150+ মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস,ক্যাপশন, কবিতা , উক্তি, ছন্দ ২০২৪

মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস: আসসালামু আলাইকুম আপনি কি অনলাইনে আপনার মনের মতো মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস ক্যাপশন কবিতা খুঁজতেছেন?যদি খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য বাছাইকৃত কিছু মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস ক্যাপশন ছন্দ কবিতা নিয়ে সাজানো হয়েছে।

মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস,ক্যাপশন, কবিতা , উক্তি, ছন্দ ২০২৪

যেকোন ছেলে যদি কোন এক মায়াবী মেয়ের চোখের দিকে তাকায় তাহলে সে মায়ায় পড়ে যায় আর তারপরই থেকেই শুরু হয় প্রেম ভালোবাসার গল্প। লক্ষ্য করবেন আপনি যাকে ভালোবাসবেন তার ঐ মায়াবী চোখ দেখেই তার মনের ভাষা বলে দিতে পারবেন।আপনার ভালোবাসার মানুষের মায়াবী চোখের দিকে তাকিয়ে কোনদিনও আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। মায়াবী চোখের অধিকারী নারীদের মুখের ভাষার চাইতে চোখের ভাষা বেশি স্পষ্ট।

আমারা যখন প্রেমে পড়ি কোন মায়াবী চোখের মেয়ের। তখন আমরা ওই প্রিয় মানুষকে নিজের মনে থাকা তার মায়াবী চোখ নিয়ে আবেগ অনুভূতির কথা তাকে মন খুলে বলতে চাই। আজকের এই আর্টিকেল থেকে আপনি আপনার পছন্দমত আপনার প্রিয় মানুষটাকে মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস ক্যাপশন ছন্দ কবিতা পাঠিয়ে ভালোবাসা আরও দৃড় করুন।

আরো পড়ুন- 

মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস 

তোমার ওই মায়াবী চোখে 
এক প্রজন্ম তাকিয়ে থাকলেও 
দেখা শেষ হবে না..!!🖤
তোমার এক জোড়া চোখের বর্ণণায় গোটা
এক উপন্যাস লিখা সম্ভব 😌
তোমার চোখের সরলতায় 
আমার স্বপ্নে রং মেখেছি মনের ভুলে,
দুচোখ তুলে যেদিন তোমার চোখ দেখেছি..!
তাকে ছুয়ে দেখার চেয়ে তার মায়াবী চোখের দিকে এক নজর দেখার ব্যাকুলতা অনেক বেশি তীব্র।🥀💫💜
মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম তোমার মুখের দিকে 😍
কি যেন মায়া আছে তোমার দুই আঁখিতে🙂
মানুষ তো মুগ্ধ হয় চেহারায় "!
আর আমি তো মুগ্ধ হয়েছি "!
তোমার ওই দু'চোখের মায়া "!😊
ফুল কি সুন্দর তার চেয়ে ও বেশি সুন্দর তোমার মায়াবী চোখ গুলো,,🥺🌹
কী মায়াবী তুমি ! কী অনিন্দ্য সুন্দর তুমি ! তোমার কাজল মাখা চোখ ! আহ্ ! কি অপূর্ব দৃষ্টি তোমার 💔
তার মায়াবী চোখগুলো সমুদ্রের মতো ! 
যার দিকে তাকিয়ে শত ক'ষ্ট ভুলে যাওয়া সম্ভব ।😌✨
তার দুটি চোখ মহাবিশ্বের সবচেয়ে সুন্দর নক্ষত্র☺️👀
আমার পূর্ণতা,,তার মায়াবী চোখের অন্তত মায়া আমাকে প্রতিনিয়ত প্রভাবিত করে..!😌❤️‍🩹
মায়াবী চোখে কি মায়া....
যেন গোধুলি আবীর মাখা...
-কি নেশা জড়ালে.... কি মায়ায় জড়ালে.....!!🫶✨💔😅🙂

মায়াবী চোখ নিয়ে ক্যাপশন 

✨🦋 তার চোখ গুলোর দিকে তাকালে আর অন্য কিছুর দিকে তাকাইতে ইছা করে না❤🥰
 তোমার চোখের মায়াই আমি আজও মাতাল 😩
♡・❥・মায়াবতী ・❥・♡ এত মায়া কেন তোমার ঐ মায়াবী চোখের মাঝে,, যত দেখি ততই মায়া লাগে 🥰❤️
----তার চোখ দুটো ভীষন
মায়াবী---
-কিন্তু সে ছিলো ছলানাময়ি 🙂💔😅
আমি তোমায় ভালোবাসি সুহাসিনী...😌🥰
ছলনাময়ী ছিল তোমার চোখের চাহনি...🥺😅
তোমার চোখের ভালোবাসা আমার কাছে
মৃত্যুর মতোই সুন্দর — তোমার চোখের দিকে তাকালেই মনে হয় মৃত্যু আমার দিকে তাকিয়ে থাকে রাতভোর!
🌺__ফুলের চেয়েও সুন্দর তার দুটি চোখ 🙂👀
আর চাঁদের থেকেও সুন্দর
তার মায়াবী মুখ 🙂❤
ইস কি যে ভালো লাগে
তাকালে শুধু তাকাতে ইচ্ছা করে❤😘🌺
যার মায়াবী চোখে আমি আমার জন্য 
তীব্র ভালোবাসা মায়া আর টান দেখতে 
পেয়েছিলাম সময়ের বিবর্তনে তার 
চোখে আজ আমি তীব্র রাগ অবহেলা 
আর বিরক্তির ছাপ দেখতে পাই..!! 
তোমার মায়াবী ঐ চোখের জাদুতে, হারিয়ে যায় সব দুঃখ আমার, মনের আকাশে ভেসে বেড়ায় সুখের নীল পাখি।
কোন এক মায়াবী চোখের মায়ায় আমি আজও মাতাল..!!
 ঐ তোর মায়াবী চোখ 
কাজল হয়ে যাবো
আর উড়লে হাওয়ায় তোর 
আঁচল হয়ে যাবো
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাবো..!!🥰
ঝরের বেশে এলো কে সে
কাজল সে চোখ দুটি 
দিলো কঠিন কথায় 
বিষন্নতায় ছুটি..!!
তাঁর চোখ দুইটা এখনো চোখের সামনে ভাসে🙂🥀কি অদ্ভুত তার মায়াবী চোখ দুইটা 👀🖤
এ চোখের মায়ায় পুরো জীবন শেষ করে দেওয়া ছেলেটাও একদিন নিঃশ হয়ে যাবে 😫
তৃতীয় কোন ব্যাক্তির কারণে 😵
তোমাকে ভুলে থাকবো কিভাবে চোখ বন্ধ করলেই তোমার মায়াবী মুখ′টা ভেসে উঠে..!!👰‍♀️❤️‍🩹

মায়াবী চোখ নিয়ে ছন্দ

🌺ওগো তন্বী তন্মুলতা বন্নি আঁখি🌿
💚বলনা তোমায় আমি কি নামে ডাকি 🌺
🌸বকুল কুসুম নাকি শ্যামলী বলে🌺
🌿 বলোনা তোমায় ডাকি কি নাম ধরে🌺
মায়াবী চোখ, কালো কাজল, তুমি আমার স্বপ্নের রাজকন্যা, তোমারই সাথে চাই জীবন কাটাতে, তোমারই প্রেমে চাই হারিয়ে যেতে।
চোখে চোখে ভাষা মনে মনে আশা 
আনমনে হাসার নাম ভালোবাসা, 
মায়াবী ওই নীল চোখ ঘন মেঘের ছায়া
 যেন কোন মন মোহনী মায়া 
মায়াবী চোখ, কালো কাজল,
হাসির ঝলক, মনের আঁচড়।
ভ্রুজের রেখা, তীক্ষ্ণ দৃষ্টি,
মন ছুঁয়ে যায়, নিমেষে বন্দি।
বুকের মাঝে হয় দুরু দুরু 
তোমার চোখে রাখলে চোখ 
চাঁদের জোসনা কেউ হার মানায় 
তোমার ঐ মায়া ভরা মুখ..!
খোলা আকাশের নিচে 
মেঘে ঢাকা পড়েছে চাঁদ 
তোমার মায়াবী দুটি চোখের 
পাতায় আছে আমার মরন ফাঁদ...!

মায়াবী চোখ নিয়ে উক্তি 

তোমার চোখের জাদু আমাকে বন্দি করে রেখেছে।" - শিরোনামহীন
মায়াবী চোখের মাধ্যমেই আমরা প্রেমের ভাষা বুঝতে পারি।" - উইলিয়াম শেক্সপিয়ার (ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা)
 একটি মায়াবী চোখের দৃষ্টি হাজার শব্দের চেয়ে বেশি কথা বলতে পারে।" - অজানা
তোমার চোখের আগুনে, আমার হৃদয় পুড়ে ছাই হয়ে যায়।" - সুমিত আলম
মায়াবী চোখের নেশায়, আমি ভুলে যাই সব দুঃখ।" - জীবনানন্দ দাশ

মায়াবী চোখ নিয়ে কবিতা 

কবিতা - ১

তোমার মায়াবী চোখের চাহনি 
দেখলে মায়া লাগে, 
হরিণী চোখ দুটো দেখতে অপরূপ সুন্দর..

মায়া ভরা চোখ দুটি অশ্রু সজল 
দেখলে মনে হয় 
পৃথিবীর সব কিছু হারিয়ে ফেলেছি 
ঐ চোখের তারায়..

যখন দেখি মুখে হাসির জোয়ার
মনে হয় সুখের নীড় আমার 
অতি কাছাকাছি দাঁড়িয়ে...

চোখের আড়াল হলে 
পাওয়ার বাসনায় দিশেহারা হয়ে যাই
হয়ে যাই আনমনা অধীর...

কবিতা -২
লেখা - লিটন

ওহে মায়াবী চোখের সুহাশীনি ! 
কি মায়াভরা তোমার চোখ খানি! 
তোমার এক একটি চোখে যেন পুরো মায়াবী বিশ্ব...
আমি জানি না! আমি কোথায় হারাই! কেনো হারাই!
কিন্তু, তোমার ওই চোখের দিকে তাকালেই,
আমি এক মহাকাশ পরিমান শান্তি খুজে পাই. 
তোমার মুখনিঃসৃত এক একটি বানি মুগ্ধতায় ভরা,

একপলক তাকালেই নিমেষে কেটে যায় 
মোর মনের শত গ্লানি.. 
তোমার কথায় আমি ভরশা পাই, 
সব কিছু সহজ লাগে মোর,
তোমার কথায় খুজে পাই, স্বর্গীয় এক জোর 
আমি হাজার বছর ধরে থেকে যেতে 
চাই তোমার কাছে, অমৃত ভালোবাসতে চাই🥰 

কবিতা-৩
লেখা - আইরিন ইসলাম 

আজ অপলক দৃষ্টির
মায়া ভরা দুটি চোখে,
নিদারুণ মনের ভাষা
ভেসে উঠে অতি সুখে।

আজ ওই নিষ্পাপ চাহনিতে
দেখছি না কোনো ছায়া,
কেউ যেন ঢেলে দিল
দুটি চোখে করুন মায়া।

আজ দুটি পাপড়ির
নেই কোন পলক,
দুটি চোখে চোখ পরতেই
লাগে যেন ঝলক।

ওই দুটি চাহনিতে আজ
খুঁজে পেলাম ভাষা,
নিষ্পাপ অন্তরে
জেগেছে কত আশা।

চোখ- সে তো চোখ নয়
যেন জলজলে দুটি আলো,
যার চোখে চোখ পরতেই
লাগে অনেক ভালো।

এই নিষ্পাপ দুটি চোখের মায়ায়
আজ ডুবে যেতে চাই আমি,
ওই মায়া ভরা দুটি চোখে
অর্থ কি জানো তুমি? ।

ভালবাসি ভালবাসি
তোমার ওই চোখের চাওয়া,
কোন জিনিসের বিনিময়ে
ওই দুটি চোখ যাবে পাওয়া!

কবিতা – ৪

শাহ্ আলম শেখ শান্ত

তোমার চোখ বড় মায়াবী চমত্‍কার !
আঁখির তারা দুটি যেন হুতম পেঁচার
ঐ চোখে দেখিতাম সদা রবির কিরণ
পূর্ণতা সোহাগী প্রেমাকর্ষণ ।

চোখ নয় যেন দুটি শুক তারা
পলকে পলকে হয়ে যাই দিশহারা ;
ভ্রু দুটি কৃষ্ণ গোলাপের পাপড়ি
মন কেড়ে নেয় দিবা শর্বরী ।

আঁখির কৃষ্ণ পত্র তোমার
অভ্রে কাজল মেঘের যেন দ্বার ;
নহে ছোট নহে ডাগর
দৃষ্টি যেন সুখ গহবর ।

হেরিলে কেহ ফেরে না তো দৃষ্টি
জীবন ভর দেখিতে হয় মোহ সৃষ্টি ;
তোমার এ চোখ স্রষ্টার প্রেমে গড়া
তাই প্রেম প্রীতি সোহাগে ভরা ।

ভাবিনি কভু আড়ালে রহিছে তার
স্বার্থপর মাউন্ট এভারেস্ট পাহাড় ;
অহমিকা তার প্রশান্তের ন্যায়
করেছে মোরে যত রকম হেয় ।

ঐ চোখে লুকিয়ে এতই যাতনা
ছিলনা তো কভু মোর কল্পনা ;
ছলনাময়ী চোখ কেড়ে নিছে মোর সবি

কবিতা – ৫
লেখা - মোঃ আরিফ হোসেন

মায়ায় ভরা চোখ দুটো তোর
দেখলে পড়ি প্রেমে
হাত ছেড়ো না, সুনয়না
প্রেম রবে মোর থেমে।

কাজল কালো চোখ দুটো তোর
পদ্ম ফুলের মতো
প্রেম নদীতে সাঁতার কাটি
দেখি তোমায় যতো।

সুনয়না, তোমায় ভাবি
সকাল দুপুর সাঁঝে
চোখ দুটো তোর ফুটে উঠে
আমার মনের মাঝে।

যেমন দেহের গড়ন তোমার
তেমন সুন্দর আঁখি
দোহাই লাগে সুনয়না
আর দিওনা ফাঁকি..

শেষ কথা 
বন্ধুরা আশা করছি এই আর্টিকেলের মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা গুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে যাবেন।আর হ্যাঁ এইরকম স্ট্যাটাস ক্যাপশন ছন্দ কবিতা পেতে আমাদের ওয়েবসাইটের bio status BD সাথেই থাকুন। ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url