দীর্ঘশ্বাস নিয়ে উক্তি
নিজেকে এগিয়ে নিয়ে যান তবে
মানুষকে ঠকিয়ে নয়,,মনে রাখবেন
মানুষের দীর্ঘশ্মাস খু্ুবই
ভয়ংকর….।💝🙂
“দীর্ঘশ্বাস বোঝে না কেউ, বোঝে কেবল
সে-ই,যার বুকের ভেতরটা প্রতিদিন
ভেঙে চুরমার হয়।”— ❣️❣️
এই দীর্ঘশ্বাস এর পেছনে যে কত কিছু
লুকিয়ে থাকে তা বোঝা মুশকিলকখনো
ব্যর্থতা,কখনো হাজারো কষ্ট ভুলে এগিয়ে
যাওয়া যেতে পারাই দীর্ঘশ্বাস.😰💔
দীর্ঘশ্বাস কারো কখনো দীর্ঘশ্বাসের কারণ হয়ো না,,,,, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস,,,..
তুমি কাউকে ঠকিয়েছো কারো ক্ষতি করেছো,,, তাহলে জেনে রাখো আল্লাহতালা,,,, তোমাকে একদিন ঠকাবে…..😰💔
দীর্ঘশ্বাস চেপে ঘুমাতে যাওয়া।
একরাশ হতাশা নিয়ে সকালে ঘুম ভাঙ্গা ইশ! কি ভয়ংকর রকমের অসহাত্ব নিয়ে এই নিদারুণ বেচে থাকা।☺️❤️🩹
কাউকে এমন ভাবে কষ্ট দিয়েন না, যাতে
ঘুমের মধ্যে কান্না করে উঠে, কারণ
মানুষ দীর্ঘশ্বাস নিলেই আপনি ধ্বংস
হয়ে যাবেন…!!🥹❣️
দিনশেষে আমারও কিছু না বলা কথা রয়ে যায় যা আমি কাউকে বলতে পারি না…. কিছু দুঃখ
রয়ে যায় যা নির্ঘুম রাতের দীর্ঘশ্বাসের
সাথে ভাগ করে নিতে হয় 😅💔🥺
যাই করেন মানুষের হক নষ্ট করবেন না, কারণ মানুষের দীর্ঘশ্বাস খুবই ভয়ঙ্কর!আপনি যাই করবেন তার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে, সেটা দুনিয়াতে হোক কিংবা পরকালে ..!!😰❣️
ধৈর্য্য কাকে বলে জানেন…..?? এটা ভেবে যে একদিন সব হবে বা একদিন সব ঠিক হয়ে যাবে বলে বড় করে একটা দীর্ঘশ্বাস নিয়ে চুপ হয়ে যাওয়া….!!!💔🙂
বলার জন্য যখন কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না, তখন এ বুক ফুরে কেবলমাত্র দীর্ঘশ্বাস ই বেরহয় আর দম বন্ধ হয়ে আসে 🥹💔
দীর্ঘশ্বাস নিয়ে ইসলামিক স্ট্যাটাস
এমন দীর্ঘশ্বাসের ওজন ঠিক কতটা সেটা
শুধু মাত্র আমার রবই বোঝে.!😊
আমার প্রতিটা ভারি দীর্ঘশ্বাস কে
হালকা করে দেও আল্লাহ 🥹
মাঝে মাঝে আকাশের দিকে তাকায়ি
, দীর্ঘশ্বাস ফেলে আল্লাহকে মনের সব….!কথাগুলো বলতে অনেক ভালো লাগে
আলাদা একটা শান্তি…!🥀
আমার প্রতিটি দীর্ঘ শ্বাসে একটাই চাওয়া.. আল্লাহ আপনি আমাকে আরো বেশি ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন..!!🤍🌸
বুকের মাঝে জমে থাকা কষ্ট
দীর্ঘশ্বাস যন্ত্রণা একমাত্র আল্লাহ
ছাড়া কেউ দূর করতে পারে না
নিরবে বসে দুই ফোটা চোখের পানি ফেলে
লম্বা একটা দীঘশ্বাস নিয়ে সবকিছু মেনে নেওয়া বিষয়টা আল্লাহ কে ছারা কাউকে বোঝানোর
মতো ভাষা আমার নেই…..!!🥹💔😅
আকাশের দিকে তাকিয়ে যখন শুধু দীর্ঘশ্বাস ফেলে হে আল্লাহ বলি–তখন মনে হয়, মনের কথা আর কিছু বলার দরকার নেই। তিনিই তো জানেন আমার সব মনের কথা🍀❤️🩹
একটা ভারী দীর্ঘশ্বাস আর আকাশ পানে চেয়ে মুচকি হাঁসি দিয়ে সব কিছু ভুলে রবের শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ😰❣️
*সুখ বলতে আমি,,, বুঝি ওই আকাশের
দিকে তাকিয়ে রবের উপর ভরসায়
করে দীর্ঘশ্বাস ফেলি ….!!🥹💔
আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে
ভাবি, আল্লাহ’র যাই করেন মানুষের
ভালোর জন্য করেন! :)😰🤲
দীর্ঘশ্বাস নিয়ে ক্যাপশন
কিছু অনুভূতি ব্যাখ্যা করা কঠিন, দীর্ঘশ্বা’স
ছাড়া আর কিছু করার থাকে না।
একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়া আমার কাছে
আর কোনো কিছু নাই.!😊🖤
নিজের দিকে তাকাইলে একখান দীর্ঘশ্বাস
ছাড়া আর কিছুই আসে না, এমন তো
কথা ছিলো না..!!😰💔
আসমানের দিকে তাকিয়ে দুইটা দীর্ঘ শ্বাস
ছাইড়া সব হজম করে নিছি,প্রতিদিন
এবং প্রতি মুহূর্তে…..!!😅❤️🩹
পরিস্থিতি আমাকে এতটাই নিশ্চুপ করেছে যে মুখের ভাষা হারিয়ে শুধুই দীর্ঘশ্বাস ফেলি,💐🥰
পতনের জন্য অভিশাপ লাগে না মানুষের দীঘশ্বাসই যথেষ্ট…..!!.💔😅
মুচকি হাসি আর দীর্ঘশ্বাস ই যথেষ্ট,সব
পরিস্থিতি সামলে নেওয়ার জন্য…!😞
যে হৃদয়টা এক সময় হাসিতে ভরা ছিল;
সেখানে আজ নীরবতার দীর্ঘশ্বাস”…!!🙂💔
অভিশাপ,,,দিতে হয় না, দীর্ঘ শ্বাসই”
অনেক কিছুর প্রমান এই পৃথিবীতে,, ☺️🥀
আকাশের দিকে তাকিয়ে দুইটা দীর্ঘশ্বাস
ছেড়ে সব মেনে নিচ্ছি।🥹💔
দীর্ঘশ্বাসগুলো যে কতটা দীর্ঘ,,, সেটা কেবল আমার নিঘুম রাত জানে..((
দীর্ঘশ্বাস নিয়ে হাদিস
সবাই তোমার হাসি দেখে ‹
আর আল্লাহ দেখে তোমার ভাঙা হৃদয় < যেটা গভীর রাতে নিঃশব্দ আল্লাহর কাছে কাঁদে মানুষ শুধু মানুষের হাসি বুঝে <কিন্তু আল্লাহ বুঝে মানুষের নিঃশব্দ < দীর্য শ্বাস > এইজন্য তোমার না বলা কথাগুলো <> মানুষকে না বলে <আল্লাহর কাছে বলে ফেলো <দেখরে আল্লাহ তোমাকে এমন কিছু দিবে <যেটা দেখেই তুমি সন্তুষ্ট হয়ে যারে ‹😰
মানুষ কে এতো টা কষ্ট দিও না! খোদার ঘরে গিয়ে উফ শব্দ! লম্বা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে! খোদার কাছে বিচার প্রর্থনা করে! খোদার আরশ টা ও কেঁপে উঠবে!🥹💔
রবের পরিকল্পনা মানুষের থেকেও বেশি উত্তম”কারণ দীর্ঘশ্বাস ফেলুন আর বলুন।”আলষহামদুলিল্লাহ।🥹💔
আকাশের দিকে তাকিয়ে একটা ভারি একটি দীর্ঘশ্বাস- খুবই ভয়ানক জিনিস! আল্লাহ্ রাব্বুল ইযযাতের দরবারে যদি একটা বদদু’আ কবুল হয়ে যায়, যদি এক ফোটা চোখের পানি আরশ মহলে পৌঁছায়, যায় সেটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে!😰🙂
দীর্ঘশ্বাস নিয়ে স্ট্যাটাস
গল্প তো সবার থাকে কারোটা উপন্যাস
আবার করোটা দীর্ঘশ্বাস 😅❤
সব ভুলে একটা দীর্ঘ নিশ্বাস ছেড়ে বলো,
আলহামদুলিল্লাহ ভালো আছি !! 🌸✨💜
একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়া আমার
জীবনে আর কিছু নাই ..!!😅❤️🩹
না দেহের মুক্তি মিলছে”
না মনের মুক্তি মিলছে, শুধু
বুকের মধ্যে একটা দীর্ঘশ্বাস,যা
নিজেকে তিলে তিলে শেষ করে
দিচ্ছে!😅💔
চুপচাপ বসে আর দুই চোখে জল, এক
দীর্ঘনিশ্বাস ফেলে সব কিছু মেনে
নেওয়ার বিষয় টা কাউকে
বুঝানোর মতো না..!💔❣️
আয়নায় কারে দেখবো নিজেকে
দেখলোই তো ভেতর থেকে দ্বী্ঘশ্বাস বের হয়
আমি এমন কেন হলাম
নিরবে বসে দুই চোখের পানি
এক দীর্ঘনিশ্বাস ফেলে সবকিছু মেনে
নেওয়ার বিষয় আল্লাহ ছাড়া কাউকে
বুঝানোর ভাষা থাকে না 😔😔
আমি মারা গেলে হয়তো, আমার কাছের মানুষ গুলো একটু দীর্ঘশ্বাশ ফেলে বলবে,
খুব বিরক্ত করতো, যাক এখন তো একটু
শান্তিতে থাকতে পারবো.! 😅
মানুষের খারাপ ব্যবহারের জন্য অভিশাপ দেওয়া
লাগবে না, কারণ যাদের কে কষ্ট দিয়েছে তাদের
বুকচেরা কষ্ট করে দীর্ঘশ্বাস ফেলে তাহলে আর অভিশাপ দেওয়া লাগবে না শুধু দীর্ঘশ্বাসই যথেষ্ট।🥹💔
দীর্ঘশ্বাস নিয়ে যেসব দিন পার করতে হয় সেসব দিনের গল্প কাউকেই বলা যায় না শুধু রব জানেন যে আপনার অসহায়ত্ব আকাশ ছুঁয়েছে🥹🙂
দীর্ঘশ্বাস নিয়ে কিছু কথা
কখনো কারো দীর্ঘশ্বাসের
কারণ হবেন না? মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস? মানে মানুষ টা আপনার উপর কোন প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবারই তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে, সৃষ্টি
কর্তা সব দেখেন? আপনি যতই ভালো মানুষের মুখোশ পরে থাকেন না কেনো অথবা কাওকে ঠকিয়ে যতই সুখের সাগরে ভাসেন না কেনো, কারো অন্তরে আঘাত দিলে তার কষ্ট আপনাকেও ভোগ করতে হবে দুনিয়াতেই ভোগ করতে হবে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু সাত দেয় না!!💔😰
তোমার ভেতরে জমে থাকা দুঃখ, কষ্ট, দীর্ঘশ্বাস গুলোকে সবসময় লুকানোর চেষ্টা করবেন না, কারণ সেগুলোকে বের হয়ে আসার জন্য একটা মুক্ত পথ তৈরি করে দিন। এই জমে থাকা কষ্ট দীর্ঘশ্বাস রূপে বের হয়ে আসলেই তুমি হালকা হতে , পারবে নয়তো বুকে জমে থাকা দুঃখ কষ্টগুলো তোমাকে তিলে তিলে মারবে।🥹💔
সবকিছুর কি ক্ষমাই হয়?এই যে হঠাৎ
দীর্ঘশ্বাস বের হয় হুট করে চোখে পানি আসে
এইসব কি প্রমাণ করে না যে আমরা যা চাইলেও
সব ক্ষমা করতে পারে না? আমরা সর্বোচ্চ
এইটুকু চাইতে পারি স্রষ্টা ক্ষমা করুক।
ভালো থাকুক। এইটুকু ব্যাস।😰💔
যাই করেন কখনো মানুষ ঠকাইয়েন না! মানুষের দীর্ঘশ্বাস ভয়ংকর! মানুষের হক নষ্ট কইরেন না! কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েন না!কাউকে ভালোবাসতে গিয়ে তাকে ব্যবহার কইরেন না! আপনি যাই করবেন তার কর্মফল আপনাকে
ভোগ করতে হবে সেটা দুনিয়াতে হোক
কিংবা পরকালে!!💔🥹
প্রিয়….
যখন তোমার কথা মনে পড়ে, তখন নিজেনর ভিতর ভুমিকম্প শুরু হয়! নিজেকে আর সামলাতে পারি না! ভেঙ্গে পড়ি, কষ্ট পাই, কান্না করি, বড় করে একটা দীর্ঘ শ্বাস নেই একা একা বসে থাকি, মন খারাপ নিয়ে ঘুরাঘুরি করি…..!!এই ভাবে হারিয়ে যাওয়ার আগে একবারও আমার কথা ভাবলে না! আমি কি করে বাঁচবো তুমি বিনা,, তুমি বলেছিলে শুধু আমারই রবে! কিন্তু তুমি আর আমার রয়ে গেলে না! তুমি পৃথিবীতেই আছো, শুধু দীর্ঘশ্বাস নিয়ে কিছু কথা🙂🤲
দীর্ঘশ্বাস নিয়ে কবিতা
কবিতা – ১
সুন্দর আকাশ হঠাৎ করে ধূসর হয়ে যায়,
কিছু স্বপ্ন যখন কেবল দীর্ঘশ্বাসে ফুরায়।
চোখে জল না থাকলেও মনে অনেক ভার,
বুকের ভেতর জমে আছে কষ্টের পাহাড়।
কবিতা – ২
দীর্ঘশ্বাস মানেই হলো কিছু না বলা কথা,
যাতে মিশে থাকে অনেক দিনের জমা ব্যথা।
ভারী মনটা হালকা করতে যখন ইচ্ছা হয়,
দীর্ঘশ্বাস তখন এসে মনের কথা কয়।
কবিতা – ৩
দীর্ঘশ্বাস মানেই হলো একা বয়ে চলা,
অন্ধকারে নিজের সাথে চুপিচুপি কথা বলা।
হাসির আড়ালে লুকিয়ে থাকে যতখানি দুঃখ,
একটি দীর্ঘশ্বাসেই বোঝা যায় মনের আসল মুখ।
কবিতা – ৪
বুকের ভেতর জমানো কষ্ট, গুমরে গুমরে মরে,
অনেক কথা গোপন থাকে মনের ভেতর ঘরে।
পুরানো সেই দিনগুলো যখন মনে পড়ে যায়,
বুকের ভেতর হাহাকার দীর্ঘশ্বাসে হারায়।
অন্য পোস্ট পড়ুন 👇