১৯৯+ ধৈর্য নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন এবং কিছু কথা
ধৈর্য নিয়ে উক্তি, স্ট্যাটাস ,ক্যাপশন বাংলা আর্টিকেলে আপনাকে স্বাগতম। জীবনে সফল হওয়ার প্রথম স্টেপ হচ্ছে ধৈর্য।একজন মানুষ যদি সফল হতে চায়, তবে তার মাঝে ধৈর্য ধরার গুণ অবশ্যই অবশ্যই থাকতে হবে। ধৈর্য ধরা মানে হলো ভরসা করা।আর যার মাঝে ধৈর্য নেই, ধরে নিতে হবে সে একজন দুর্বল মনের মানুষ, যে অল্পতেই অস্থির হয়ে পড়ে।
একজন মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও সাহস না থাকলে কখনো তার মাঝে ধৈর্য থাকে না। আর একজন ধৈর্যহীন মানুষের দ্বারা সফলতা পথ অনেকটা কুয়াশার মত। দেখা যায় কিন্তু ধরা যায় না। এই আর্টিকেলে আমরা আপনাদের জন্য ধৈর্য নিয়ে কিছু সেরা উক্তি স্ট্যাটাস ক্যাপশন নিয়ে আর্টিকেলটি সাজিয়েছি। চলুন সেগুলো এক পলকে দেখে নিন।
ধৈর্য নিয়ে উক্তি
সাফল্যের প্রধান শর্ত হলো ধৈর্য
ধৈর্য হারা মানেই যুদ্ধ হারা
ধৈর্য হলো সন্তুষ্টির চাবিকাঠি
ধৈর্য হলো প্রতিটি সমস্যার জন্য
সর্বোত্তম প্রতিকার।
🌿🌸...ধৈর্য কখনো-মানুষকে-ঠকাই না!!🌸🌿
___ ধৈর্য হলো সফলতার মূল 🦋🩵
→লক্ষে পৌঁছাতে ধৈর্য লাগে🐰🩷
ধৈর্য ইসল།মের সৌন্দর্য.!💚🌻
⎯͢⎯⃝🌼-ধৈর্য ছাড়া সাফল্য আসে না. -!💙
📖ধৈর্য ধরো – আল্লাহর জন্য অপেক্ষা করো,কারণ তিনিই সব সমস্যার সমাধান দান করবেন।📿🕋
•—চুপ থাকা শিখুন, ধৈর্যধারণ করা শিখুন, ধৈর্য আপনারঅন্তরকে শক্তিশালী করবে 🌺🥀
ধৈর্য মানুষকে ঠকাই না বরংসঠিক সময়ে সেরা উপহার দেয়!-🙂🖤
আল্লাহ তো নিজেই বলেছেন,ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ,তোমার অতীতের চেয়েও সুন্দর হবে।সূরা আদ দুহা - ০৪
যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন হবে,তখন ধৈর্য ধরবে। ধৈর্য একদিন সুখের দরজা খুলে দিবে!ইনশাআল্লাহ
ধৈর্য, অধ্যাবসায় আর পরিশ্রম,এই তিনটি এক হলে সাফল্যকে আরথামানো যায় না”– নেপোলিয়ন হিল
ধৈর্য হলো জগতের সবচেয়েশক্তিমান যোদ্ধা”– লিও টলস্টয়, রাশিয়ান লেখক
ধৈর্য এমন একটি গাছ,যার সারা গায়ে কাটা কিন্তুফল অতি সুস্বাদু”– আল হাদিস
অসাধারণ কাজগুলো শক্তি নয়,অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয়”– স্যামুয়েল জনসন, বৃটিশ সাহিত্যিক
ধৈর্য ধারণ করো। সহজ হওয়ারআগে সবকিছুই কঠিন মনে হয়”– শেখ সাদী (রহ:), সূফী ও দার্শনিক
ধৈর্য আর পরিশ্রম জাদুর মত।এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয়।– জন কুইনসে এ্যাডামস, ৬ষ্ঠ আমেরিকান প্রেসিডেন্ট
ধৈর্য নিয়ে উক্তি হাদিস
রাসূলুল্লাহ (সা.) বলেন,
যে ব্যক্তি ধৈর্য ধরবে, আল্লাহ তাকে
ধৈর্য দান করবেন। ধৈর্যের চেয়ে উত্তম
ও বৃহৎ কোনো দান মানুষের জন্য নেই।
— (সহিহ বুখারি, হাদিস: ১৪৬৯)
ধৈর্য–নিষ্ঠার সাথে চেষ্টা করো এবং
সালাতের মাধ্যমে সাহায্য চাও।
যারা ধৈর্য–নিষ্ঠার সাথে চেষ্টা করে,
আল্লাহ অবশ্যই তাদের সাথে আছেন। ”
– আল কুরআন
ধৈর্য নিয়ে উক্তি আল্লাহর বাণী
ধৈর্যশীলদের জন্য জান্নাত
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"আল্লাহ যাকে কল্যাণ দিতে চান,
তাকে তিনি পরীক্ষায় ফেলেন।"
— (বুখারি, ৫৬৪৫)
"নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের
প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে
কোনো হিসাব ছাড়াই।"
— (সূরা আজ-যুমার: ১০
ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও:
"হে মুমিনগণ! তোমরা ধৈর্য ও
সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।
নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।"
— (সূরা আল-বাকারা:
ধৈর্য নিয়ে স্ট্যাটাস
অস্থির হওয়ার কিছু নেই আল্লাহ যা করে ভালোর জন্যই করে!এখন মানতে কষ্ট হলেও ধৈর্য ধরো, আল্লাহ সময় মতন সঠিকটা দিবে ইনশাল্লাহ
ধৈর্য ধরে আছি,কোনো এক নতুন দিনের আশায়❤️🩹🥀
'আমি ধৈর্য নিয়ে দুঃখ সহ্য করার ক্ষমতা রাখি বলেই.
মানুষ শুধু দুঃখ'ই দিয়ে যায়😊❤️🩹
জীবনের সবচেয়ে কঠিন থেকে
কঠিনতম বাস্তবতা হলো "সময় এ
বং সম্পর্কের পরিবর্তন"।
জীবনে কোনো কিছুই স্থায়ী নয়,
ভালো সময় যেমন শেষ হয়, তেমনই
খারাপ সময়ও। তাই কঠিন সময়েও
ধৈর্য ধরার মানসিকতা গড়ে তোলা প্রয়োজন।
- ধৈর্য রাখুন দেখবেন হয়তো জিতে যাবেন.!✌️
- নয়তো অনেক কিছু শিখে যাবেন.!😊❤️
- আপনার আজকের ধৈর্য..
আগামীকাল আপনার সাফল্যের
কারণ হবে, ইন'শা'আল্লাহ❤️
ইয়া আমার রব, হয় ধৈর্য দাও নয়তো সুন্দর একটা বিদায় দাও 😔❤️🩹
বয়সের সাথে সাথে সবকিছু বদলে যায়,
আগে জেদ ধরতাম, এখন ধৈর্য্য ধরি,?
--------নিরবতা মানে অহংকার নয়,
নিরবতা মানে ধৈর্য।------😊🥀
- ইচ্ছাকৃত ভাবে যারা হারায়,
- তারা একদিন পাওয়ার জন্য ছট-ফট করবে;
- ধৈর্য ধরুন শুধু সময়ের অপেক্ষা!💔
_তুমি বলেছিলে তোমাকে
পাওয়ার জন্য ধৈর্য ধরতে,আমি ধরলাম।
কিন্তু দেখো তুমি রইলে না,কিন্তু ধৈর্য
ধরার অভ্যাস'টা আমার রয়ে গেলো!💔😅
-"নিজের লক্ষ্য অর্জনের জন্য ধারাবাহিক প্রচেষ্টা -ও দৃঢ় মনোভাব অপরিহার্য।
- ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও, সফলতা -নিশ্চিতভাবেই তোমার হবে।"ইনশাআল্লাহ 💝
চাওয়াটা খুব তাড়াতাড়ি হলেও, তোমাকে পেতে অনেক ধৈর্য ধরতে হবে..!🥹💝
প্রচুর ধৈর্য ধরতে হবে
স্বপ্ন পুরনের জন্য🖤
- ধৈর্য!হারালেই আপনি!বের্থ-//🌼💙
- অহংকার যত কম!জীবন তত সুন্দর..! 🖤
আল্লাহ্ আপনি আমার থেকে
আমার সমস্যাগুলো ভালো জানেন।
"আপনার উপর ভরসা রাখলাম এবং
ধৈর্য ধারণ করলাম, ইনশা'আল্লাহ
সবকিছু ঠিক করে দিবেন।"🤍
ধৈর্য ধরতে পারলে নাকি জীবন সুন্দর হয় :
সেই বিশ্বাস নিয়ে ই তো ধৈর্য ধরে আছি ইনশাআল্লাহ।
নীরবতা মানে ভেঙে যাওয়া নয়,
নীরবতা মানে ধৈর্য নিয়ে ভালো কিছুর খোঁজ করা!🦋🙂
ধৈর্য ধরতে হবে কিছুটা সেভাবে, যেভাবে রোজা রাখি এবং জানি যে মাগরিবের আযান হবেই!🌸🥰
ইসলামিক স্ট্যাটাস ধৈর্য নিয়ে
"ধৈর্য ধরে থাকুন সুখের হাসিটা
একদিন আপনিও হাসবেন"
ইন শা আল্লাহ...!❤🌸
ধৈর্য রাখুন–༎༉•🥰
- আল্লাহ্ জানেন আপনার
নীরব হৃদয় কি চায়–❤️🌸
আফসোস নেই, আমি আগেই জানতাম কি হবে তারপরও পুরো নাটক ধৈর্য নিয়ে দেখেছি! 💔😊
অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ভালো কিছু অবশ্যই আপনার জীবনে আসবে, এই কথা বিশ্বাস করুন ।✊
_ অভিযোগ এতোটা যে ইচ্ছেই করে
না এখন দুনিয়ায় বেঁচে থাকতে..!?
_ আর ধৈর্য এতোটাই যে আমি
সুখে আছি আমার জীবন নিয়ে..!?
আমি ধৈর্য নিয়ে দুঃখ সহ্য করার
ক্ষমতা রাখি বলেই, এখন পর্যন্ত
তোমায় ভুলতে পারি নি!!😅❤️🩹
সময়,
অপেক্ষা আর ধৈর্য নিয়ে আছি 🤍
চলুক-না জীবন😊
--------নিরবতা মানে অহংকার নয়,
নিরবতা মানে ধৈর্য।------😊🥀
❒︎❒︎🌼🌺🍁
ধৈর্যের পথ যতটা কঠিন হবে,
গন্তব্যটাও ততটাই সুন্দর হবে।
Silence is not emotion silence is patience...!!😅
নীরবতা ভাব নয়, নীরবতা হচ্ছে ধৈর্য...!!☺️❤️🥀
লোকের ভাগ্য বদলায়;আমার
বদলায় শুধু ধৈর্যের পাতা!এক
পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা, আরো
ধৈর্য আরও...!😅💔
আমি সব সময় নিজেকে ভাবতাম
আমি হয়তো ধৈর্যশীল না,,তবে সময় আমাকে এমন যায়গায় নিয়ে এসেছে,,যেখানে আমি নিজেই নিজের ধৈর্য দেখে অবাক হয়ে যাই
- যে আজ তোমাকে অবহেলা করছে.!😥
- ধৈর্য ধরো এক দিন তোমাকে
তার বেশি প্রয়োজন হবে..!!🌺️😊
আশা ছেড়ে দিলে আমি হেড়ে জাবো।
ধৈর্য ধরলে কোনো একদিন ফিরে পাবো!
ইনশাআল্লাহ
আপাতত কিছু দরকার নেই, আল্লাহ আমাকে ধৈর্যশীল করে দিক খারাপ মুহুর্তগুলো সয করার জন্য
ধৈর্য নিয়ে ইসলামিক স্ট্যাটাস
ধৈর্যশীলরা কখনোই ঠকে না
কিসের এত চিন্তা যেখানে আল্লাহ
নিজেই উত্তম পরিকল্পনাকারী! ❤️☺️🌺🥰
সবকিছু সঠিক মুহূর্তে আপনার কাছে আসবে....
ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন,
আল্লাহর কাছে সবকিছু সম্ভব।🙂
—যে রব গাছের ডালে ঘুমন্ত
পাখিটিকেও পড়ে যেতে দেন না
আপনি কি করে ভাবলেন সেই রব,
আপনাকে একা ছেড়ে দিবেন!
সুতরাং ধৈর্য ধরুন, শেষটা সুন্দর হবে;
______ইনশা-আল্লাহ।
🌱
"হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের
মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ
ধৈর্যশীলদের সাথে আছেন..."🌱
🌿সূরা বাকারা:আয়াত-১৫৩🌿
___সব কাজেই ধৈর্য ধরে থাকতে হবে...
কারণ আমার আল্লাহ তো
আছে সে সব ঠিক করে দিবে...!☺️🌸
-︵🦋💚
_ღ༎-সঠিক সময় হলে আল্লাহ
সব কিছু দিয়ে দিবেন
” শুধু ধৈর্য ধরতে হবে -☺︎︎🦋🌺!!-🖤🌻
- ধৈর্য ধরো ☺- তোমার জন্য
যেটা বরাদ্দ সেটা দেরিতে
হলেও আসবে 🖤🌼 - ইনশাআল্লাহ ❤
ধৈর্য ধরতে ধরতে আজ আমি বড়ই ক্লান্ত, তার পর ও 'ইনশাআল্লাহ'..!😊
ধৈর্য নিয়ে ক্যাপশন
আল্লাহর কাছে চাও" না পেলে আবার চাও"
তবুও না আসলে কান্না করে চাও"
চাইতে ই থাকো কারন ........!!
তিনি ই দিবেন শুধু ধৈর্য
ধরে চাইতে শিখুন ( ইন শা আল্লাহ )
╭•┄┅════❁🌺❁════┅┄•╮
🌟 প্রত্যেক কষ্টের পরে আসে স্বস্তি। ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য আসবেই। 🤲
╰•┄┅════❁🌺❁════┅┄•╯
শীঘ্রই
তোমার রব তোমাকে এতো দিবেন যে,
তুমি খুশি হয়ে যাবে। ধৈর্য ধরুন অপেক্ষা করুন (ইনশাআল্লাহ)
(সূরা :- আদ দুহা -৫)
আল্লাহ আপনার জন্য যা পরিকল্পনা করে রেখেছেন তা সময়মতো আপনি ঠিকই পাবেন। আল্লাহর উপর ভরসা রাখুন আর ধৈর্য ধরুন!❤️
_ ধৈর্য্য হারালে আপনি ব্যর্থ..!💜🌻
-----★★---ভরসা রাখুন রবের প্রতি---★★------🤲
<❤️🌼🍀🌸🌺🍀>_
মোনাজাতে” ঝড়ে “যাওয়া”,,
একফোঁটা “অশ্রু”
আমাদের “ভাগ্য” পরিবর্তন “করে দিতে” পারে”
❤️হে”আল্লাহ ❤️🤲🤲
আমাকে” এতটা”ধৈর্য “দিন”যে”
হাজারো”কষ্টের”মাঝে”,,
হাঁসি”মুখে”বলতে”পারি🌿
🥰আলহামদুলিল্লা🥰
___<🌺🍀🌸🌿🌼>
ধৈর্য রাখুন...
কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য...
খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে...
তাই সময়ের অপেক্ষা করুন...
চাওয়াটা যদি হালাল হয় পাওয়াটা নিশ্চিত.....
ইনশাআল্লাহ...।
সূরা ইউসুফ আমাদেরকে পাঁচটি জিনিস শিক্ষা দেয়!
১. সকল সমস্যার সমাধান একদিন হবেই।
২. যে দুঃখী, সে একদিন সুখী হবেই।
৩. হারানো জিনিস একদিন ফিরে আসবেই।
৪. কিছু স্বপ্ন সত্যি হবেই।
৫. ধৈর্য হলো পরিক্ষা আর পরিক্ষা হলো ভালোবাসা।
হে আল্লাহ!
আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে..
আর আমার শরীর"টাও অনেক ক্লান্ত ,,
আমার মনটা দুশ্চিন্তায় ভরাক্রান্ত
তুমি ছাড়া আমার কেউ নেই🥺
ইয়া আল্লাহ আমাকে ধৈর্য্য ধারণ করার ক্ষমতা বাড়িয়ে দাও আমি যে। হাজারো কষ্টের মাঝে বলতে পারি আলহামদুলিল্লাহ..😊
হে মাওলা!! আমাকে শক্তি এবং
ধৈর্য দান করুন এবং আমার
কষ্ট"গুলো দূর করে দিন🤲
ধৈর্য নিয়ে কিছু কথা
হে আল্লাহ আমাকে এত বেশি ধৈর্য দিন যেন পৃথিবীর কোন মানুষের কথায় আমার অন্তর ব্যতীত না হয়। আমার মন যেন শুধুমাত্র আপনার কারণেই ব্যথিত থাকে। নিজের পাপের জন্য অনুশোচনা হয়। কর্মের জন্য চিন্তিত থাকতে পারি। নিজের রাগ কন্ট্রোল করতে পারি। হে আমার রব আমাকে এত বেশি ধৈর্য দিন যাতে লোকের কথায় অন্তর পুড়ে গেলেও আমি আপনার পুরষ্কারের আশায় হাসতে পারি। আমার খারাপ সময়টা যেন আমার জীবনে ভালো কিছু বয়ে আনে। নতুন করে বাঁচতে শেখায়।
আমি জানি হে আমার রব তোমার উপর আমার অফুরন্ত বিশ্বাস আছে।আমি জানি তুমি আমাকে কখনো হতাশ করবে না । সঠিক সময় উত্তমটাই দিবেন আমি তার অপেক্ষায় ধৈর্য নিয়ে আছি অবশ্যই তোমার পরিকল্পনা আমার পরিকল্পনা থেকে অনেক বেশি সুন্দর! ❤️🩹🌸
শেষ কথা
বন্ধুরা আশা রাখছি আজকের এই ধৈর্য নিয়ে উক্তি ,স্ট্যাটাস, ক্যাপশন গুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দেখে যাবেন। এরকম যেকোন স্ট্যাটাস,ক্যাপশন, কবিতা, ছন্দ, পিকচার রিলেটেড নিয়মিত আমাদের এই ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ
অন্য পোস্ট পড়ুন: