প্রেমের কবিতা বাংলা | আধুনিক প্রেমের কবিতা | পৃথিবীর সেরা প্রেমের কবিতা

প্রেমের কবিতা: বন্ধুরা আপনি কি আপনার প্রিয় মানুষকে খুশি করার জন্য প্রেমের কবিতা খুজতেছেন? যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আজকের এই আর্টিকেলে আমরা ভালোবাসার কবিতা বা প্রেমের কবিতা শেয়ার করব।

প্রেমের কবিতা বাংলা | আধুনিক প্রেমের কবিতা | পৃথিবীর সেরা প্রেমের কবিতা

হ্যালো বন্ধুরা, প্রেমের কবিতা (premer kobita) বা ভালোবাসার কবিতা আর্টিকেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই নিজের কাছের মানুষকে অসম্ভব কিছু রোমান্টিক প্রেমের কবিতা দিয়ে খুশি করতে। আজকের আর্টিকেলে খুবই সুন্দর সুন্দর রোমান্টিক প্রেমের কবিতা বা ভালোবাসার কবিতা পেয়ে যাবেন।

প্রেমের কবিতা

বন্ধুরা কবিতা কে না ভালোবাসে? আর সেটা যদি হয় প্রেমের কবিতা তাহলে তো আর কথাই নেই। পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জীবনে কোনদিন প্রেমে পড়েনি। যখন মানুষ প্রেমে পড়ে তখন তার মনে কবি কবি ভাব সৃষ্টি হয়।

সেই সূত্র ধরেই আজকের এই আর্টিকেলে সেরা সেরা কিছু প্রেমের কবিতা বা ভালোবাসার কবিতা নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের এই আধুনিক প্রেমের কবিতা, পৃথিবীর সেরা প্রেমের কবিতা গুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে।

আপনাদের প্রেমের কবিতা গুলো ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেরা প্রেমের কবিতা বা ভালোবাসার কবিতা গুলো।

অন্য পোস্ট পড়ুন-

ফেসবুক ফানি কমেন্ট

অবহেলা নিয়ে স্ট্যাটাস 

মেসেঞ্জার নোট স্ট্যাটাস

কষ্টের স্ট্যাটাস বাংলা

ব্রেকাপ স্ট্যাটাস বাংলা

আধুনিক প্রেমের কবিতা

প্রেমের কবিতা | আধুনিক প্রেমের কবিতা | পৃথিবীর সেরা প্রেমের কবিতা

তুমি আমার রঙিন সপ্ন☺️

শিল্পির রঙে ছবি💗

তুমি আমার চাদের আলো 🌕

সকাল বেলার ছবি☺️

তুমি আমার নদির মাঝে🙃

একটি মাত্র ফুল🥀

তুমি আমার ভালবাস

সুন্দর গোলাপ ফুল...

------------------------------------------------

আমি ছন্দ বুঝি না

কবিতা বুঝিমা

বুঝি না দারি কমা

তোমায় না পেলে বৃদ্ধ হব কারো হব না

কারণ তুমি আমার প্রিয় তমা🙂🌸

------------------------------------------------

আমি বাধতে পারিনি হৃদয়

মাঝে ভাসাতে পারিনি

নয়নে! আমি বলতে

পারিনি কত না বলা কথা

লিখতে পারিনি চয়নে..

------------------------------------------------

তুমি যদি বৃষ্টি হও তাহলে ভিজে জ্বর বাধাব

তুমি যদি সূর্য হও তাহলে ভিজে কাপড় শুকাবো

তুমি যদি বাতাস হও তাহলে ধানের তুষ উড়াব

আর যদি বলো তুমি আমায় ভালবাসো,আমৃত্যু ভালবাসবো প্রিয়❤️🙃

------------------------------------------------

যেদিকেই আমি তাকাই।
শুধু তোমাকেই দেখতে পাই।
তুমি যে আমার কতই আপন।
ছুঁয়ে যায় মন।

তুমি যে আমার মনের কল্পনা।
আমার এ হৃদয়ের আল্পনা।
তোমাকেই ভাবি সারাক্ষণ।
ছুঁয়ে যায় মন।

তুমি যে নীল আকাশের তারা।
আমার এ হৃদয়ের ঝর্নাধারা।
আমার কেন যে লাগে এমন।
ছুঁয়ে যায় মন।

তুমি আছো হৃদয়ের সঙ্গপনে।
যেখানে থাকো তুমি আপন মনে।
তোমাকেই মনে পড়ে যখন।
ছুঁয়ে যায় মন।

------------------------------------------------

তুমি আমার রাত্রি শেষে
সকাল বেলার মি'ষ্টি সূর্যের আলো।
তোমার মুখটা দেখলেই আঁধার কেটে
মন হয়ে যায় ভালো!

তুমি আমার অগোছালো জীবনে
সাজানো এক তৃ'প্তির সুখ।
তোমার মুখখানা দেখলেই আমার
পালিয়ে যায় সকল অসুখ!

তোমার ঐ নি'ষ্পাপ মুখে
দেখি আমি নিজেকেই,
নিজের চেয়েও অনেক বেশি
ভালোবাসি শুধু তোমাকেই।
------------------------------------------------
কোন কিছু ভালো লাগেনা
শুধু তোমারি চিন্তা ভাবনা
আমার সমস্ত ধ্যানে
কি করে বুঝাই তোমাকে।
ভয় হয় মাঝে মাঝে কখনো
যদি মরি বিচ্ছেদের বাণে
এ বাণী শুনাও যদি কানে কানে
সর্বাঙ্গ ভেসে যাবে বিরহের সুরে।
ঈশ্বরের কাছে করি আরাধনা
জন্ম- জম্মান্তর পাই যেন তোমারে
আমার হৃদ মঞ্জিলে
ভালোবাসার আলিঙ্গনে ক্ষণেক্ষণে
দেখিবো নয়ন ভরে দুচোঁখে।
বন পোড়ে সবি দেখো
মনের আগুন তুমি দেখোনা
এসব করি আমি সর্বদাই চিন্তা
তোমার ঐ রূপ মনে করে
কখনো হারিয়ে যাও যদি
অন্য কোন মনে জপে।
আমার এ ঋণ তুমি কিভাবে শুধিবে
সর্বদাই আমি করি চিন্তা
আমার হৃদ মঞ্জিলে।

------------------------------------------------

আমি ভাবতাম

আমি আছি বলেই তুমি হাসো

খোপায় গুঁজো ফুঁল

চেয়ে দেখি আজ হাসিটাই সাঁজ গুঁজে দেওয়া ফুঁল!সে -তো অন্য কারো আমার আমিটাই ভুল..!

------------------------------------------------

তোমার দেহে নয়
মনের প্রেমে পরেছি,
এ হ্নদয় জানে আমার,
কেন এতো হারানো ভয়।

কাছে পাই তবুও জানিনা
কাটেনা আমার সংশয়,
তোমায় ভালোবাসি বলেই,
সমস্ত মনপ্রান উজার করে।

আমি তোমার রূপে ভালোবাসেনি
পড়েনি সৌন্দর্যের মায়াবী চোখেঁ,
তোমায় ভালোবেসেছি আমি,
তোমার দেহে নয় মনের প্রেমে পড়ে।

আমি যতদূরে যাই পথিকের মতো
ভাবনায় মস্তিষ্কে গেধে যাই তোমাকে,
কখনো কমবে না আমার ভালোবাসা,
তোমাকে কাছে পেয়ে গেলে।

মাঝে মাঝে ভয় হয় তোমায় নিয়ে ঘিরে
বাসা যদি বাধো অন্য কোথাও নীড়ে,
এ ভেবে থমকে যাই আমি কখনো,
জীবনে যদি আমাকে ছাড়া ইতি টানো,
অন্য কাউকে আপন করে ভালোবেসে?

তুমি না হয় জিতেও কাদঁবে
আমি না হয় হেরেই যাবো,
তোমার কাছে,তোমায় ভালোবেসে,
তবুও ভুলে যাবোনা কখনো আমি,
তোমার দেহে নয় মনের প্রেমে পড়ে।

===========================
খোলা চুলে গন্ধে মাখা
নিকষ কালো কেশ
রোদ্রময়ী বিন্দু কণা
নাইকো রূপের শেষ

আহা কি যে লাগছে মায়া
খোঁপায় গাঁথা ফুল
ইচ্ছে করে ভ্রমর হয়ে
করতে হুলস্থুল

সুভাষিনীর চুলের সুবাস
নিচ্ছে কেড়ে মন
ইচ্ছে করে চুলগুলি তাই
দেখতে সারাক্ষণ

সুকেশনীর চিকন চুল
পড়ছে বেয়ে গালে
ইচ্ছে আশার সপ্ন ঘিরে
থাকবো চিরকালে
===========================
রাগ করোনা রাগ করোনা
ওগো পরান পাখি
শিশির আলো দিন যে ভালো
কেমনে করে থাকি

এই যে শোনো এই যে শোন
বলছি কানে কানে
কোন কারনে রাগ করিলে
পাচ্ছিনা তার মানে

আর হবেনা আর হবেনা
বলছি বারে বার
ওগো প্রিয় দাও না বলে
দোষটা কি আমার

রাগ অভিমান বাদ দিয়ে সব
আসবো আবার ফিরে
বলবো কথা তোমার সনে
ছোট্ট নদীর তীরে

===========================
দুরে গেলে তুমি
হারিয়ে যাবো আমি,
ভালোবাসি তোমায়,
বোঝনা কেন তুমি।

ছোট্ট এই জীবনে
একটাই শুধু চাওয়া,
তোমাকে আপন করে,
আমার শুধু পাওয়া।

আকাশ ভরা তারা
একা লাগে তোমাকে ছাড়া?
শুধু ভাবি তোমার কথা,
কেমন আছো আমাকে ছাড়া।

আমার ভালোবাসার মন
তোমাকেই খোঁজে সারাক্ষণ,
মনের আশা পূরণ করতে,
তোমাকেই শুধু প্রয়োজন।

আমার শূন্য হ্নদয়ে লুকিয়ে আছে
তোমাকে নিয়ে অনেকগুলো আশা,
তার মধ্যে অন্যতম,
তোমার ভালোবাসা।

তাই দুরে গেলে তুমি
হারিয়ে যাবো আমি।

===========================

আমি সন্ন্যাসী হতে চাইনা
ঘুরতে চাইনা পথে পথে,
আমার চিন্তা ভাবনায়,
থাকতে চাই তোমার বিহনে।

তুমি জাগ্রত করো মোরে
তোমার দুই হাত ধরে,
ভালোবাসার শিহরণে,
আমি সন্ন্যাসী হতে চাইনা,
ঘুরতে চাইনা পথে পথে।

আমি বাচঁতে চাই আমি বাচঁতে চাই
তোমার ভালোবাসার আলিঙ্গনে,
ঘুরতে চাই না পথে পথে।

আমি মর্মাহিত আমি ক্ষতবীক্ষত
আমার এ হ্নদয়,
তোমাকে কেন এতো হারানো ভয়,
কাটে না যেন তবুও আমার সংশয়।

আমি বাচঁতে চাই আমি বাচঁতে চাই
ঘুরতে চাই না পথে পথে।===========================
তোমার জন্য কাটে'না সময়
রাত্রী কিংবা দিন
এ হৃদয়ের ক্যানভাসের রঙ তুলিতে
তোমারি শুধু ছবি আঁকি
বুঝবে সেদিন তুমি
বাঁজবে আমার মরণবীন।

চোঁখের আড়াল হলে তুমি
দু:খ যে আমার বাড়ে
তোমায় দেখলে আমার!
সবটুকু ব্যথা হৃদয়ে সাড়ে।

তুমি দূরে কোথাও গেলে
আমার ভালো লাগেনা
একটু আড়াল হলে তুমি
একাকিত্ব শূন্যতা গ্রাস করে
তুমি বুঝতে চাও'না।
তোমাকে কত ভালোবাসি
তুমি বুঝেও বুঝো'না।

যতই দূরে যাও'না তুমি
আমাকে ছেড়ে একা
কখনো ভুলবো না তোমাকে
ভালোবেসে করবো সারাজীবন স্বরণ।

বলবো বারংবার ভালোবাসি ভালোবাসি
শুধু তোমাকে ভালোবাসি।

===========================

পৃথিবীর সেরা প্রেমের কবিতা

তুমি কি আমার নীলাকাশে হবে
রঙিন সুতোয় গাথা ঘুড়ি
আমি হবো তোমার নাটাই
উড়াবো তোমায় ভালোবেসে।

তুমি কি আমার নদী হবে
আমি হবো ঢেউয়ের স্রোত
ভাসাবো আমার তরী
ভেসে বেড়াবো অজানা কোন গন্তব্যর পথে
হারিয়ে যাবো তোমায় ভালোবেসে।

তুমি কি আমার নীলাকাশে
পূর্নিমার আলো হবে
আমি হবো জোস্না ভরা রাতের তারা
দুজনে মিলে হারিয়ে যাবো মায়াজালে
বিভোরে ভুলে যাবো সকল দু:খ ব্যথা।

তুমি কি আমার দক্ষিণায়ণ বাতাস হবে
আমি হবো শান্তির শীতল পরিপাটি
দু'জনের শরীর মিলবে ঐকতান
আমি চাই'না কখনো বিচ্ছেদের বাণী।

তুমি কি আমার নীলাকাশের বৃষ্টি হবে
আমি হবো অথৈই ফোটার জল
ভেঁজাবো তোমায় ভালোবেসে
রাখবো না কোন বিরহ কোলাহল।

তুমি কি আমার বাঁশির সুর হবে
আমি হবো সেই সুরের বাদক
ফিরে পেতে চাই আমার হৃদয়ে
আমার বাঁশির গাওয়া সুরে।

তুমি কি আমার চিবুক হবে
আমি হবো হৃদয়ের হৃদপিণ্ড
আমার যত চাওয়া পাওয়া গুলো
তোমায় পেলে সবি যাবো ভুলে।

===========================

আমি হৃদয় দিয়ে হৃদয়কে চিনবো।
আমি মন দিয়ে মনকে বুঝবো।
আমি ভালোবাসা দিয়ে ভালোবাসা নিবো

আমি তোমাকে চাই আপন মনে
আমি তোমাকে চাই মনে প্রানে।
আমি তোমাকে চাই হৃদয়ের সনে।

আমার আশা তোমাকে নিয়ে।
আমার কল্পনা তোমাকে নিয়ে।
আমার ভালোবাসা তোমাকে নিয়ে।

আমার ভালোবাসা তুমি।
আমার শক্তি তুমি।
আমার দুর্বলতা তুমি।

তুমি আমার চেতনা।
তুমি আমার প্রেরণা।
তুমি আমার কল্পনা

তুমি থাকবে হৃদয়ে।
তুমি থাকবে নিঃশ্বাসে।
তুমি থাকবে বিশ্বাসে।

===========================
যখন পড়বে মানে তোমার কথা,
করবে আমার বুকে ব্যথা‌‌।
ঝড়বে শিউলি ফুলের পাতা,
যে ফুল ছিল তোমার গাঁথা।

যখন থাকবে না তুমি আমার পাশে,
চেয়ে থাকবো আমি আকাশে।
মেঘে মেঘে বানাবো তরী,
সেই তরীতে দু'জন দিব পাড়ি।
সেখানে পড়াবো তোমায় লাল শাড়ি,
সঙ্গে আরও রেশমি চুড়ি।
থাকবে আবার ঘোড়ার গাড়ি,
আনবো তোমায় আমার বাড়ি।

যখন পড়বে মনে তোমার কথা,
কাঁপবে শরীর, ঘুরবে মাথা।
কাঁদবে সে ফুল ঝড়াতে পাতা,
যে ফুল ছিল তোমার গাঁথা।

যখন পড়বে মনে আমার কথা,
চলে এসো তুমি আমার কাছে,
থাকবো তখনও তোমার পাশে।
করবো না কখনো তোমায় অবহেলা,
সাজাবো তোমার জন্য সুখের মেলা।
পারবো না কভু তোমায় ভুলাতে,
তোমারই নাম লিখা আমার প্রতিটা আঘাতে।
পারি না এক মূহুর্তও তোমায় ছাড়া থাকতে,
আর তুমি বলছো"শিখ আমায় ছাড়া বাঁচতে"।
===========================
যখন পড়বে মনে তোমার কথা,
করবে আমার বুকে ব্যথা।
কাঁপবে শরীর,ঘুরবে মাথা,
কে বুঝবে আমার মনের কথা।

আসবে তখন আমার পালা,
সময় আমাকে নিয়ে করবে খেলা।
ব্যথায় এ বুক করবে জ্বালা,
দুঃখ আমায় পড়াবে মালা।
থাকবো শুধু তোমার নেশায়,
কাটবে দিন আমার,মিথ্যা আশায়।
জানি হবে না কভু, তুমি আমার বাস্তবতায়,
তবুও চিরদিন ভালোবেসে যাব তোমাকে, আমার কল্পনায়।

===========================

বলো -
তুমি কতটা দূরে যেতে চাও?
যতটা দূরে গেলে আমি তোমার,
ফিরে আসার স্বপ্ন দেখতে পারি?

বলো -
তুমি কতটা ভুলে যেতে চাও?
যতটা ভুলে গেলে আমি তোমায়,
আজীবন মনে রাখতে পারি?

বলো -
তুমি কতটা অবহেলা করতে চাও?
যতটা অবহেলা করলে
আমি নির্লজ্জের মতো তোমার কাছে,
বারে বারে আমি আসবো ফিরে….।
‌ ‌ ‌ ‌
===========================

যদি ভালোবাসা পেতে চাও
তবে তোমার হাতটা বাড়াও,
জড়িয়ে ধরো আমায়!
বলো ভালোবাসি ভালোবাসি,
শুধু তোমাকে ভালোবাসি।

যদি ভালোবাসা পেতে চাও
তবে আমায় এসে দেখো,
বসে আছি নদীর বাঁকে,
পাড় ভাঙ্গা গড়ার খেলা!
নিত্য কেমন চলে।

যদি ভালোবাসা পেতে চাও
আরো একবার এসে দেখে যাও,
নদীর বুকে জোয়ার ভাটা,
কেমন করে আছড়ে পড়ে।

যদি ভালোবাসা পেতে চাও
তবে আমায় খুঁজে নাও,
আকাশ আর নদীর গভীরতা!
ভালোবাসা দেখে।

যদি ভালোবাসা পেতে চাও
উদাস মনে আমায় ভেবে যাও,
এ কেমন আমার ভালোবাসা?

যদি ভালোবাসা পেতে চাও
জল ভরা নদীর বাঁকে,
বৃষ্টিতে ভিজে যাও!
উদার মনে আমায় ভালোবাসো,
আমায় ছুঁয়ে যাও পরক্ষণে।।

===========================
তোমার হৃদয়ের মনের জানালায়
আমাকে ভালোবেসে দেবে কি ঠাই
দক্ষিণায়ণ বাতাসে চুলের সুভাসে
উজ্জীবিত হবে আমার হৃদয়।

তুমি যদি ভালোবেসে আগলে রাখো
তোমার হৃদয়ের মনের জানালায়
বিষাদের দুয়ার সব খুলে যাবে
পাহাড় থেকে সমতলে নেমে
দেখবে আমার চিবুক জাগ্রত।

এমন ভাবে রেখো তুমি ঘিরে
তোমার হৃদয়ের মনের জানালায়
আমি যেন এদিক- ওদিক না যাই
চারদিকে তাকালে যেন তোমাকে দেখতে পাই
নি:শ্বাসেও পাই যেন তোমার অনুভব।

যদি মনে করো ভালোবাসা বলে কিছু নেই
রাখবে না তোমার হৃদয়ের মনের জানালায়
শুধু একটিবার আমার বুকে মাথা রেখে দেখো
কেমন করছে তোমার জন্য বুকের হৃদপিণ্ড
কিভাবে তোমাকে কাছে পেতে চায়।

সেই শব্দে শুনতে পাবে শুদ্ধতম গভীর ব্যথা
মনের মন্দিরে করছে তোমার জন্য আরাধনা
ভালোবাসা পাওয়ার আশায়
তোমার হৃদয়ের মনের জানালায়।
===========================

বিখ্যাত প্রেমের কবিতা

===========================

আবার যদি হয় দেখা
হঠাৎ দু'জনার,
পরনে তোমার সাদা শাড়ি
কমলা রঙের পাড় ।

মিষ্টি হাসি কাচা মাখা রোদ
প্রভাতে যখন উঠে
দিগন্ত জুড়ে বর্ষায় তখন
সাদা শাপলা ফোটে ।

সেই বর্ষায় কেবল এসো
পাল ছাড়া এক নায়ে,
শাপলা ফুলের স্নিগ্ধতা টুকু
মেখে নিও সারা গায়ে ।

হয়তো আবার হবে দেখা
শ্রাবনের এক সন্ধ্যায়,
ভিজে নিও সেদিন তুমি
শ্রাবন মেঘের ধারায় ।

গাঢ় অন্ধকার
বা জ্যোৎস্না জুড়ে পূর্নিমার
বইছে শেষে বেলা,
কমলা পাড়ে আচলে তুমি
রাঙিও আকাশ ভেলা ।

===========================
হে শোনো শুধাই!
বর্ণিল নীল মেঘ হয়ে
তোমাতে থেকে যাই।

হে শোনো শুধাই!
তোমা বিনে আমি কোথা যাই,
যেদিকে চাই
শুধু তোমারে দেখিবার পাই।

হে শোনো শুধাই!
তুমি ছাড়া মোর আপন কেহ্ নাই ;
তোমারি মাঝে আমি আমার,
ভালোবাসার অস্তিত্ব খুঁজে পাই।

===========================

তোমার কাছে লিখবো চিঠি
কোন কিছু লিখতে পারিনা,
কথা গুছিয়ে লিখবো বলে,
মনের ভিতরে কথা আসেনা?

কত কথা জমে গেছে আমার
পাহাড় সমান রয়ে পরে আছে,
চিঠির খাতায় লিখতে পারিনা,
মন হয়ে পড়ে থাকে ভার।

চিঠির পাতা কাগজ গুলো
ভুলে করি কাটাকাটি,
ঝুড়িটা ভরে পরে আছে,
টুকরো গুলোর এলোমেলো লেখায়।

জানিনা কবে লিখতে পারবো
গুছিয়ে তোমাকে চিঠি,
পাঠাতে পারবো আমার কথাগুলো,
সে দিন হয়তো বুঝবে আমাকে,
তোমাকে ভালোবাসি কতখানি।

===========================

হাজার লোকের ভিড়ের মিছিলে
তোমাকেই শুধু দেখতে পাই,
অদ্ভুত হয়ে তাকিয়ে দেখি,
হারিয়ে যেন না যাও তাই।

অদৃশ্য হয়ে যায় মিছিলের
হেঁটে যাওয়া লোকজন,
কেউ না থাকে তোমার পাশে,
আমি শুধু দাঁড়িয়ে থাকি,

অভিমান জমে বুক ভার
থমথমে মেঘে ভেসে যাই,
ডেকে দেখো আরও একবার
সব ভুলে কত কাছে,
সামনে এসে যাই।

কখনো হারিয়ে যাবোনা
তোমায় কাছে না পেলে,
নীরব অভিযোগ অভিমানে,
তোমাকে যদি না পাই,
ঝড়াবো দুচোখেঁ ঝর্নাধারা,
অভিমান বুকঁ ভার করে?

যতবার দেখবো তোমায়
ততবার তোমাকে পড়বে মনে,
কখনো ভুলে যাবোনা আমি,
অভিমান জমা করে?

===========================

এই জীবনে সবই তো পেয়েছি,
পেলাম না শুধুই তোমার মন,
জানিনা এই জীবনে আর,
হবে কিনা তুমি আপন জন।

কিছু ভুলের কারণে আজ তোমাকে
হারাতে বসেছি মনের গহীনে,
হতে চলেছো অন্য কারো প্রিয়জন।

অভিমানে নীরবে ব্যকুলতায়
বুকে বেধেছি না পাওয়া,
অদেখা কষ্টের আয়োজন,
তোমাকে একান্তই প্রয়োজন।

এসে দেখো তুমি একটিবার
অভিমান নিয়ে বসে আছি,
তোমার অপেক্ষাতে।

তুলে নাও তোমার সকল
মিথ্যা অভিযোগ,
আমাকে ভালোবাসো নতুন করে,থাকবো না অভিমানে বুক ভার

===========================

সময় গড়িয়ে গেলে
সবই তো পুরোনো হয়,
এখানে সেখানে দাগ লাগে
রঙ জ্বলে যায়,
ছিঁড়তে শুরু করে,
খসে পড়ে দুয়েকটা বোতাম ।

সময়ের সঙ্গে আলগা হতে থাকে
ঘরের প্লাস্টার,
কিছুদিন পর খসে খসে পড়ে,
সৌখিন কাঠের দরজা জানালাগুলো
ঘুণপোকা কাটে, ধরে দেয়ালে ফাটল।

লাজুক মেয়েটি
ধীরে ধীরে নারী হয়ে ওঠে ,
ফুলের পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে,
নরম কণ্ঠস্বর হয়ে ওঠে থাবা,
ঝুলে পড়ে সুঠাম ও সুডৌল অভিমান।

তবু ওই পুরোনো জামা,
ফাটা বাড়ি,
ঝড় জলে একাকার নারী ছেড়ে
কোথাও যেতে ইচ্ছে করে না,
বড়ো মায়াময় ওরা ।।

===========================

আবেগি প্রেমের কবিতা

===========================

যারা আধখানা প্রেম করেছে,
তারা হারেনি কোনোদিন।
তারা কেউ স্মৃতির শহরে ঘুমিয়ে পড়েছে
বা হয়তো অপেক্ষায় গুনেছে দিন।
তারা হাজার কথা জমিয়ে রেখেছে,
বলার সাহস পায়নি কোনোদিন।
পাবে না জেনেও হারাবার ভয়ে
মনের কথাগুলোই বলা হয়ে ওঠেনি,
অনুভূতি সব লুকিয়ে রেখেছে
অযথা অধিকারও চাইতে ছোটেনি।
এখানে ভালোবাসা দিয়ে যেতে হয়
ফেরত পাওয়া যায় না।
আর এ প্রেমও ভীষণ জেদি
ব্যর্থ হয়েও যেন হয় না।
যারা এই আধখানা প্রেম করেছে
তারা হারেনি কোনোদিন।।

===========================

আজ মনের অনূভুতিগুলো
ডাইরিতে লিখে গেলাম,
সব কিছু রেখে দিলাম,
নাইবা তোমায় পেলাম?
তবুও স্মৃতির পাতায় ছিলাম।

আজ ক্যানভাসের রং তুলিতে
তোমার ছবিটা ভাসে,
আমার দুচোখের কোণে!
তবুও ভালোবাসি পরক্ষণে।

স্মৃতিগুলো আজ
ধুলো পড়ে আছে,
এলোমেলো ভাবে,
পরে থাকা ডাইরিতে।

আকাশ ধূসর মেঘে ঢাকা
তোমাকে দেখেছিলেম প্রথম,
নীল রং শাড়ীতে,
অপরুপ মায়াময় সাজে,
এক নয়ন ভরা নাড়ীতে।

প্রথম দেখায় তোমাকে ভালোবেসেছিলাম?

আজ তুমি নেই পড়ে আছে
স্মৃতিচারণগুলো ধুলোমাখা!
টেবিলের ডাইরিতে।।

===========================
তোমার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি
একলা পথিকের মত গলির কোণে
তোমার মায়া ভরা মুখ'খানি দেখবো বলে
অপেক্ষায় চেয়ে আছি পথের পাণে।

তোমাকে ভালোবাসি কতবার বুঝাবো
আমার হৃদয়ে কতটুকু ভালোবাসি
একবার শুধু দেখা দাও আমায়
চোখে চোখ রেখে সামনে দাঁড়িয়ে
বুক ভরে নিশ্বাস নিতে চাই আমি
বৃক্ষের ছায়া অক্সিজেনের মতো।

একটি নয় দুটি নয় জমে আছে অনেক কথা
তোমায় পেয়ে গেলে বলবো চোখের আড়ে
ভুলে যাবো আমার সকল বিরহ ব্যথা।

জানিনা তুমি কাছে আসলে করে দাও
ভালোবেসে আমাকে বিশ্ব মাতাল
শিতল হয়ে ওঠে তোমার ছোঁয়ায় চিরবুক
ফিরে পাই মনের সমস্ত সুখ?

===========================
শোন মেঘপরী তোমায় বলছি
শুনো আমার অভিমানী যত কথা
দু:খ জমানো ব্যথা।

তোমার জন্য কাটে'না সময়
রাত্রী কিংবা দিন
এ হৃদয়ের ক্যানভাসের রঙ তুলিতে
তোমারি শুধু ছবি আঁকি
বুঝবে সেদিন তুমি
বাঁজবে আমার মরণবীন।

চোঁখের আড়াল হলে তুমি
দু:খ যে আমার বাড়ে
তোমায় দেখলে আমার!
সবটুকু ব্যথা হৃদয়ে সাড়ে।

তুমি দূরে কোথাও গেলে
আমার ভালো লাগেনা
একটু আড়াল হলে তুমি
একাকিত্ব শূন্যতা গ্রাস করে
তুমি বুঝতে চাও'না।
তোমাকে কত ভালোবাসি
তুমি বুঝেও বুঝো'না।

যতই দূরে যাও'না তুমি
আমাকে ছেড়ে একা
কখনো ভুলবো না তোমাকে
ভালোবেসে করবো সারাজীবন স্বরণ।

বলবো বারংবার ভালোবাসি ভালোবাসি
শুধু তোমাকে ভালোবাসি।।
===========================
তাকে পাবো না জেনেও কত কান্না,
সে চলে যাওয়ার জন্য খুঁজে হাজারো বায়না….!
এটাই বুঝি সেই ভালোবাসা?
ব্যর্থ প্রেমিকের আর্তনাদ কান্না।
সুখের সুনামি হয়ে এসেছিলে - আমার জীবনে,
সর্বনাশা সিডর হয়ে চলে গেলে…..
বেঁচে তো ছিলাম অগাধ বিশ্বাসে!
কি এমন সুখের কমতি ছিল -
যার জন্য হারালে বহুদূরে?
আমি তো তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম!
তবে কেন এত দূরে সরে গেলে?

===========================
বৃষ্টি এলো - আবার চলেও গেলো।
কলো মেঘ সরে গিয়ে -
আকাশটা বেশ নীল রঙের ছোঁয়া পেলো।
ঠিক তেমনই!
তুমিও প্রকৃতির মতন আসলে -
আবার চলেও গেলে ,
রেখে গেলে কিছু অপূর্ণতা সৃতি।
রয়ে গেলো শুধু তোমাকে হারানোর ,
এক বুক যন্ত্রণা…।

===========================
ঘুমোতে পারি না সারারাত ধরে,
খোলা চোখে পুরনো স্মৃতি
আজ আবার ভিড় করে।
আবেগের ছারখার হওয়া মাস্তুলে,
চেনা মুখ অচেনা উঁকি মারে।
দেখতে আসে পা টিপে,
বাঁচে এই শরীর কিভাবে?
হৃদয়টাকে হারিয়ে, অনেক আগে

অনেক যত্নে, মায়ার বাঁধনে
আগলে রেখেছিলাম যাকে।
একলা ফলে, অবহেলা করে
চলে গেল, ছেড়ে আমাকে।

ঐ যে অতীত, দেয় হাতছানি
ফিরে পেতে, চায় সেদিন।
ভালোবাসি প্রিয়া, আমি তোমাকে
ঘরবাঁধবো দুজন- একদিন।

তুমি জানতে, তুমি বুঝতে
কতটা ভালবাসি তোমায়?
অবহেলা কিংবা অযত্নে শুধুই
উপহার দিয়েছো আমায়।

শৈশব -কৈশোর, যৌবন কালেও
তোমার ছায়ার পাশে ছিলাম।
আজও তুমি প্রশ্ন করো
আমি কি তোমার ভালোবাসতাম ?

সুখে থাকো প্রিয়া, প্রতিটা ক্ষণে
পুষ্পময় হউক জীবন।
আমি অভাগা, থাকবো বেঁচে
যতদিন না হয় মরন।।

===========================

পুরুষ জাতি যেখানে
সংসার গড়ে,
নারী জাতির যদি থাকে,
অফুরন্ত ভালোবাসা,
সেখানেই প্রেমে পড়ে,
ডুবে থাকে হয়ে মও।

যদি না থাকে প্রেম
না থাকে ভালোবাসা,
পুরুষ জাতি সেখানে,
কলঙ্ক নিয়ে বেড়ায়,
জীবনে শুধুই হতাশা।

কেন আজ এতো ভাঙ্গন
সংসারে এতো ছাড়াছাড়ি,
ঝগড়াঝাঁটি মারামারি,
শুধু একটাই কারণ,
শুনেনা কেউ কারো,
শাষন বারণ।

পুরুষ জাতি কখনো
চায়না অশান্তি,
খুঁজে মনের প্রশান্তি,
যদি নারী জাতির,
থাকে প্রেমপ্রীতি,
সব মেনে চলে রীতিনীতি,
সেখানেই প্রেমে পড়ে পুরুষ জাতি

===========================

গভীর প্রেমের কবিতা

“ফুলে ফুলে সাজিয়ে রেখেছি
এই মন,
তুমি আসলে দুজন মিলে
সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোডে দিবো
আনলিমিটেড ভালোবাসা।”

“দিন ফুরাবে রাত ফুরাবে,
ফুরাবে ফুলের প্রান,
সমায় ফুরাবে, জীবন ফুরাবে,
ফুরিয়ে যাবে জান,
But তোমার জন্য ফুরাবে না,
আমার ভালোবাসার টান।
I LOVE YOU”

তুমি আমার রঙিন স্বপ্ন,
শিল্পের রঙ্গে ছবি..
তুমি আমার চাঁদের আলো,
সকাল বেলার রবি..
তুমি আমার নদীর মাঝে,
একটি মাত্র কুল..
তুমি আমার ভালোবাসা,
সুন্দর গোলাপ ফুল..

সাজিয়েছি তোমার ছবি,
রজনীগন্ধা ফুলে
তুমি কি রাগ করেছো
গোলাপ দেইনি বলে
তুমি তো বন্ধু আমার
গোলাপের চেয়েও দামি
তাইতো তোমায় সব
সময় মিস করি আমি

“দূরে গেলে তুমি,
হারিয়ে যাবাে আমি।
ভালােবাসি তােমায়,
বােঝনা কেন তুমি।
ছােট্ট এই জীবনে,
একটাই শুধু চাওয়া।
তােমাকে আপন করে,
আমার শুধু পাওয়া।”

শুধু তুমি আছো তাই,
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই,
আমি চাঁদের মিষ্টি আলো পাই

আজ ছন্দ মহলে
মিলছে দুটি মন,
মনে মনে বলবে ওরা
কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে
গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে
দুটি মনের বেকুলতা

তোমার ভালবাসা মন
খোঁজে সারাক্ষণ,
মনের আশা পূরণ করতে
তোমায় প্রয়োজন,
শূন্য মনে লুকিয়ে আছে
অনেক গুলো আশা,
তার মধ্যে অন্যতম
তোমার ভালবাসা

সূখের জন্য স্বপ্ন,
দুখের জন্য হাঁসি,
দিনের জন্য আলো,
চাঁদের জন্য নিশি,
মনের জন্য আশা,
তোমার জন্য রহিল
আমার অন্তরের ভালোবাসা।

“SMS হয়ে থাকবাে আমি
তােমার হৃদয় জুড়ে,
রিংটোন হয়ে বাজবাে আমি
মিষ্টি মধুর সুরে,
কখনাে ভেবােনা আমি
তােমার থেকে দুরে,
বন্ধু হয়ে আছি আমি
তােমার নয়ন জুড়ে।”

মন যদি আকাশ হত তুমি
হতে চাঁদ।
ভালোবেসে যেতাম শুধু
হাতে রেখে হাত।
সুখ যদি হৃদয়ে হত,
তুমি হতে খুসি।
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে
বলতাম তোমায় ভালোবাসি।

“মনেতে আকাশ হয়ে
রয়েছো ছড়িয়ে,
বলোনা কোথায় রাখি
তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে
শয়নে স্বপনে।
যেও না হৃদয় থেকে
দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি
শুধু-ই তোমাকে।”


“পৃথিবীটা তোমারি থাক,
পারলে একটু নীল দিও।
আকাশটা তোমারি থাক,
পারলে একটু তারা দিও।
মেঘটা তোমারি থাক,
শুধু একটু ভিজতে দিও।
মনটা তোমারি থাক,
পারলে একটু জায়গা দিও

তুমি আমার ভালবাসা,
আমি তোমার জান।
ভালবাসার ফুল দিয়ে,
লিখবো তোমার নাম।
তুমি আমার ময়না পাখি,
আমি তোমার টিয়া।
তোমায় আমি রাখবো বুকে,
ভালবাসা দিয়া।

“প্রেম হলো সরল অংকের মতো।
সরল অংকে যেমন
যোগ বিয়োগ গুন ভাগ
ও বন্দনী থাকে।
তেমনি প্রেমেও থাকে
হাসি-ট্টাটা, মান-অভিমান,
বিরহ-বিচ্ছেদ,
অনাবিল সুখ আর না
পাওয়ার সিমাহীন বেদনা।”

তুমি তার জন্য হাসো,
যে তোমার জন্য কাঁদে,
তুমি তার জন্য হারো,
যে তোমার জন্য জেতে,
আজীবন তুমি তাকেই
ভালোবেসো,
যে তোমাকে তোমার
থেকেও বেশি ভালবাসে…

তীব্র প্রেমের কবিতা

===========================
চাঁদের মোহনীয় আলোর ভীরে আপনাকে দেখার অনেক শখ আমার ।বেলী ফুল খুব ভোরে তার তীব্র অস্তিস্তের কথা জানান দেয় । আমার জীবনের প্রথম ভোরের প্রথম বেলী আপনি ।খুব যতনেই আপনাকে রাখবো আমি ।আপনার হৃদয়ের সৌরভে মাতোয়া
===========================

তোমার জন্য স্বপ্ন দেখি
তুমি আসবে বলে,
তোমার জন্য অপেক্ষায় আছি
তুমি ভালোবাসবে বলে।

প্রেম তুমি বরই কঠিন
প্রেমে না পরলে বুঝা যায় না।
প্রেম তুমি বরই কঠিন
প্রেমে না পরলে জীবনকে
অনুভব করা যায় না ।

যদি তখনই তুমি বলে দিতে আমায়,
তোমার আছে অনেক আদরের স্বজন।
যদি তখনই তুমি বলে দিতে আমায়,
তোমার লাগবে শুধু একটা ঠকানোর প্রিয়জন।

কেন তুমি ছেড়ে দিলে আমায়,
তোমারই নাম লেখা আমার বইয়ের প্রতিটা পাতায়।
মরি শুধু তোমারই নেশায়,
জানি আসবে না কখনো,তবুও চেয়ে থাকি দরোজায়।

যদি তখনই তুমি বুঝিয়ে দিতে আমায়,
দেখতে না তোমায় নিয়ে কোনো স্বপ্ন।
যদি তখনই তুমি বুঝিয়ে দিতে আমায়,
আসো নি হতে আমার, তুমি কখনো।

এখন চোখ থেকে শুধু অশ্রু ঝড়াই,
আর তোমার নামে সারা রাত জেগে কবিতা লিখে যাই।
কি করে বলো,তোমার নেশা কাটাই,
তিলে তিলে করে শুধু নিজেকে হারাই।

যদি তখনই তুমি বলে দিতে আমায়,
তোমার আছে অনেক আদরের স্বজন।
যদি তখনই তুমি বলে দিতে আমায়,
তোমার মানুষ রুপে শুধু একটা খেলনার প্রয়োজন।

এই পারে যদিও মোদের,
নাই বা হয় দেখা!
ঐ পারে সঙ্গী হবো,
ভেবো না তুমি একা!
ভালবেসে তোমায় আমি,
জীবন ও দিতে পারি!
তোমায় পেলে সুখের সাথে ও,
দেবো আমি আড়ি!

=========================== 

রোমান্টিক প্রেমের কবিতা

একটু ভালোবাসা দিবি?
যে ভালোবাসায় থাকবে না কোন দুঃখ ।
থাকবে না, না পাওয়ার যন্ত্রনা
থাকবে না মায়া কাঁন্না।
থাকবে শুধু সীমাহীন অনুভূতি ।
যেই অনুভূতি কে সাথি করে
কাটিয়ে দিবো সারাটা জীবন।

“ভালোবাসা মানে,
রাস্তায় হাটতে হাটতে
তার কথা ভেবে নিজের
অজান্তেই হেসে ওঠা।”

“ভালবাসা মানে আবেগ
দ্বারা নিয়ন্ত্রিত হৃদয়ের
অভ্যন্তরীণ একটা অনুভুতি,
যা কেবল-শুধু মাত্র ভালবাসার
মানুষের সামনে ভাষায়
অথবা আচরণে প্রকাশ হয়।”

জীবনের প্রদীপকে ভালবাসার
তেল দিয়ে জালিয়ে রাখো।
কারণ সূর্য পূর্ব দিকে উদিত
হয়ে পশ্চিমে অস্ত যায়।
কিন্তু ভালবাসার হৃদয়ে
উদয় হয়…
আর মৃতুতেই অস্ত যায়

“এক ফোঁটা শিশিরের কারনেও
বন্যা হতে পারে,
যদি বাসাটা পিঁপড়ার হয়।
তেমনি এক চিমটি ভালবাসা
দিয়ে ও সুখ পাওয়া যায়
যদি সেই ভালবাসা খাঁটি হয়!!”

“কাউকে আবেগের ভালােবাসা দিওনা,
মনের ভালােবাসা দিও।
কারন আবেগের ভালােবাসা
একদিন বিবেকের কাছে
হেরে যাবে, আর মনের
ভালােবাসা চিরদিন থেকে যাবে।”

“প্রেম হলো সরল অংকের মতো।
সরল অংকে যেমন
যোগ বিয়োগ গুন ভাগ
ও বন্দনী থাকে।
তেমনি প্রেমেও থাকে
হাসি-ট্টাটা, মান-অভিমান,
বিরহ-বিচ্ছেদ,
অনাবিল সুখ আর না
পাওয়ার সিমাহীন বেদনা।”

এই পারে যদিও মোদের,
নাই বা হয় দেখা!
ঐ পারে সঙ্গী হবো,
ভেবো না তুমি একা!
ভালবেসে তোমায় আমি,
জীবন ও দিতে পারি!
তোমায় পেলে সুখের সাথে ও,
দেবো আমি আড়ি!

সেরা প্রেমের কবিতা

তুমি জানে না, তুমি বোঝে না
ভালোবাসে এ মন শুধু তোমাকে।
তুমি কি যান, তুমি কি বোঝো
তুমিও ভালোবাসো যে শুধু আমাকে।
আমি জানি না, আমি বুঝি না
এ মন চায় কেন শুধু তোমাকে।
তুমি কি যান, তুমি কি বোঝো
তুমিও একটু চাও শুধু আমাকে।
নিজে মনে থাকি, বসে বসে ভাবি
কেনো ভালোলাগে এতো তোমাকে।
মানে মানে ভাবি, হয়ে পাশাপাশি
তুমিও ভালোবাসতে যদি আমাকে।


তুমি আমার রঙিন স্বপ্ন,
শিল্পীর রঙ্গে ছবি.
তুমি আমার চাঁদের আলো,
সকাল বেলার রবি..
তুমি আমর নদীর মাঝে
একটি মাত্র কূল,
তুমি আমার ভালবাসার
শিউলি বকুল ফুল…….


"ধরো, তোমার জন্য পাঠালাম
এক গুচ্ছ নীল আকাশের তারা,
খোঁপায় পরো, কপালে দাও টিপ
আকাশ দেখে হউক আত্মহারা ।
তোমার কপাল থেকে অন্ধকারে
ঠিকরে পড়ুক তারার প্রদীপ ।"

কালো ছায়ার আচল দিয়ে
সারা পৃথিবী ডেকে দিলে।
চাদের মিষ্টি হাসি দিয়ে
আকাশ ভরে দিলে।
রাতের নুপুর বাজে সাথে
ঝি ঝি পোকার গানে গানে।
সোনার নুপুর মাঝে মাঝে
বাজে হিয়ার মাঝে।
নয়ন জুড়ে তুমি আছ
আমার হৃদয় জুড়ে।
নিবির নিশায় আমার মন
তোমায় মনে করে।

তুমি সুন্দর ও এই সৌন্দর্য
এই মনে প্রেম জন্মাইয়াছে।
তুমি রূপের মূর্তি ও তার ভাস্কার্য
তোমায় ভালোবসতে বলেছে।
তুমি নিখুদ শিল্প
শিল্পী তোমাকে দিয়েছে অশেষ সৌন্দর্য।
তুমি ভালবাসায় সৃষ্টি
এক অপরূপ নারী।
তোমার অঙ্গসকল এক অপরূপ সৃষ্টি।
তোমার প্রতি সকল দেবতারও দৃষ্টি।
তুমি রূপের প্রতিমা
আমার প্রাণে ফেলেছ তোমার প্রেমের মহিমা।
তুমিই আমার প্রেমের কবিতা
তুমিই আমার প্রেমিকা

তুমি আমার রঙিন স্বপ্ন,
শিল্পীর রঙ্গে ছবি,
তুমি আমার চাঁদের আলো,
সকাল বেলার রবি..
তুমি আমর নদীর মাঝে
একটি মাত্র কূল,
তুমি আমার ভালবাসার
শিউলি বকুল ফুল…….

=========================== 

প্রথম প্রেম ভালোবাসা শিখায়!

প্রথম প্রেম কাঁধতে শিখায়!

প্রথম প্রেম রাত জাগাথে শিখায়!

প্রথম প্রেম স্বপ্ন দেখথে শিখায়!

প্রথম প্রেম ছটপট করতে শিখায়! 

শেষ কথা


বন্ধুরা আশা করি আজকের এই আর্টিকেল থেকে সেরা প্রেমের কবিতা গুলো পেয়ে গেছেন। আশাকরি আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করবেন।

আর হ্যাঁ প্রেমের কবিতা আর্টিকেল সম্পর্কে আপনার যদি কোন মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা দ্রুত আপনার কমেন্টের রিপ্লাই দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ

আরো পড়ুন:-

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

ফেসবুক বায়ো বাংলা লেখা

বাংলা শর্ট ক্যাপশন




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url