১৯৯+ পরিস্থিতি নিয়ে স্ট্যাটাস - খারাপ পরিস্থিতি নিয়ে উক্তি, ক্যাপশন ২০২৫

পরিস্থিতি নিয়ে স্ট্যাটাস বাংলা আর্টিকেলে আপনাকে জানাই স্বাগতম। এই আর্টিকেলে আপনি আপনার মনের মত যে কোন পরিস্থিতি নিয়ে স্ট্যাটাস খুঁজে পাবেন না। এখানে আমরাই একমাত্র খুবই সুন্দর সুন্দর বাছাইকৃত পরিস্থিতি নিয়ে স্ট্যাটাস ক্যাপশন উক্তি নিয়ে আর্টিকেলটি সাজিয়েছি। চলুন কথা না এখন কে দেখি নিন।

পরিস্থিতি নিয়ে স্ট্যাটাস 

পরিস্থিতি নিয়ে স্ট্যাটাস - খারাপ পরিস্থিতি নিয়ে উক্তি, ক্যাপশন

জীবন তখনই সুন্দর হয়, 
যখন পাশে এমন কেউ থাকে,
যে সমস্ত পরিস্থিতি বোঝার ক্ষমতা রাখে।......🖤🥹 
পরিস্থিতিটা এমন হয়ে যাচ্ছে 😟
যেনো বেঁচে থাকার ইচ্ছে মরে গেছে🥀
তবুও শ্বাস নিতে হচ্ছে 😭🥀 
〆পৃথিবীতে ভুল বুঝার জন্য আনেকেই আছে,
কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নাই..😢😅 
আমার ভিতরে থাকা আনন্দটা আর নেই পরিস্থিতির সাথে সাথে সেটা মরে গেছে..! 😊❤️‍🩹 
পরিস্থিতির কারণে আমাকে হাসতে দেখেছে অনেকেই
কিন্তু কাঁদতে যারা দেখেছে!!!তারা একান্ত আমার আপনজন!😅❤️‍🩹 
একটা মুচকি হাশি আর দীঘশ্বাসই
 যথেষ্ট সব পরিস্থিতি সামাল 
দেওয়ার জন্য 😌❤️‍🩹 
আমাকে হাসতে দেখেছে অনেকেই
কিন্তু কাঁদতে যারা দেখেছে!!!তারা একান্ত আমার আপনজন!😅❤️‍🩹 
"বাস্তবতা কখনো হিসেব কষে হয় না
বাস্তবতা নির্ভর করে
পরিস্থিতি উপর.....!! 

নিজের পরিস্থিতি নিয়ে স্ট্যাটাস

নিজের পরিস্থিতি নিয়ে স্ট্যাটাস
পরিস্থিতি তোমাকে ধন্যবাদ জানাই ,
তুমিই বুঝিয়েছো যে...!
এই দুনিয়ায় সবাই ভালোবাসা দেখালেও সবাই ভালোবাসে না।
কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি.!!
-সেটা আমার আমি ছাড়া কেউ জানে না.!!🥀💔😊  
কিছু সময় পরিস্থিতির জন্য আমাদের অতি শখের, অতি প্রিয় অতি ভালোবাসার মানুষটাকেও ছাড়তে হয়,আমরা যার সাথে সারা জীবন থাকবো বলে প্রতিশ্রুতি দিই তাকেই আমারা ছেড়ে দিই ভালোবাসার মানুষটাকে পেয়েও আমারা হারিয়ে ফেলি।
✘✘শখের জীবন আমারও ছিলো.....
কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে..!😅💫
পরিস্থিতির সাথে লড়াই করা যায়,🙂
কিন্তু ভাগ্যের সাথে নয়☺️ভাগ্য এক আজব জিনিস কাউকে সব কিছু দেয়...🥀😫
আবার কারো থেকে সব কেড়ে নেয়.....,😅❤️‍🩹
পরিস্থিতি স্বীকার হতে হয়, কষ্ট পেতে হয়, বাস্তবতা মনে করে মেনে নিতে হয়, চোখের দুফোটা জ্বল মুছে সামনে এগিয়ে যেতে হয় এইটাই জীবন!
সব শিক্ষা বইয়ের পাতা থেকে ময়..!
কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকেও হয়।
পরিস্থিতি আর সময়"যতো জটিল হবে"😊💌
ততো তুমি মানুষ চিনতে শিখবে..!😓💔 
পরিস্থিতি সবাইকে শিক্ষা দেয় আর পরিস্থিতি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমি ছাড়া আমার কেউ নেই 🖤
আসলে পরিস্থিতি আমাকে অনেক 
শিক্ষা দিয়েছে, যে শিক্ষা আমি 
কোনোদিনও শিখতো চাই নি। 😅💔
পরিস্থতি আমাকে এতটা শান্ত করে দিছে যে এখন নিজের বাবা মায়ের সাথেই কথা বলতে ইচ্ছে হয় না 😅💔
পরিস্থিতি মানুষকে বিক্রি - করে দেয়, 
হয়তো সময়ের কাছে, নয়তো বাস্তবতার 
কাছে এখন শুধু দুঃখ আর লম্বা একটা
 দীর্ঘশ্বাস ছাড়া, আমার 
কাছে আর কিছুই নেই!

পরিস্থিতি নিয়ে ফেসবুক স্ট্যাটাস

পরিস্থিতিতে কত কিছু বদলে যায়..!
অভ্যাস পাল্টে যায়,ভালো লাগা পালটায়।
অপেক্ষা ' ও ' রঙ বদল করে নেয়.!
পরিস্থিতি শিকার হলে নিজের শখের❤️অনেক কিছুই ত্যাগ করতে হয় তার প্রমান আমি নিজে দেখছি!!! 
পরিস্থিতির কারণে মাজে মাজে আমাদের জীবনে এমন কিছু -মুহূর্ত আসে , যা খুব ক্ষণস্থায়ী "কিন্তু " -সে গুলোর ব্যথা হয় খুব দীর্ঘস্থায়ী 😔🥀
বাস্তবতা আর পরিস্থিতি আমায়.....
যে পথের দিকে ঠেলে দিচ্ছে,
সেই পথটা আমার কল্পনাতেও ছিল না.!🙂❤️‍🩹
পরিস্থিতি যেমন হোক নাহ কেন যার কথা বলার ইচ্ছা থাকে,সে হাজার ব্যস্ততার মাঝেও সময় দিতে জানে "☺️💜
এখন আমার পরিস্থিতি অনেকটা এমন যে
 আমার মাঝে বিন্দু পরিমান 
ইচ্ছা বা শক্তি নাই 
কোনো সম্পর্ক টিকিয়ে রাখার
থাকলে থাকো না থাকলে চল
পরিস্থিতির সাথে লড়াই যায়
-কিন্তু ভাগ্যের সাথে নয়!!❤️‍🩹🥀
সময় আর পরিস্থিতি মানুষকে......
এতটাই বদলে ফেলে! 🙂
- যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারে না!💔🥀
সমাজকে জানানোর দরকার নেই‚
 সময় হলে পরিস্থিতি জানিয়ে
 দিবে কে আপন!🌿🎋
পরিস্থিতিটা এমন হয়ে যাচ্ছে 😟
যেনো বেঁচে থাকার ইচ্ছে মরে গেছে🥀
তবুও শ্বাস নিতে হচ্ছে 😭🥀
পরিস্থিতির কারণে যতটা মানসিক যন্ত্রণা আর চাপ নিয়ে চলাফেরা করি,তা একমাত্র আমি আর আমার আল্লাহ ই জানে😔😌
একটি হাসির অর্থ এই নয় যে একজন ব্যক্তি সর্বদা খুশি থাকে😊💙 হয়ত তারা তাদের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে শক্তিশালী থাকার চেষ্টা করছে..😅🙂♨️
একটা মুচকি হাশি""""
        আর-দীঘশ্বাসই-যথেষ্ট।
সব পরিস্থিতি......
     সামাল দেওয়ার জন্য।😌❤️‍🩹

পরিস্থিতি খারাপ নিয়ে স্ট্যাটাস

খারাপ পরিস্থিতি মানুষকে অনেক
 কিছু শিখায় একা একা চলতে শেখায়
 নিজের পায়ে দাঁড়াতে শেখাই বাস্তবতা 
শিখাই চেনা মানুষ এর আড়ালে 
অচেনা মানুষ কে চিনতে শেখাই।
খারাপ পরিস্থিতি আজ অনেক 
কিছু'ই শিখিয়ে দিচ্ছে, তবে সব ঠিক 
হয়ে যাবে একটা সময়। কিন্তু এ সময়'টা 
যে ভাবে পার করছি তা মনে থেকে
 যাবে আজীবন!
হাশি-খুশি তো আমিও ছিলাম ওই যে পরিস্থিতির শিকার, তাইতো চুপ হয়ে গেছি..! 🙂❤️‍🩹
পরিস্থিতি স্বীকার হতে হয় কষ্ট পেতে হয়,
      বাস্তবতা  মনে  করে.....
মেনে  নিতে  হয়,
         চোখের  দুফোটা  জ্বল মুছে,
সামনে  এগিয়ে  যেতে হয়,
     এইটাই জীবন!🙂
😘💔পরিস্থিতি যেমনই হোক!
তোমাকে নিয়ে ভাবতে, আমার ভালো লাগে…😊💔
মেয়েরা সব সময় পরিস্থিতির শিকার হয় বেশি,
কারণ তাদের স্বপ্ন গুলো তাদের পরিবার এর কাছে বন্দী। 
পরিস্থিতির কারণে জীবন টা এমন হয়ে গেছে!!!
শুধু চিন্তা আর টেনশন"
মাঝে মাঝে ভাবি এই বয়সে তো এমন টা হওয়ার কথা ছিলো না,,,।
নিজেকে-শক্ত- করে- গড়ে- নিও,
এই  শহরে  খারাপ  পরিস্থিতিতে.....
কেউ  পাশে থাকে না!🥺🥀
পরিস্থিতির কারনে আমি চুপ -)
(-শুধু সময় আসুক,,,,,!
_দেখতে পারবা আমার আসল_ _রুপ.....!
পরিস্থিতির কারণে মানুষ অনূভুতি হারায়,
পাথর হয়,, কিন্তু দুঃখ ভুলে না।
মাঝে,,মাঝে,,নিজের,,পরিস্থিতি,,নিয়ে....
কথা,,বলতে,,আর,,ভালোলাগে না..!
কারন সেই পরিস্থিতি এতটাই কষ্ট-কর হয় যে নিজের অজান্তে চোখে জল চলে আসে।😅😭
যখন আপনি পরিস্থিতি নিয়ে হতাশ হন তখন নীরবতাই সর্বোত্তম মনোভাব।"
পরিস্থিতি,,যেমনই,,হোক,,না,,কেন
কখনো,,থেমে,,থাকবেন,,না,,
ভন্ডামি চালিয়ে যেতে থাকুন। 🙂🫶
🖊️📝💡•••⊰❂
সবচেয়ে কঠিন কাজ হচ্ছে...
      পরিস্থিতি যেমনই হোক সামলে নেওয়াটা,
এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে,
         অন্যদেরকে পরামর্শ দেওয়া। 🌺༅༎•─
বাস্তবতা চায় অর্থ..:)
পরিস্থিতির কাছে হেরে গেছি, না হলে
আমিও ফ্যামিলির কম আদরের ছিলাম না..😢🥀❤️
জীবনে এমন কিছু পরিস্থিতি আসে! 
যেখানে নিরব হয়ে থাকা ছাড়া আর
 কিছুই করার থাকে না..!
নিজের জীবনের পরিস্থিতি গুলো!! নিজেকেই সামলাতে হয়। উপদেশ তো অনেকেই দেয় পাশে থাকে না কেউ!!
আজ পরিস্থিতির চাপে চুপচাপ রয়েছে যারা
অতিতে খোঁজ নিয়ে দেখো ভীষণ চঞ্চল ছিলো তারা!
খারাপ ভালো সব কিছুই আল্লাহর ইচ্ছেতেই হয়, তাই মন খারাপ করার দরকার নেই পরিস্থিতি মানিয়ে নিতে পারলেই সফল।
সম্পর্ক যাই হোক খারাপ পরিস্থিতিতে যে পাশে থাকে সেই আপন মানুষ।🥀❤️
সময় খারাপ হলে আপন মানুষগুলো খোঁজ নেওয়া বন্ধ করে দেয়, পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়েছো দুনিয়াতে সব আপন আপন নয়।😅😢💔

খারাপ পরিস্থিতি নিয়ে ক্যাপশন 

খারাপ পরিস্থিতি নিয়ে স্ট্যাটাস
পরিস্থিতির কারণে নিজের প্রিয় মানুষটাকে..!! হাসিমুখে বিদায় দেওয়া এক মহাপাপী আমি...!!!😅💔💔
ইচ্ছাকৃত ভাবে কেউ একা থাকতে চায় না,
পরিস্থিতি একা থাকতে বাধ্য করে।💔🥀
পরিস্থিতির সম্মুখীন হলে বোঝা যায়,
মানুষ তো শুধু কথাতেই আপন...!🙂💔
বলার ছিল অনেক কথা....
পরিস্থিতির কারণে বেছে নিলাম নীরবতা!😅❤️‍🩹
পরিস্থিতির কারনে চুপ হয়ে আছি,নাহলে অনেকেরই অনেক কথার জবাব দিতাম।☠️💀
একটা বয়েসের পর......
জীবনের শখ বলে আর কিছুই থাকেনা,
থাকে শুধু দৈর্য্য আর পরিস্থিতির সাথে.......
নিজেকে মানিয়ে নেওয়ার পালা😂😂
পরিস্থিতির কারণে এমন হয়ে গেছি,
নিজের অনেক বড়ো ক্ষতি হয়ে গেলেও.....
এখন আর কষ্ট লাগে নাহ..!!                  
পরিস্থিতি আমার অনেক শিখিয়েছে!
এই ছোট্ট জীবনে বাস্তবতার সম্মুখীন আমি বহুবার
তারা ভালবাসা দেখিয়ে মাঝপথে থেমে গেছে!
তাগো মুখ্য উদ্দেশ্য কেবল অর্থ সাধনাই ছিলো!
'উপরওয়ালা'চাইলে দিন আমার'ও বদলে যাবে!
খারাপ পরিস্থিতি আজ অনেক
কিছু'ই শিখিয়ে দিচ্ছে, তবে সব ঠিক
হয়ে যাবে একটা সময়। কিন্তু এ সময়'টা 
যে ভাবে পার করছি তা মনে থেকে যাবে আজীবন!
- চোখে পানি নিয়ে.. ভাতের প্লেট হাতে নিয়ে.. হাত কেপে ভাত পরে জাওয়া.. চোখের পানি মিশিয়ে ভাত খাওয়ার - যেই ব্যপারটা..!!😅💔🥀..- এমন পরিস্থিতি আল্লাহ কাওকে দিও না.. 😅💔🥀

খারাপ পরিস্থিতি নিয়ে উক্তি

🥀পরিস্থিতি যতোই খারাপ হোক, সময় যতোই বিপরীত দিকে প্রবাহিত হতে থাক না 
কেনো, তুমি ভয় পেয়ো না !! কারণ, 
তুমি তো আল্লাহর শক্তিতে শক্তিমান
🥀 কাউকে কখনো বর্তমান পরিস্থিতি
 দেখে অবহেলা করবে না। মনে রেখো 
সময়ের চাকা কিন্তু অনবরত ঘুরতে থাকে!
🥀সব শিক্ষা বইয়ের পাতায় থেকে হয় না। কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয়।
🥀পরিস্থিতি যেমনই হোক না কেনো…! 
যে তোমার হাত ছাড়ে না 
সেই প্রকৃত আপনজন🌸💥
🥀 প্রতিকূল পরিস্থিতি-কে পরাজিত
 করে যারা জীবন যুদ্ধে টিকে থাকে, 
তারাই হলো প্রকৃত জীবন যোদ্ধা।
🥀 জীবন ভালো খারাপ সব অভিজ্ঞতার 
মধ্য দিয়ে প্রবাহিত হয়!!! তাই তোমাকে 
যে কোনো পরিস্থিতির মধ্যে টিকে থাকতে হবে।
🥀 পরিস্থিতির দোহাই না দিয়ে পরিস্থিতি 
তোমাকে বদলে ফেলার আগে তুমি 
পরিস্থিতিকে বদলে ফেলো।
🥀 মানুষ পরিস্থিতি বদলাতে না পারলেও, 
পরিস্থিতি কিন্তু ঠিকই 
মানুষকে বদলে দেয়।
🥀 নিজের খারাপ পরিস্থিতি, 
অন্যের কাছে তামাশা ছাড়া কিছু না।
🥀সবার আগে নিজেকে
 ভালোবাসতে শিখে নিও!!!
 কারণ জীবনের কঠিন পরিস্থিতিতে 
কাউকে পাশে পাওয়া যায়না।
🥀 সব পরিস্থিতিতে শুধু মা-ই থাকে 
পাশে। বাকিরা তো প্রয়োজন 
ফুরালেই কেটে পড়ে।
🥀 সময় আর পরিস্থিতি 
সবসময়ই বদলাতে থাকে। কিন্তু ভালো 
সম্পর্ক আর ভালো বন্ধুত্ব কখনো বদলায় না।
🥀 বিশেষ পরিস্থিতিতে মানুষ বন্ধু 
এবং শত্রুকে চিনে নিতে পারে। আর যে
 তা পারে না, সে তার ভুলের জন্য মাশুল দেয়..!!
🥀পরিস্থিতি যাই হোক, সম্মুখ মোকাবিলা
 করতে শেখো। শুরুটা কঠিন 
হলেও একসময় সব স্বাভাবিক হবেই।
🥀পরিস্থিতি যাই হোক না কেনো, মানিয়ে নিতে পারলে তুমিই দুনিয়ার সুখী মানুষদের মধ্যে একজন।
🥀সময় এবং পরিস্থিতি তোমাকে 
বুঝিয়ে দেবে্‌,, তুমি কতোটা ক’ঠিন হতে পারো।
🥀পরিস্থিতি যেমনই হোক না কেন, হাসুন!!!! জীবনটাকে কেঁদে ভাসিয়ে 
দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে 
দেওয়া অনেক ভালো।
🥀সর্বদা মনে রাখবে, জীবনে যত
 কঠিন পরিস্থিতি মধ্যে দিয়ে যাবে, 
তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে।
🥀কঠোর পরিশ্রম এবং ত্যাগের সাথে, 
যেকোনো কঠিন পরিস্থিতি থেকে 
বেরিয়ে আসা সম্ভব।
🥀সময় আর পরিস্থিতি মানুষকে 
এতোটাই বদলে দেয়, যেটা মানুষ 
কখনোই কল্পনা করতে পারে না। মানুষ 
পরিবর্তনশীল শুধু সময় আর পরিস্থতির কারণে।
🥀পরিস্থিতি যেমনি হোক না কেনো, 
নিজেকে সব সময় মানিয়ে নিয়ে
 হাসি-খুশি থাকতে হবে।
🥀সময়ের সাথে পরিস্থিতি বুঝে
 যে নিজেকে মানিয়ে নিতে পারে, 
সে সব চাইতে সুখী মানুষ।

পরিস্থিতি নিয়ে ইসলামিক উক্তি

পরিস্থিতি যেমনই হোক না কেন.....
- ধৈর্য হারিয়ো না।
- নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছে!❤️💙
🤍🤎হে আমাদের রব...!
খারাপ পরিস্থিতিতে আমাদেরকে....
পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিমরূপে... আমাদেরকে মৃত্যু দিন!🧡
চুপ থাকা শিখুন, ধৈর্য ধারণ করা শিখুন, খারাপ পরিস্থিতি সব সময় থাকবে না , আর ধৈর্য আপনার অন্তরকে শক্তিশালী করবে।😇ইনশাআল্লাহ।❤️
- 💖🤎💚আশা ছাড়তে নেই, 
ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়..!💚💚
- তাই খারাপ পরিস্থিতিতে একটুতেই ভেঙে পরবেন না 
ধৈর্য ধরুন, অপেক্ষা করুন আল্লাহ উত্তম কিছু দিবেন। 💚
ইন শা আল্লাহ 🤲🏻🤍🤍
✰⎯⃝۵༏༏”🩷💚ধৈর্য ধরো, শান্ত থেকো,
কথা কম বল, খুব পরিশ্রম করে যাও।
পরিস্থিতি যেমনই হোক না কেন ভালো
সময় তোমারও আসবে ইনশাআল্লাহ..!!,✌️

পরিস্থিতি নিয়ে ইসলামিক স্ট্যাটাস

-পরিস্থিতি যেমন'ই হোক না কেনো,,!
- মন থেকে এক বার বলি,,❤️🌸🖤
❀🌸🖤___𝐀𝐋𝐇𝐀𝐌𝐃𝐔𝐋𝐈𝐋𝐋𝐀𝐇 ___🖤🌸❀
༎༅🌼⎯͢⎯⃝🥰
"
"
»»একদিন পরিস্থিতি তোমায় শেখাবে' যে কেউ
নেই তোমার একমাত্র আল্লাহ ছাড়া..⎯͢⎯⃝🙂🌺""
༎༅🌼⎯͢⎯⃝🥰
আল্লাহ আপনি আমার ধৈর্য শক্তি দান করুন,,,যেন যে কোন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি🙂🙂
হে আল্লাহ কাউকে কখনো এরকম পরিস্থিতিতে ফেলো না যার কাছে জীবনের থেকেও মৃত্যুটাই সহজ মনে হয়.. 😭💔
আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়িয়ে দিন কারণ আমার পরিস্থিতি একমাত্র আপনি ছাড়া কেউ জানে না 🥹
পরিস্থিতি শিকার হয়ে গেছি,
          পারি না কাউরে বলতে,
পারি না নিজে সহ্য করতে,
         কিন্তু একদিন উঠে দাঁড়া ইমু..☹️🫶🏻😎
ইনশাআল্লাহ🥀❤️
ধৈর্য রাখুন....
        কখনো কখনো ভালো জায়গায়
পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির
         মধ্যে দিয়ে যেতে হবে!
তাই সময়ের অপেক্ষা করুন চাওয়াটা যদি হালাল হয় পাওয়াটা নিশ্চিত,ইনশাআল্লাহ❤️🥀
হে আল্লাহ" তুমি ছাড়া আমি অসহায় আমার খারাপ পরিস্থিতি সামলাতে আমি একা পারবো না, তুমি সাহায্য করো তুমি ছাড়া আমার কেউ নেই"আল্লাহ"...!
শেষ কথা 

বন্ধুরা আশা করছি আজকের এই পরিস্থিতি নিয়ে স্ট্যাটাস বাংলা আর্টিকেলটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার যেকোনো পরিস্থিতিতে এই পরিস্থিতি স্ট্যাটাস গুলো ব্যবহার করতে পারবেন। যেকোনো স্ট্যাটাস ক্যাপশন কবিতা ছন্দ পিকচার পেতে নিয়মিত আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করুন। ধন্যবাদ 
অন্য পোস্ট পড়ুন:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url