবুক স্ট্যাটাস
রক্ত দিন🩸 জীবন বাঁচান 🩸আপনার এক🩸 ব্যাগ রক্ত পারে🩸 একটি জীবন🩸 বাঁচাতে। 🩸তাই আসুন🩸 নিজে যুক্ত 🩸হোন অন্যকে 🩸যুক্ত হতে🩸 উৎসাহিত করুন।🩸👍🥀🩸
রক্ত
-এক আশ্চর্য্য উপহার যে দেয় তার কিছুই খরচ হয়না, যে পায় তার লাভ পুরো একটা জীবন🩸
আপনার প্রতিটি ফোঁটা রক্ত মানবতার জন্য সবচেয়ে সেরা উপহার হয়ে উঠে।রক্ত দিন, জীবন বাঁচান🧍🩸
হাসি মুখে রক্ত দান হাসবে
রোগী, বাঁচবে প্রাণ🩸
রক্ত আমার রক্ত তোমার-ধর্ম চেনায় জাতে
, রক্ত যদি জীবন বাঁচায়!
কি এসে যায় তাতে?🥀🩸
অর্থ দান করা দুর্দান্ত, তবে
বক্তদান আরও ভাল।”💓👍🥀
রক্তদান নিয়ে ক্যাপশন
একের রক্ত অন্যের জীবন রক্তই
হোক আত্মার বাঁধন🫀👍🩸
যারা নিয়মিত রক্ত দিবে, তাদের
রক্তের- কোলেস্টেরল কমবে🩸
রক্ত দিলে হয় না কোন ক্ষতি, জাগ্রত
করে মানবিক অনুভূতি🩸💞
রক্তদান মহৎ দান, রক্তেই কত জীবন বাঁচে
রক্তাভাবে পড়েছে যারা, রক্তদানের আসল মানে একমাত্র তারাই জানে।🩸🫀👍
আপনার এক ফোঁটা রক্তদান হতে পারে
কারো না কারো জীবনের শ্রেষ্ঠ উপহার।
তাই রক্ত দিন, আর জীবন বাঁচান।🤩🫀
রক্ত দিলে হয় না শরীরের কোনো ক্ষতি আরো উপকার একজনের প্রাণ বাঁচে। তাই মানবিক হই,
আর করি অসহায় কে রক্তদান💞🫀🩸
এক ব্যাগ রক্ত হয়তো আপনার কাছে তেমন কিছুনা ,কিন্তু যার প্রয়োজন তার কাছে এটা পৃথিবীর সবচেয়ে অনেক বড় সম্পদ।😅🩸
এক ফোঁটা রক্ত
নয় বেশি দাতার কাছে আসতে পারে প্রাণ,
আবার শেষও হবে রক্ত দান জীবন দান
বাঁচবে এই জগতে হাজারও প্রাণ।👍🧑🤝🧑🩸
রক্তদানে জীবন বাঁচাতে এগিয়ে এসো সবাই
কোনো অজুহাত এই সঙ্কটে শুনতে নাহি
চাই।🩸
আপনার এই মহৎ সাহায্য যে, শুধু একটি জীবন বাঁচিয়ে তুলবে, তা নয়… বাঁচাবে একটি পরিবারও…। আর সর্বোপরি বাঁচিয়ে রাখবে আপনাকে আপনার মানবিকতার জন্যে…।🩸🧍🥀
মানুষ ভেদাভেদ করে জাতপাতে, কখনো ভেদাভেদ তো হয়না রক্ততে। সকলের রক্ত রং তো লালই হয়, আর জাতিভেদে রক্ত তো কারোর ভিন্ন নয়।👍🫀🩸
রক্ত দান করে জীবন দান করা যায় না শুধুমাত্র মুমূর্ষুকে আন্তরিকভাবে সহমর্মিতা দান করা যায়, কারণ জীবন ঈশ্বরের দান। –প্রতিদান আপনিই পাওয়া যায়।🫀🫀
তোমার এক ফোঁটা রক্ত একটি পুরো পরিবারের মুখে ফুটতে পারে হাসি । তাই রক্তদানে এগিয়ে এসো🥀🩸🧑🤝🧑
রক্তের নেই যে কোনো ধর্ম নেই যে কোনো জাতি। মানুষ হিসেবে মানুষের বিপদে পাশে দাঁড়ানোই রক্তদানের ভুল রাশি🧍🫀🩸
পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো এইটাই যে, আপনার রক্তে দানের কারনে কেউ একজন
আজও বেঁচে আছে।🥰👍🩸
রক্ত দান নিয়ে কবিতা
রক্ত অল্প কিছু রক্তদান ব্যর্থ যাবে না এ মহৎ দান।বিফলে যাবে না হবেনা নষ্টবাঁচবে একটি জীবন আস্ত।🩸👍🫀
আমার রক্ত তোমার-ধর্ম চেনায়জাতে, রক্ত যদি জীবন বাঁচায়!কি এসে যায় তাতে?🧑🤝🧑🥀🫀
আজ আকাশে শঙ্খ নিনাদ।বাতাসে বইছে আজানের সুর।রক্তের দাগে ভ্রাতৃত্বের খন্ডন।ভারত মায়ের মন আকুল!🩸🩸
রক্ত দান নিয়ে কিছু কথা
রক্তদান একটি মহৎ কাজ, যা কোনো মানুষের অমূল্য জীবন বাঁচাতে সাহায্য করে। আমাদের শরীরে প্রাকৃতিকভাবেই নতুন রক্ত তৈরি হয়, তাই সামান্য রক্ত দিলে আমাদের কোনো শারীরিক ক্ষতি হয় না। বরং আপনার দেওয়া এক ব্যাগ রক্ত মুমূর্ষু কোনো রোগী, দুর্ঘটনার শিকার ব্যক্তি বা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে। মানবতার খাতিরে অন্যের প্রয়োজনে এগিয়ে আসা এবং জীবন বাঁচানোর এই সুযোগ পাওয়া সত্যিই অনেক বড় ভাগ্যের ব্যাপার।
স্বেচ্ছায় রক্তদান করলে কেবল অন্যের উপকার হয় তা নয়, এটি দাতার নিজের স্বাস্থ্যের জন্যও উপকারী। নিয়মিত রক্তদান করলে শরীরে নতুন রক্তকণিকা তৈরির হার বাড়ে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। সবল ও সুস্থ মানুষ হিসেবে নিয়মিত রক্ত দেওয়ার মাধ্যমে আমরা সমাজে ভালোবাসার এক সেতুবন্ধন তৈরি করতে পারি। মনে রাখবেন, আপনার সামান্য একটু রক্ত কারো জন্য হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় উপহার।
অন্য পোস্ট পড়ুন 👇