ইসলামিক মোটিভেশনাল উক্তি - islamic motivational quotes
ইসলামিক মোটিভেশনাল উক্তি: ইসলামিক মোটিভেশনাল উক্তি হলো এমন কিছু বাণী যা ইসলামের মূলনীতি ও শিক্ষার ভিত্তিতে মানুষের মধ্যে অনুপ্রেরণা ও উৎসাহ সৃষ্টি করে। এই উক্তিগুলো মানুষের জীবনে চলার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সাহস ও শক্তি যোগায়
ইসলামিক মোটিভেশনাল উক্তিগুলোর মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। তাই প্রত্যেক মুসলমানের উচিত ইসলামিক মোটিভেশনাল উক্তিগুলোর সাথে পরিচিত হওয়া এবং সেগুলোকে জীবনে পরিচালনা করা। তো চলুন কথা না বাড়িয়ে ইসলামের মোটিভেশনাল উক্তিগুলো দেখে নেওয়া যাক।
ইসলামিক মোটিভেশনাল উক্তি
একটি ইসলামিক মোটিভেশনাল উক্তির মাধ্যমে আপনি যদি অন্যকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারেন তাহলে আর খারাপ কি। আমরা হয়তো ভাষায় বা ইসলামিক কথায় অন্যকে দ্বীনের পথে আনতে ব্যর্থ হব।কিন্তু একটি অর্থ পুণ্য সুন্দর ইসলামিক মোটিভেশনাল উক্তির জোর এতো বেশি যে অমুসলিমকেও ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারে।
আপনি যদি আপনার প্রোফাইলে একটি অর্থপূর্ণ সুন্দর ইসলামিক মোটিভেশনাল উক্তি আপলোড দ্বীনের পথে আনতে পারেন তাহলে ক্ষতি কি।তাই আপনাদের কথা ভেবে আজকের এই পোস্টে বাছাইকৃত কিছু ইসলামিক মোটিভেশনাল উক্তি নিয়ে হাজির হয়েছি। আশা করি ইসলামিক মোটিভেশনাল উক্তি গুলো আপনাদের খুবই ভালো লাগবে।
অন্য পোস্ট পড়ুন-
ইসলামিক মোটিভেশনাল উক্তি
যারা সব সময় ইস্তেফার (ক্ষমা প্রার্থনা)করে, তাদের সাথে ওঠাবসা করুন,কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল।
ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে,কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে সহজ করে।
আল্লাহ ছাড়া কেউ আপনাকেপ্রকৃত সুখ দিতে পারে।
হে মনের পরিবর্তনকারী,আমার মনকে আপনার দ্বীনেরউপর স্থির রাখুন।
"আপনার দুর্বলতাকে শক্তিতেপরিণত করার ক্ষমতা একমাত্রআল্লাহ তা'লাই রাখেন।তাই তার কাছেই প্রার্থনা করুন।"ড.বিলাল ফিলিপ্স
যেদিন থেকে আপনি আল্লাহরফয়সালাতে সন্তুষ্ট হতে শিখে যাবেনসেদিন থেকে আর কোন দুঃখআপনাকে কাবু করতে পারবে না।
সব সময় সত্যকে আঁকড়েধরে থাকো, কারণ সত্যকথা ভালো কাজের পথদেখায়।
একবার প্রার্থনা অভ্যাসে পরিণত হলে,সাফল্য একটি জীবনধারায় পরিণত হয়।
"আমি আল্লাহকে সবচেয়েবেশি ভয় পাই । তারপরসেই মানুষকে ভয় পাইযে আল্লাহকে মোটেইভয় পায় না।"শেখ সাদী
যে আল্লাহর ওপর ভরসাকরে তাঁর জন্য তিনিই যথেষ্ট।সূরা আত-ত্বালাক, আয়াত ৩
অসৎ লোকের ধনদৌলত পৃথিবীতে সৃষ্টজীবের বিপদ আপদেরকারণ হয়ে দাঁড়ায়..হযরত আলী (রা:)
তোমরা জাহান্নাম থেকে বাঁচো,যদিও খেজুরের এক টুকরোসাদকাহ করে হয়!বুখারী ও মুসলিম
"যে বিষয়ে মনে খটকা লাগে,সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন"ড. বিলাল ফিলিপস
"এমন কারো সঙ্গী হন যেযে আল্লাহর কথা আপনাকেস্মরণ করিয়ে দেয়"ড.বিলাল ফিলিপস
যখন পৃথিবীর কেউ আপনাকেবুঝতে চেষ্টা করে না,তখন এতোটুকু মনে রাখুনআল্লাহ আপনাকে বুঝেন।ড.বিলাল ফিলিপ্স
সব ধরনের দাগ দূর করারজন্য কিছু না কিছু আছে;মনের দাগ দূর করার জন্যআছে আল্লাহ্র স্মরণ।–বুখারী
islamic motivation bangla
নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতেপ্রতিটা বিষয়ে আল্লাহর উপরভরসা করুন। কেননা আপনারজন্য কোনটি কল্যাণকর তাএকমাত্র তিনিই ভাল জানেন।ড.বিলাল ফিলিপ্স
দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তরহলো অন্ধকারাচ্ছন্ন, আখিরাত নিয়েদুঃশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত।উসমান ইবনে আফফান (রাঃ)
"তোমার রবকে ভয় কর,কেননা যে তার রব কে ভয় করেসে কখনো একাকীত্বঅনুভব করে না"হযরত ওমর (রা)
সব দুঃখের মূল কারণএই দুনিয়ার প্রতিঅত্যাধিক আকর্ষণ ।হযরত আলী (রাঃ)
আল্লাহ তাআলার ভয়েতুমি যা কিছু ছেড়ে দিবে,আল্লাহ তার চেয়ে অবশ্যইউত্তম কিছু দান করবেন।আল হাদিস
বুদ্ধিমান এবং সত্যবাদীব্যক্তি ছাড়া আর অন্য কারোসঙ্গ কামনা করো না।হযরত আলী (রাঃ)
যা সত্য নয় তা কখনোমুখে না, তাহলে তোমারসত্য কথা কেউ লোকেঅসত্য মনে করবে।হযরত আলী (রাঃ)
সেই ব্যক্তি অভিশপ্ত যেমরে যায় অথচ তার খারাপকাজগুলো পৃথিবীতে রয়ে যায়।আবু বকর (রাঃ)
"কখনো কখনো আল্লাহ'তালাআমাদের ভোগান্তিতে ফেলেনশুধু এজন্যই যে, আমরা যেনতাকে স্মরণ করি।"ড.বিলাল ফিলিপ্স
"ঈমান নাই এনে তোমরাজান্নাতে প্রবেশ করতেপারবে না "আল হাদিস
"নিচু লোকের প্রধান হাতিয়ারহচ্ছে অশ্লীল বাক্য" (হযরত আলী রাঃ)
মোটিভেশনাল ইসলামিক উক্তি
শক্তির দ্বারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষনস্থায়ী, আর ভালবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয়তাই চিরস্হায়ী থাকে। ইবনে জরীর
অক্ষমের সর্বশেষ অস্ত্র পরনিন্দা।হযরত আলী(রাঃ)
ইসলামের সেবা এবং আল্লাহরআদেশকে আগামীদিনেরজন্য স্থগিত রেখো না।হযরত আবুবকর (রাঃ)
আজকের কাজ কালকেরজন্য কখনো অবহেলাকরে রেখে দিবে না। —হযরত ওমর(রাঃ)
আল্লাহর পথে একটি সকালকিংবা একটি সন্ধ্যা ব্যয় করাগোটা পৃথিবী এবং পৃথিবীরসমস্ত সম্পদের চেয়ে উত্তম।বুখারী
যদি কেউ আপনার প্রভুরআনুগত্য পছন্দ না করে তবেআপনারও তাকে পছন্দ করারকোন যুক্তি নেই।ড. বিলাল ফিলিপ্স
আল্লাহর পথে একটি সকালকিংবা একটি সন্ধ্যা ব্যয় করাগোটা পৃথিবী এবং পৃথিবীরসমস্ত সম্পদের চেয়ে উত্তম। বুখারী
দ্বীন ও দুনিয়া একসাথে অর্জনকরতে কুরআন ও সুন্নাহ্ ব্যতীতঅন্য কোন পথ নেই। যদিও মনেহবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে।ড. বিলাল ফিলিপ্স
অন্যের নিকট হাত পাতারফলে মানুষের সর্বোত্তম সম্পদবিনষ্ট হয়ে যায়, সে হচ্ছে আত্মমর্যাদাবোদ।হযরত আলী(রাঃ)
প্রয়োজনের সময় মুখ নাখোলা এবং অপ্রয়োজনে কথা বলা,সমান দোষের কাজ।হযরত আলী(রাঃ)
যে যতটুকু অভিজ্ঞতা সম্পন্নতদপেক্ষা বেশী উপদেশ দিতেযাওয়া তার পক্ষে অনুচিত।হযরত আলী(রাঃ)
এমন কারো সঙ্গী হোন যেআপনাকে আল্লাহর কথাস্মরণ করিয়ে দেয়। — ড. বিলাল ফিলিপ্স
ইসলামিক মোটিভেশনাল স্ট্যাটাস
দ্বীনে ফেরার পথে সবচেয়ে বড়যে প্রতিবন্ধকতা, সেটা হলোহারাম রিলেশনশিপ।
ফেসবুকে নিজের ব্যক্তিগত বিষয়শেয়ার করায় কোন ফায়দা নেইতবে ক্ষতি আছে!
যতবার ভেঙ্গেছি ততবার তিনি তারভালোবাসা দিয়ে অন্তরটা জোড়ালাগিয়ে দিয়েছেন।আপনি মুখ ফুটে বলতেপারেন বা নাই পারেন আপনাররব জানেন আপনার অন্তর কি চায়!
কোন ভালো কাজ করার পরযদি আপনি অন্তরে মিষ্টতা অনুভবনা করেন এবং হৃদয় প্রশান্ত না হয়তাহলে আপনার অন্তরকে সন্দেহ করুন।ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিঃ)
আপনি যা চান তা নাও হতে পারে,কিন্তু আল্লাহ যা চান তা হবেই।আর যেটা আল্লাহ চান সেটা অবশ্যইউত্তম হবে। তাহলে আপনার চিন্তা কিসের?
যদি দু`আ প্রত্যাখান করার হতোতাহলে আল্লাহ বলতেন না,“আমার কাছে চাও আমি দিব”
যখন সিজদাতে অন্তর লেগে যাবে।তখন অন্তরে লেগে থাকা আঘাত গুলোওদূর হয়ে যাবে। ইন-শা-আল্লাহ
মনের কথাগুলো যাকে নির্দ্বিধায় বলতে পারিতিনি একমাত্র আমার রব
আমি ভেঙ্গে গিয়ে ভেঙ্গে যায় নি!কারনআমার রব আমাকে কখনো ছেড়ে যান নি
মানুষ আপনার মুখের কথা ও শোনেনা।অথচ আল্লাহ আপনার হৃদয়েরস্পন্দন ও শোনেন।
বিয়ের সবার জন্য নিয়ামত হয় না,কারো জন্য পরীক্ষাও হয়।
"যেদিন থেকে দুনিয়ার স্বপ্ন দেখাবদ্ধ করে দিয়েছি সেদিন থেকেআমার জীবনের অর্ধেকের বেশিসমস্যা দূর হয়ে গেছে!
প্রতিটা ভেঙ্গে যাওয়া আশাআমাকে আমার রবের সাথে জুড়ে দেয়!
একদিন সব ঠিক হয়ে যাবে।হয়ত এখন না! কিন্তু শীঘ্রই সবঠিক হয়ে যাবে ইন-শা-আল্লাহ…
বিশ্বাস করি, আল্লাহ আমারঅন্তরও পরিবর্তন করে দিবেনএবং পরিস্থিতিও পরিবর্তন করে দিবেন।
একদিন সেই দু`আগুলোওবাস্তবে রুপ নিবে যেগুলোরজন্য এই অন্তর বিচলিত হয়ে আছে।ইন-শা-আল্লাহ…
এই অন্তর আল্লাহর সিদ্ধান্তেরাজি হওয়া শিখে গেছে!
যে নিজের নাফসকে হেফাজতরাখতে পারে না সে গুনাহ থেকেবাঁচতে পারে না।
বুকে হাজার কষ্ট আর আঘাত নিয়ে,মুখে হাসি দিয়ে সামনে এগিয়েযেতে হবে! দুনিয়াটা অল্পদিনেরইতো মাত্র, জান্নাতের আশায় এতটুক
ইসলামিক মোটিভেশনাল ক্যাপশন
🌺💜💢﷽ফজরের"দুই রাকাত সুন্নত ...!!দুনিয়াও দুনিয়ার মাঝে যা কিছুআছে তার চেয়েও উত্তম।[তিরমিজিঃ৪১৬]
সবর আমাদের কাছে সময় চায়আর সময় আমাদের কাছে সবর চায়!কি অদ্ভুত সম্পর্ক একে অপরের সাথে…
যারা ইলম অর্জন করে তাদেরআখলাক সুন্দর নাও হতে পারে।কিন্তু যারা ইলম অন্তরে ধারণ করেতাদের আখলাক হয় অসম্ভব সুন্দর।
ছোট ছোট জিনিসগুলোর জন্যআল্লাহর শুকরিয়া আদায় করুন।তিনি বড় বড় সমস্যাগুলো থেকেওআপনাকে মুক্তি দান করবেনএবং নিয়ামত আরো বাড়িয়ে দিবেন।ইন-শা-আল্লাহ…
নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাআল্লাহর পক্ষ থেকে অনেক বড়একটি নিয়ামত।
আল্লাহ জানেন!আল্লাহ শুনেন! আল্লাহ দেখেন!এবং আল্লাহই সব কিছু ঠিক করে দিবেন।
শুকরিয়া আদায় করতে শিখুনআল্লাহ একদিন শ্রেষ্ঠ জিনিসটাই দিবেন।ইন-শা-আল্লাহ
সেই কান্নার চাইতে সুন্দর আরকোনোকিছু নেই যে কান্না আনন্দআর সবর থেকে আসে।
সবচেয়ে উপকারী একটি ঔষধহলো দুআয় লেগে থাকা।আল জাওয়াবুল কাফী
চেহারা দেখালে যদি অন্ততএকটা সাওয়াব পাওয়া যেত,বিশ্বাস করুন, আমি প্রতিদিন কমকরে হলেও ফেসবুকে একটাছবি আপলোড় দিতাম।
প্রতিটি মানুষ তার কাজেরসেই ফলই পাবে, যা সে নিয়্যত করেছে।বুখারী মুসলিম
লক্ষ্যপূরণের ব্যাপারে নিষ্ঠাবানথাকলে দেখবেন আল্লাহর সাহায্যআপনাকে চারপাশ থেকে ঘিরে আছে।ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিঃ)
হে আমার রব, তুমি আমারপ্রতি ও আমার পিতা-মাতারপ্রতি যে অনুগ্রহ করেছ তার জন্যআমাকে তোমার শুকরিয়াআদায় করার তাওফীক দাও।সূরা নামাল, আয়াত ১৯
শেষ কথা
বন্ধুরা আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনার পছন্দমত ইসলামিক মোটিভেশনাল উক্তি পেয়ে গেছেন। আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন।
আর হ্যাঁ আর্টিকেলটি সম্পর্কে আপনার যদি কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইসলামিক মোটিভেশনাল উক্তি এইরকম নিত্যনতুন আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন (techeto.com)ওয়েবসাইটে। ধন্যবাদ