ইসলামিক মোটিভেশনাল উক্তি - islamic motivational quotes

ইসলামিক মোটিভেশনাল উক্তি: ইসলামিক মোটিভেশনাল উক্তি হলো এমন কিছু বাণী যা ইসলামের মূলনীতি ও শিক্ষার ভিত্তিতে মানুষের মধ্যে অনুপ্রেরণা ও উৎসাহ সৃষ্টি করে। এই উক্তিগুলো মানুষের জীবনে চলার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সাহস ও শক্তি যোগায়

ইসলামিক মোটিভেশনাল উক্তিগুলোর মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। তাই প্রত্যেক মুসলমানের উচিত ইসলামিক মোটিভেশনাল উক্তিগুলোর সাথে পরিচিত হওয়া এবং সেগুলোকে জীবনে পরিচালনা করা।

হ্যালো বন্ধুরা, ইসলামিক মোটিভেশনাল উক্তি আর্টিকেলে আপনাকে স্বাগতম। এই আর্টিকেলে আমরা বাছাইকৃতভাবে অনেকগুলো ইসলামিক মোটিভেশনাল উক্তি আপনাদের সুবিধার্থে তুলে ধরেছি। এখান থেকে আপনি আপনার পছন্দমত ইসলামিক মোটিভেশনাল উক্তি স্ট্যাটাস ক্যাপশন গুলো খুব সহজেই নিতে পারেন।

ইসলামিক মোটিভেশনাল উক্তি

ইসলামিক মোটিভেশনাল উক্তি - islamic motivation bangla

একটি ইসলামিক মোটিভেশনাল উক্তির মাধ্যমে আপনি যদি অন্যকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারেন তাহলে আর খারাপ কি। আমরা হয়তো ভাষায় বা ইসলামিক কথায় অন্যকে দ্বীনের পথে আনতে ব্যর্থ হব।কিন্তু একটি অর্থ পুণ্য সুন্দর ইসলামিক মোটিভেশনাল উক্তির জোর এতো বেশি যে অমুসলিমকেও ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারে।

আপনি যদি আপনার প্রোফাইলে একটি অর্থপূর্ণ সুন্দর ইসলামিক মোটিভেশনাল উক্তি আপলোড দ্বীনের পথে আনতে পারেন তাহলে ক্ষতি কি।তাই আপনাদের কথা ভেবে আজকের এই পোস্টে বাছাইকৃত কিছু ইসলামিক মোটিভেশনাল উক্তি নিয়ে হাজির হয়েছি। আশা করি ইসলামিক মোটিভেশনাল উক্তি গুলো আপনাদের খুবই ভালো লাগবে।

অন্য পোস্ট পড়ুন-


ইসলামিক মোটিভেশনাল উক্তি

ইসলামিক মোটিভেশনাল উক্তি - islamic motivation bangla

যারা সব সময় ইস্তেফার (ক্ষমা প্রার্থনা)
করে, তাদের সাথে ওঠাবসা করুন,
কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল।

ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে,
কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে সহজ করে।

আল্লাহ ছাড়া কেউ আপনাকে
প্রকৃত সুখ দিতে পারে।

হে মনের পরিবর্তনকারী,
আমার মনকে আপনার দ্বীনের
উপর স্থির রাখুন।

"আপনার দুর্বলতাকে শক্তিতে
পরিণত করার ক্ষমতা একমাত্র
আল্লাহ তা'লাই রাখেন।
তাই তার কাছেই প্রার্থনা করুন।"
ড.বিলাল ফিলিপ্স

যেদিন থেকে আপনি আল্লাহর
ফয়সালাতে সন্তুষ্ট হতে শিখে যাবেন
সেদিন থেকে আর কোন দুঃখ
আপনাকে কাবু করতে পারবে না।

সব সময় সত্যকে আঁকড়ে
ধরে থাকো, কারণ সত্য
কথা ভালো কাজের পথ
দেখায়।

একবার প্রার্থনা অভ্যাসে পরিণত হলে,
সাফল্য একটি জীবনধারায় পরিণত হয়।

"আমি আল্লাহকে সবচেয়ে
বেশি ভয় পাই । তারপর
সেই মানুষকে ভয় পাই
যে আল্লাহকে মোটেই
ভয় পায় না।"শেখ সাদী

যে আল্লাহর ওপর ভরসা
করে তাঁর জন্য তিনিই যথেষ্ট।
সূরা আত-ত্বালাক, আয়াত ৩

অসৎ লোকের ধন
দৌলত পৃথিবীতে সৃষ্ট
জীবের বিপদ আপদের
কারণ হয়ে দাঁড়ায়..
হযরত আলী (রা:)

তোমরা জাহান্নাম থেকে বাঁচো,
যদিও খেজুরের এক টুকরো
সাদকাহ করে হয়!
বুখারী ও মুসলিম

"যে বিষয়ে মনে খটকা লাগে,
সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন"
ড. বিলাল ফিলিপস

"এমন কারো সঙ্গী হন যে
যে আল্লাহর কথা আপনাকে
স্মরণ করিয়ে দেয়"
ড.বিলাল ফিলিপস

যখন পৃথিবীর কেউ আপনাকে
বুঝতে চেষ্টা করে না,
তখন এতোটুকু মনে রাখুন
আল্লাহ আপনাকে বুঝেন।
ড.বিলাল ফিলিপ্স

সব ধরনের দাগ দূর করার
জন্য কিছু না কিছু আছে;
মনের দাগ দূর করার জন্য
আছে আল্লাহ্‌র স্মরণ।
–বুখারী

islamic motivation bangla

নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে
প্রতিটা বিষয়ে আল্লাহর উপর
ভরসা করুন। কেননা আপনার
জন্য কোনটি কল্যাণকর তা
একমাত্র তিনিই ভাল জানেন।
ড.বিলাল ফিলিপ্স

দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর
হলো অন্ধকারাচ্ছন্ন, আখিরাত নিয়ে
দুঃশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত।
উসমান ইবনে আফফান (রাঃ)

"তোমার রবকে ভয় কর,
কেননা যে তার রব কে ভয় করে
সে কখনো একাকীত্ব
অনুভব করে না"
হযরত ওমর (রা)

সব দুঃখের মূল কারণ
এই দুনিয়ার প্রতি
অত্যাধিক আকর্ষণ ।
হযরত আলী (রাঃ)

আল্লাহ তাআলার ভয়ে
তুমি যা কিছু ছেড়ে দিবে,
আল্লাহ তার চেয়ে অবশ্যই
উত্তম কিছু দান করবেন।
আল হাদিস

বুদ্ধিমান এবং সত্যবাদী
ব্যক্তি ছাড়া আর অন্য কারো
সঙ্গ কামনা করো না।
হযরত আলী (রাঃ)

যা সত্য নয় তা কখনো
মুখে না, তাহলে তোমার
সত্য কথা কেউ লোকে
অসত্য মনে করবে।
হযরত আলী (রাঃ)

সেই ব্যক্তি অভিশপ্ত যে
মরে যায় অথচ তার খারাপ
কাজগুলো পৃথিবীতে রয়ে যায়।
আবু বকর (রাঃ)

"কখনো কখনো আল্লাহ'তালা
আমাদের ভোগান্তিতে ফেলেন
শুধু এজন্যই যে, আমরা যেন
তাকে স্মরণ করি।"
ড.বিলাল ফিলিপ্স

"ঈমান নাই এনে তোমরা
জান্নাতে প্রবেশ করতে
পারবে না "আল হাদিস

"নিচু লোকের প্রধান হাতিয়ার
হচ্ছে অশ্লীল বাক্য" (হযরত আলী রাঃ)

মোটিভেশনাল ইসলামিক উক্তি

ইসলামিক মোটিভেশনাল উক্তি - islamic motivation bangla
শক্তির দ্বারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষনস্থায়ী, আর ভালবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয়তাই চিরস্হায়ী থাকে। ইবনে জরীর

 অক্ষমের সর্বশেষ অস্ত্র পরনিন্দা।
হযরত আলী(রাঃ)

ইসলামের সেবা এবং আল্লাহর
আদেশকে আগামীদিনের
জন্য স্থগিত রেখো না।
হযরত আবুবকর (রাঃ)

আজকের কাজ কালকের
জন্য কখনো অবহেলা
করে রেখে দিবে না। —
হযরত ওমর(রাঃ)

আল্লাহর পথে একটি সকাল
কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা
গোটা পৃথিবী এবং পৃথিবীর
সমস্ত সম্পদের চেয়ে উত্তম।
বুখারী

যদি কেউ আপনার প্রভুর
আনুগত্য পছন্দ না করে তবে
আপনারও তাকে পছন্দ করার
কোন যুক্তি নেই।
ড. বিলাল ফিলিপ্স

আল্লাহর পথে একটি সকাল
কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা
গোটা পৃথিবী এবং পৃথিবীর
সমস্ত সম্পদের চেয়ে উত্তম। বুখারী

দ্বীন ও দুনিয়া একসাথে অর্জন
করতে কুরআন ও সুন্নাহ্ ব্যতীত
অন্য কোন পথ নেই। যদিও মনে
হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে।
ড. বিলাল ফিলিপ্স

অন্যের নিকট হাত পাতার
ফলে মানুষের সর্বোত্তম সম্পদ
বিনষ্ট হয়ে যায়, সে হচ্ছে আত্মমর্যাদাবোদ।
হযরত আলী(রাঃ)

প্রয়োজনের সময় মুখ না
খোলা এবং অপ্রয়োজনে কথা বলা,
সমান দোষের কাজ।
হযরত আলী(রাঃ)

যে যতটুকু অভিজ্ঞতা সম্পন্ন
তদপেক্ষা বেশী উপদেশ দিতে
যাওয়া তার পক্ষে অনুচিত।
হযরত আলী(রাঃ)

এমন কারো সঙ্গী হোন যে
আপনাকে আল্লাহর কথা
স্মরণ করিয়ে দেয়। — ড. বিলাল ফিলিপ্স

ইসলামিক মোটিভেশনাল স্ট্যাটাস

ইসলামিক মোটিভেশনাল উক্তি - islamic motivation bangla

দ্বীনে ফেরার পথে সবচেয়ে বড়
যে প্রতিবন্ধকতা, সেটা হলো
হারাম রিলেশনশিপ।

ফেসবুকে নিজের ব্যক্তিগত বিষয়
শেয়ার করায় কোন ফায়দা নেই
তবে ক্ষতি আছে!

যতবার ভেঙ্গেছি ততবার তিনি তার
ভালোবাসা দিয়ে অন্তরটা জোড়া
লাগিয়ে দিয়েছেন।
আপনি মুখ ফুটে বলতে
পারেন বা নাই পারেন আপনার
রব জানেন আপনার অন্তর কি চায়!

কোন ভালো কাজ করার পর
যদি আপনি অন্তরে মিষ্টতা অনুভব
না করেন এবং হৃদয় প্রশান্ত না হয়
তাহলে আপনার অন্তরকে সন্দেহ করুন।
ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিঃ)

আপনি যা চান তা নাও হতে পারে,
কিন্তু আল্লাহ যা চান তা হবেই।
আর যেটা আল্লাহ চান সেটা অবশ্যই
উত্তম হবে। তাহলে আপনার চিন্তা কিসের?

যদি দু`আ প্রত্যাখান করার হতো
তাহলে আল্লাহ বলতেন না,
“আমার কাছে চাও আমি দিব”

যখন সিজদাতে অন্তর লেগে যাবে।
তখন অন্তরে লেগে থাকা আঘাত গুলোও
দূর হয়ে যাবে। ইন-শা-আল্লাহ

মনের কথাগুলো যাকে নির্দ্বিধায় বলতে পারি
তিনি একমাত্র আমার রব

আমি ভেঙ্গে গিয়ে ভেঙ্গে যায় নি!কারন
আমার রব আমাকে কখনো ছেড়ে যান নি

মানুষ আপনার মুখের কথা ও শোনেনা।
অথচ আল্লাহ আপনার হৃদয়ের
স্পন্দন ও শোনেন।

বিয়ের সবার জন্য নিয়ামত হয় না,
কারো জন্য পরীক্ষাও হয়।

"যেদিন থেকে দুনিয়ার স্বপ্ন দেখা
বদ্ধ করে দিয়েছি সেদিন থেকে
আমার জীবনের অর্ধেকের বেশি
সমস্যা দূর হয়ে গেছে!

প্রতিটা ভেঙ্গে যাওয়া আশা
আমাকে আমার রবের সাথে জুড়ে দেয়!

একদিন সব ঠিক হয়ে যাবে।
হয়ত এখন না! কিন্তু শীঘ্রই সব
ঠিক হয়ে যাবে ইন-শা-আল্লাহ…

বিশ্বাস করি, আল্লাহ আমার
অন্তরও পরিবর্তন করে দিবেন
এবং পরিস্থিতিও পরিবর্তন করে দিবেন।

একদিন সেই দু`আগুলোও
বাস্তবে রুপ নিবে যেগুলোর
জন্য এই অন্তর বিচলিত হয়ে আছে।
ইন-শা-আল্লাহ…

এই অন্তর আল্লাহর সিদ্ধান্তে
রাজি হওয়া শিখে গেছে!

যে নিজের নাফসকে হেফাজত
রাখতে পারে না সে গুনাহ থেকে
বাঁচতে পারে না।

বুকে হাজার কষ্ট আর আঘাত নিয়ে,
মুখে হাসি দিয়ে সামনে এগিয়ে
যেতে হবে! দুনিয়াটা অল্পদিনেরই
তো মাত্র, জান্নাতের আশায় এতটুক

ইসলামিক মোটিভেশনাল ক্যাপশন

ইসলামিক মোটিভেশনাল ক্যাপশন

🌺💜💢﷽ফজরের"দুই রাকাত সুন্নত ...!!দুনিয়াও দুনিয়ার মাঝে যা কিছুআছে তার চেয়েও উত্তম।
[তিরমিজিঃ৪১৬]

সবর আমাদের কাছে সময় চায়
আর সময় আমাদের কাছে সবর চায়!
কি অদ্ভুত সম্পর্ক একে অপরের সাথে…

যারা ইলম অর্জন করে তাদের
আখলাক সুন্দর নাও হতে পারে।
কিন্তু যারা ইলম অন্তরে ধারণ করে
তাদের আখলাক হয় অসম্ভব সুন্দর।

ছোট ছোট জিনিসগুলোর জন্য
আল্লাহর শুকরিয়া আদায় করুন।
তিনি বড় বড় সমস্যাগুলো থেকেও
আপনাকে মুক্তি দান করবেন
এবং নিয়ামত আরো বাড়িয়ে দিবেন।
ইন-শা-আল্লাহ…

নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা
আল্লাহর পক্ষ থেকে অনেক বড়
একটি নিয়ামত।

আল্লাহ জানেন!
আল্লাহ শুনেন! আল্লাহ দেখেন!
এবং আল্লাহই সব কিছু ঠিক করে দিবেন।

শুকরিয়া আদায় করতে শিখুন
আল্লাহ একদিন শ্রেষ্ঠ জিনিসটাই দিবেন।
ইন-শা-আল্লাহ

সেই কান্নার চাইতে সুন্দর আর
কোনোকিছু নেই যে কান্না আনন্দ
আর সবর থেকে আসে।

সবচেয়ে উপকারী একটি ঔষধ
হলো দুআয় লেগে থাকা।
আল জাওয়াবুল কাফী

চেহারা দেখালে যদি অন্তত
একটা সাওয়াব পাওয়া যেত,
বিশ্বাস করুন, আমি প্রতিদিন কম
করে হলেও ফেসবুকে একটা
ছবি আপলোড় দিতাম।

প্রতিটি মানুষ তার কাজের
সেই ফলই পাবে, যা সে নিয়্যত করেছে।
বুখারী মুসলিম

লক্ষ্যপূরণের ব্যাপারে নিষ্ঠাবান
থাকলে দেখবেন আল্লাহর সাহায্য
আপনাকে চারপাশ থেকে ঘিরে আছে।
ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিঃ)

হে আমার রব, তুমি আমার
প্রতি ও আমার পিতা-মাতার
প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য
আমাকে তোমার শুকরিয়া
আদায় করার তাওফীক দাও।
সূরা নামাল, আয়াত ১৯

শেষ কথা

বন্ধুরা আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনার পছন্দমত ইসলামিক মোটিভেশনাল উক্তি পেয়ে গেছেন। আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন।

আর হ্যাঁ আর্টিকেলটি সম্পর্কে আপনার যদি কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইসলামিক মোটিভেশনাল উক্তি এইরকম নিত্যনতুন আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন (techeto.com)ওয়েবসাইটে। ধন্যবাদ

আরো পড়ুন- 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url