৩০০+ শীত নিয়ে স্ট্যাটাস | শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস | সেরা ফেসবুক শীতের ক্যাপশন বাংলা

আসসালামু আলাইকুম বন্ধুরা শীত নিয়ে স্ট্যাটাস আর্টিকেলে আপনাকে জানাই স্বাগতম। আপনি নিশ্চয়ই শীত নিয়ে স্ট্যাটাস, শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস খুজতেছেন? আর কষ্ট করে খুঁজতে হবে না আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের জন্য সেরা ও আকর্ষণীয় কিছু শীত নিয়ে স্ট্যাটাস, শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস নিয়ে আর্টিকেলটি সাজিয়েছি। আশা রাখছি এই আর্টিকেল থেকে আপনি আপনার পছন্দমত সকল ধরনের শীত নিয়ে স্ট্যাটাস পেয়ে যাবেন।

শীত নিয়ে স্ট্যাটাস - শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস

শীতকাল এমন একটি বসন্ত যা আমাদের জীবনে এক বিশেষ আনন্দ নিয়ে আসে। শীতের সকালের কুয়াশা, গরম কাপড়, এবং উষ্ণ খাবার আমাদের মনকে খুব সহজেই প্রফুল্ল করে তোলে।শীতের ছুটির সময় অনেকেই পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান, যা সম্পর্ককে ও আরও গভীর করে। শীতে ঘরোয়া উষ্ণতা এবং ছুটির আনন্দ যেন মন ছুয়ে যায়।

এ ছাড়া, শীতকালীন উৎসব, যেমন পিঠে উৎসব, আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সময়ের নানা রকম পিঠা তৈরি করা হয়, যা আমাদের খাবারের সংস্কৃতিকে সমৃদ্ধ করে। এক কথায় শীতকাল আমাদের জন্য নিয়ে আসে এক অন্যরকম অনুভূতি।

এ সময় আমরা আমাদের মনের আবেগ, অনুভূতি আনন্দ প্রকাশ করার জন্য সোশ্যাল মিডিয়াতে শীত বিভিন্ন স্ট্যাটাস ক্যাপশন পোস্ট করে থাকি। তাই আপনাদের জন্য রেডিমেড কিছু বাছাইকৃত নিচের দেওয়া শীত এই নিয়ে স্ট্যাটাস ক্যাপশন তুলে ধরা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। 

শীত নিয়ে স্ট্যাটাস

শীত নিয়ে স্ট্যাটাস
★ "শীতকাল আসবে, আসবে এমন বিকেল যা ভয়ানক সুন্দর। বাতাসে শীত শীত গন্ধ আর পুরানো কিছু স্মৃতি এ যেন এক অন্যরকম অনুভূতি! 🥰😌
★ সারা বছর অপেক্ষা করি এই
শীতকালের জন্য! কুয়াশা ভিজা
সকাল টা! আহ শান্তি".......!!!🌸❤️ 
★ এই শীত, এই বাতাস, এই কুয়াশা, এই আকাশ মনের মধ্যে যেন এক অন্যরকম তৃপ্তি এনে দেয় 🥰😌
"★ শীতের ঠাণ্ডায় এক কাপ গরম কফির সাথে বন্ধুদের গল্প, জীবনের সেরা মুহূর্তগুলোর একটি।"".......!!!🌸❤️ 
★"এই༎প্রিয়তমার༎সঙ্গে༎শীতের༎মেলার༎স্বপ্ন༎একটি༎ ভালোবাসার༎বন্ধনে༎আবদ্ধ༎হয়༎সবার༎প্রতি༎".......!!!🌸❤️ 
★"শীতের সকালে শিশিরে নুপুর পায়ে
এক রমণীয় অন্যরকম এক অনুভূতি".......!!!🌸❤️ 
★"শীতের দিনে সবাই খোঁজে উষ্ণতার পরশ,তাইতো সবাই আগুন খুঁজে উষ্ণপরশের আশায়".......!!!🌸❤️ ★"
প্রচন্ড শীতের কারণে..!
প্রেমিকাকে খুঁজে পাচ্ছি না ".......!!!🤧😂  
★"কুয়াশার আসনে আমরা,
       শীতের সাথে সাথে সাজাই মানুষের হৃদয়।ঠান্ডার মধ্যেও সেজে থাকে প্রেম।
        শীতের ঠাণ্ডায় আমরা পাই একতা,
আরোহন করা সময়ের মাধুর্য।".......!!!🌸❤️ 
★"শীতের এ সুন্দর আলোয় মেলে,
          স্বপ্নভরা কাহিনী লিখে হৃদয়ে।
মুখোমুখি হতে শীতের দিনে,
        মিলনের সুখে বুকে আলোর ছায়া।
★"শীতের সুন্দরতা ও আনন্দের মূল্য সর্বোচ্চ হয়,
যা জীবনকে রঙিন করে দেয়".......!!!🌸❤️ 
★"শীতের মাধুর্য জীবনে
       নতুন রঙ এনে দেয়,
তাই সবাই প্রতিবছরই
       শীতের আগমনে প্রত্যাশা করে".......!!!🌸❤️ 
★"ভোরের ঠাণ্ডা সমুদ্রের তীরে,
        মুখোশ পরে কুঁজিছে চাঁদ।
হাস্যময় পাখিরা গান গায়,
          শুনতে মন খুশি বিস্তার।".......!!!🌸❤️ 

শীত নিয়ে ক্যাপশন

─༅༎༅💙🌼🩷༅༎༅─
এই শীত, এই বাতাস, এই কুয়াশা,
এই আকাশ, কি অপূর্ব সুন্দর প্রকৃতি,
দেখলেই মনটা জুড়িয়ে যায়। 
─༅༎༅💙🌼🩷༅༎༅─
⎯͢⎯⃝🖤🫶🍒🐰
⚚কোন⚚এক⚚শীতের⚚রাতে⚚তোমার⚚সাথে⚚আমারহয়েছিল⚚দেখা⚚সেখানে⚚আমি⚚নিজেকে⚚হারিয়ে⚚ ফেলেছিলাম⚚⎯͢⎯⃝🖤🫶🍒🐰
●───༆🌼༆───●
       ═❁🌺❁═
শীতের প্রত্যেকটি রাত যেন
      রোমান্টিক একটি সময়,
কাছের মানুষের সাথে আড্ডা দেওয়ার,
       সঠিক একটি সময়।
●───༆🌼༆───●
        ═❁🌺❁═
𓆩๛⃝➠❤️‍🩹🌸.⃝🪽
☆আজ☆এই☆কনকনে☆শীতের☆রাতে☆তুমি☆নেইপাশে☆বলোনা☆কে☆আমায়☆দেবে☆একটু☆ উষ্ণতা☆
𓆩๛⃝➠❤️‍🩹🌸.⃝🪽
⎯͢⎯⃝🖤🫶🍒🐰
কুয়াশা ভরা এই শীতের রাতে,
তোমায় যেন দেখি না কত দিন ধরে,,,,
তুমি পাশে থাকলে হয়তো আজ,
এই রাতটাকে উপভোগ করতে পারতাম।
⎯͢⎯⃝🖤🫶🍒🐰
●───༆🌼༆───●                                  
আমি অপেক্ষা করি তোমার জন্য এই শীতে দুজনে হাঁটবো। তুমি আমার শীতের সুখ, প্রেম ও আনন্দের উৎস।
●───༆🌼༆───●                                  
─༅༎༅💙🌼🩷༅༎༅─
বুকে আমার শীতের শিশির ভেজা প্রেমে, আমি তোমার শীতের সকালে শিশির ভেজা প্রেম।”
─༅༎༅💙🌼🩷༅༎༅─
 ═❁🌺❁═
সকালের রোদ তুমি বিকালের ছায়া,,,
গোধূলির রং তুমি মেঘের মায়া।
ভোরের শিশির তুমি জোছনার আলো,,,
আমি চাই তুমি সবসময় ভাল থাকো।
 ═❁🌺❁═
⎯͢⎯⃝🖤🫶🍒🐰
শীতকে যদি উপভোগ করতে চাও,
      তাহলে লেপের নিচে না থেকে,
বাইরে বেরিয়ে এসো,
    আগুন জ্বালাও আর আনন্দ করো ।
⎯͢⎯⃝🖤🫶🍒🐰
─༅༎༅💙🌼🩷༅༎༅─
ঘর থেকে বের হও,
       নিজেকে বিলিয়ে দাও
শীতের প্রকৃতির মাঝে,
      কাটিয়ে দাও একটি দারুণ মুহুর্ত ।
─༅༎༅💙🌼🩷༅༎༅─

শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস

শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস
★"তোমাকে নিয়ে শীত উপভোগ করা বাকি! তোমার শাল এর ভিতরে ঢুকা বাকি! তোমাকে নিয়ে ব্যাডমিন্টন খেলা বাকি! ভোরের কুয়াশা উপভোগ করা বাকি! খেজুরের রস খাওয়া বাকি! শীতের সন্ধ্যায় চা খাওয়া বাকি! ".......!!!🌸❤️ তোমাকে পাওয়া বাকি!❤️😍

🥀🌼শীতের রাতে তুমি এসে,,,,,
         আগলে রেখো বুকের মাঝে,,,,,,
হারিয়ে যেতে দিওনা মোরে.......
         টেনে নিও তোমার কাছে।💓❤️ 
😍🌼তুমি আমার প্রেমে পড়ার কারণ,,,,
        তুমি হবে আমার শীতের চাদর,,,,,
কোনো এক শীতের রাতে,,,,,
         করব তোমায় আদর।❣️🥀 
🌼🥀শীতের চাদরে তোমায় জড়িয়ে,,,,,,
      নেব আমি আপন করে,,,,,,,
বারবার আমি শুধু পরি😍🌼
      তোমার ওই চোখের চোখের প্রেমে।❤️
🥀🌼একই চাদর জড়িয়ে.....
      প্রিয় মানুষটির সাথে,
শীতের সকাল কাটানোর মুহূর্তটা
     অনেক ভালো লাগে।💓🌼 
★"“প্রতিটি শীতের সকালে
         তোমার হাতের ঠান্ডা স্পর্শ
মনে আছে সবসময়।
        শীতের রোমান্টিক মুহূর্তগুলি,
আমার জীবনের অমূল্য অংশ".......!!!🌸❤️
★"শীতের প্রেমে আমাদের প্রেম,
         আরও প্রকাশিত হচ্ছে,
সেই প্রেমের ভালোবাসা,
      আরও মধুর ও গভীর হচ্ছে".......!!!🌸❤️ 
★"শীতের শোধে হৃদয় হতে চায় অনেক,
তোমার সঙ্গে যেতে চাই আমি,
       দুর্দান্ত প্রকৃতির পথে".......!!!🌸❤️
★"ফুলের মত হাসি,
        তোমার দৃষ্টিতে স্বপ্ন,
মন ভরে তোমার প্রেমে,
        এ শীতের অতীত মুক্ত".......!!!🌸❤️ 
★",,,,শিশিরের ঝরা পাতায়,,,,
.......লিখব আমি তোমারি নাম,,,,
শীতের দিনে গাইবো আমি,,,,,,
শুধুই তোমারি গান".......!!!🌸❤️ 

শীতের বিকেল নিয়ে স্ট্যাটাস 

★"তুমি শেষ বিকেলের বিষন্ন মেঘ শীত জমা আকাশের মতোই অসম্ভব সুন্দর! 🖤🌺🤗 
★"শেষ বিকেলের আলোয় এসো না আর ফিরে🥰
তোমায় না হয় খুঁজে নেবো আমি শীতের বিকেল".......!!!🌸❤️ 
★"༏༏বিকেলের༏༏শেষ༏༏আলোটুকু༏༏থাক༏༏তোমায়༏༏ঘিরে༏༏ আমার༏༏পথের༏༏শেষ༏༏ঘরে༏༏ফেরা༏༏মানুষের༏༏ভীড়ে༏༏".......!!!🌸❤️ 
❀আমি❀মেঘে❀ঢাকা❀পড়ন্ত❀বিকেল❀তুমি❀ নাহয়❀একটুকরো❀রোদ্দুর❀হতে❀ দু-জনে❀মিশে❀যেতাম❀দিগন্ত❀রেখায়❀যেখানে❀ আকাশ❀ছুঁয়েছে❀মাটিতে❀ 
༆শীতের༆বিকেলে༆প্রিয়জনের༆সাথে༆কাটানো༆ সময়༆জীবনের༆সবচেয়ে༆সুন্দর༆সময়༆".......!!!🌸❤️ 
★"শীতের বিকেলে, গাছের পাতায় ঝিরঝির শব্দ,
মাঠে ঘাটে, পাখির কলকাকলি,
মনের মাঝে, এক অজানা আনন্দের জোয়ার".......!!!🌸❤️ 
★"শীতের এই বিকেল বেলায়,
         কুয়াশাচ্ছন্ন পরিবেশে
তোমার সাথে গল্প করতে,
        আমার খুবই ভালো লাগে".......!!!🌸❤️ 
★"কখনো শীতের সকাল,কখনো শীতের বিকাল,
     আমি যে শুধুই খুঁজেছি তোমায়।
কিন্তু দেখা তুমি দাওনি,
    পার হয়ে গেলো কত বিকাল".......!!!🌸❤️ 
★"এই শীতের বিকালে তোমারই আকাশে,
      মৃদু সেই বাতাসে,নদীর পাড়ে দাঁড়িয়ে,বলতে চাই আমি শুধু তোমাকেই চাই".......!!!🌸❤️ 

শীতের কুয়াশা নিয়ে ক্যাপশন 

★"শীতের সকাল যখন,আলমোড়া ভাঙ্গে,
কুয়াশার চাদর তখন,নেশার মতো থাকে।".......!!!🌸❤️ 
❀কুয়াশা❀ছাড়া❀শীত❀নেই❀রোদ❀ছাড়া❀কোনবসন্ত❀নেই❀সহচর❀ছাড়া❀সুখ❀নেই❀ 
★"কুয়াশা ঢাকা শীতের সকাল,,,,,
       দেখতে লাগে অনেক ভালো,
শীত এলো শীত এলো,,,,,,
      লাগছে যে তাই অনেক ভালো".......!!!🌸❤️ 
★"কুয়াশায় ছেয়ে থাকা শীতের সকাল
প্রথম রোদের ছোঁয়ায়,
ভালোবাসা মন রাঙায়
হৃদয়ের ব্যাকুল প্রেম খোঁজে বিকেল".......!!!🌸❤️ 
★"কুয়াশা এঁকেছে দৃশ্য আমি আজ বড় নিঃস্ব...!!
নিঠুর এ পৃথিবী দেখেছি আমি নরকের,
ছায়ায় আশ্রিত এ বিশ্ব".......!!!🌸❤️  
★"ভালবাসা একটি কুয়াশার মতো,
     যা বাস্তবতার প্রথম দিনের,,,,,,
আলোতেই হারিয়ে যায়".......!!!🌸❤️ 
★"শীতের ঠাঁইতে ভিজে যাওয়ার হাওয়া.....
     ...... আমরা পাই অনন্ত,.....
শান্তি এবং স্বাধীনতা".......!!!🌸❤️ 
★"শীতের সকালটা কুয়াশায় ঢাকা,,,,
তোমার সাথে আমার হবে দেখা,
আসতে হবে কিন্তু আমার বাড়ি......
খেতে হবে পিঠা ফুলি !!”” ".......!!!🌸❤️ 

শীত নিয়ে ইসলামিক স্ট্যাটাস

★ শীতের সকালে বেশি বেশি প্রার্থনা কর, 
কারণ সেই মুহূর্তে আল্লাহর রহমত 
অনেক কাছাকাছি থাকে।
 ".......!!!🌸❤️  
★"শীত"একটি পর্দাশীল ঋতু!
যা অ'শ্লীল বেহায়াপনা পোশাক 
পরিধান থেকে বিরত রাখে।
আলহামদুলিল্লাহ!💝 
★শীতের প্রচুর ঠাণ্ডা থেকে মুক্তি পেতে 
আল্লাহর কাছে দোয়া করুন, কারণ তিনি 
সবার সমস্যা জানেন ".......!!!🌸❤️ 
★শীতকাল হলো আল্লাহর দেওয়া নেয়ামত, 
এই সময়ে দান করা ও সাহায্যের হাত 
বাড়িয়ে দেওয়া আমাদের কর্তব্য,,,,🌸🌸। 
★শীতের রাতের তাসবিহ আল্লাহর নিকটতা বাড়ায়, তাই বেশি বেশি করে স্মরণ করুন। ".......!!!🌸❤️ 
______ শীতের দিনে গরম খাবার ও পোশাকের জন্য °আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না..!!🌺এটি আল্লাহর অসীম দয়া এবং রহমত..!!🙂 

শীত নিয়ে ছন্দ

শীতের সকালে আসে গরম পিঠে,
ঠাণ্ডা হাওয়ায় খেলতে যায় শিশুরা নীচে।
বাতাসে শীতলতা, মেঘের ছায়া,
হৃদয়ে প্রেমের তীব্রতার বায়া। 
শীতের সকাল মিঠে কড়া রোদ আর ক্রিকেট, 
বড় হওয়ার প্রয়োজনে ছোটবেলাটা 
যেন বড্ড তাড়াতাড়ি ছোট হয়ে গেল।
শীতের  রাতে আগুনের পাশে বসা,
মিষ্টি গল্পে কাটে, যায় সময়টা হাসা।
তারা জ্বলছে, আঁধার গহনে,
আসছে শীত, হৃদয়ে জ্বলছে আনে। 

শীত নিয়ে হাসির স্ট্যাটাস

🤭gf,,,,,bf😉
ছাড়া এতিম ছেলে / মেয়ে 
গুলা কই,,,,,,,,,,,🙂🤣
লাইনে দাঁড়াও শীতের কম্বল দিমু,,,,,,, 😁😁
শীত আইসা পড়ছে,,,,😅🥰
🤟🤟🤟  
"শীত কালে  ছেলে  দের  ডায়লগ"😪
-মন যদি থাকে পরিস্কার🙂🤔
গোসল করার কি দরকার🙃🤣 
গরম গিয়ে শীত এসে গেল 🙄
তবুও তুমি এলে না 😌🙈 
'শীত কই' বলতে বলতে শীত যেভাবে চলে আসছে রে ভাই, 'টাকা কই?' বললে যদি এমন টাকা চলে আসতো! 😑😊 
এই নে ৫০০ টাকা💷😾
শীত চলে এসেছে
তোগো ইনবক্সের বাবুকে বেবী লোশন কিনে দে😒 
কবি বলেছেন,, 🙂
গোসর তো দুরের কথা 
শীত কালে ছেলেরা নাকি দাত ব্রাশ ও করে না 😅🤣 
ইমারজেন্সি বউ দরকার সামনে শীত 🙈🙈🤪 
কিছু দিন পর শীত কাল,😵
অনেকের প্রেম হবে, বিয়ে হবে..🤰
আর আমার সর্দী কাশি হবে!🤧 
এক বার ঠোঁটে 👄🤭
এক বার কপালে 🙈🫣
এক বার  গালে..🙉🤌
,
,
চুমু  না  রে ভাই! 😁🙂
নিয়মিত Vaseline  মাখবি ,,
 শীত চলে আসতেছে-!😬😹
   খালি ভুল বুঝোছ..!😁😝 
শীত কালে 4 ধরনের মানুষ গোসল করে না 🐸
১. মেয়ে। ২. মহিলা। ৩. বেডি। ৪.ছেমরি .....!😂😂😆 
আসিতেছে শীতের দিন মেয়েরা এক গোসলে কাটাবে ত্রিশ দিন😁🤣 

শীত নিয়ে উক্তি

গ্রীষ্মের উষ্ণতা কতটা ভালো, 
শীত ছাড়াই শীতকাল মিষ্টি লাগে । জন স্টেইনবেগম  
শীতে প্রকৃতির কোমলতা নতুন 
এক অনুভূতি এনে দেয়। 
শীতের ঠান্ডা হাওয়া মনে করিয়ে দেয়, 
ভালবাসার warmth কখনো ফুরায় না।" 
শীতের কুয়াশায় সপ্নেরা যেন
 আরও উজ্জ্বল হয়ে ওঠে। 
শীতকাল হল শান্তির সময়, 
যেখানে প্রতিটি মুহূর্তে থাকা মিষ্টি। 
শীতের দিনগুলো আমাদেরকে 
মুগ্ধতার কাছে নিয়ে যায়, যেখানে 
প্রতিটি তুষারপাত একটি নতুন গল্প বলে। 
আমি সম্ভবত শীতকালেই আমার কাজের ৮০ শতাংশ লিখি। বব সেগার 
শীতের দিনে সুনির্মল আকাশ থেকে রোদের 
আলোর ঝর্ণাধারা নেমে এসে পৃথিবীকে উজ্জ্বল করে দেয়। 
শীতের উজ্জ্বল মধুরিমা গায়ে মেখে প্রকৃতি 
অপরূপ হয়ে ওঠে, শুধু সুন্দর নয় বড় স্নিগ্ধ লাগে তাকে। 

সেরা ফেসবুক শীতের  ক্যাপশন বাংলা

আমার গ্রামে কোনো শীত নাই,কারণ আমি থাকিই ইন্সটাগ্রামে"🙂🥴

_ শীতের সকালে একটা ইটের সাথে উষ্টা খাওয়া🙄
৯৯ টা ছ্যাকা খাওয়ার সমান.!🙂😒 

স্কুলের প্যারাগ্রাফে 'Winter Morning is very pleasant' -

 এই ধরণের ভয়াবহ মিথ্যা কথা লিখে যে পাপ করছিলাম, সেই পাপের প্রায়শ্চিত্ত করতেই মনে হয় সকালে উঠে কাজ এ আসা লাগছে 😒🙂   
মীম ডিম আনডা কলের পানি ঠাণ্ডা 🥶
কলের পানিতে আইরোন মীম এর নাই শরম 🐸🏃 
👦    👧
/👕\/🍒\
 👖    👗
অনেক শীত তাই বিয়া করে নিলাম___🤍
___ সরি তোমাদের দাওয়াত দিতে পারি নাই.___°°🥱 

শীত কাল আসছে পড়ছে ....! 
        বউ👰😌
 এর জন্য ফিলিং হচ্ছে হোক.... 🤫🫣
আমি কোলবালিশ নিয়ে  ঘুমানোর 🛋️😴লোক 😁😅 
            🖤~~~~~~꧁҉ཽ🖤◎⃝◎🖤❥͜͜͡͡꧂~~~~~~🖤
!!.......... "শীত" "আসলি" "ঠিক" "আছে" "মেনে" "নিলাম", "বাট" "আজ" "দেখছি" "শীতের" "চৌদ্দগুষ্টি" "কে" "নিয়ে" "হাজির", "কেমন" "ডা" "লাগে" "বলেন" "তো"............!!
               🖤~~~~~~꧁҉ཽ🖤◎⃝◎🖤❥͜͜͡͡꧂~~~~~~🖤😳😳  
আজ একটা তুমি নেই বলে,,😔
শীত নিয়ে অনেক চিন্তা হচ্ছে 🥶 
"শীত  চলে আসতাছে..!'🤔
🤔
"বন্ধুদের বউ গুলো ধার নিতে হবে শীতে..!'😇
"শীত গেলে নিয়ে যাইস বন্ধুরা..!'🥰
🥰
 >"এখন একটু ধার দে..!'🥹  
কেয়ারিং তুমি আমারে শিখাইতে আইসো না😎😎

_আমি এখনো কোলবালিশ লেপের মধ্যে নিয়ে ঘুমাই যেন তার শীত না করে 😂😜😜 
শীত একা আসেনি,
 শীত এসেছে! কারো পরীক্ষা নিয়ে, কারো বিয়ে নিয়ে, কারো ট্যুর নিয়ে, আর আমার জ্বর, সর্দি কাশি নিয়ে!💔🥴 
_ডিসেম্বরে  ভালো শীত পড়েনি বলে, 
শীতকে অনেক কথা শুনিয়েছিলাম...😬 ব্যাপারটা মনে হয় সিরিয়াসলি নিয়ে নিয়েছে.....!!🥶🥶

তুমি এখন কম্বলের নি'চে তাই না.!🙂 
- ফেব্রুয়ারিতে থাকা প্রিয় মানুষগুলো, 
 - ডিসেম্বর আসতে -আসতে হারিয়ে যায়।🥹😅 

i wish 😇
এই শীত এর রাতে তোমাকে শাড়ী পড়ে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাবো 🤗😬 
আমাদের উচিত গোসল এর সময় ৩০ মিনিট নিরাবতা পালন করা 😒
যে ঠাণ্ডা পানি 🥺 

শীতকাল আর গরমকাল দুটার একটাও ভাল্লাগে'না! 
ভাল্লাগে শুধু তোমারে!🖤🥺😇 
উপরে কম্বল নিচে কম্বল
এটাকে বার্গার ঘুম বলে 🙂
সিঙ্গেল সমাজ🤧 
সাইবেরিয়া ও অ্যান্টার্কটিকার পর পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান হলো আমার দুই পা!😴 
একবার ঠোঁটে 💋💋
একবার কপালে🙈🙈
একবার গালে😝😝
°° চুমু নারে(°_°)❝লু-চ্চা মেয়ে""😡
নিয়মিত ভেসলিন মাখবি😇
শীত পরতাছে😌🤧
অনেক শীত তাই বিয়া করে নিলাম___🤍___ সরি তোমাদের দাওয়াত দিতে পারি নাই.___°°🥱

শীত নিয়ে কবিতা

এবার শীতকাল চলে আসলো ,,☺️
তারি কবিতা__❤️
চুপি চুপি কথা থেকে
এলো আজ শীত 🥶
গুন গুন গায় পাখি 🐦
শীত শীত শীত
কৃষাকেরা ধান কেটে ।
পায় খুজে সুখ
পিঠা পুলি খাবে তাই উজ্জল মুখ,,😋
রাখালেরা বাঁশি নিয়ে সুর তুলে গায় ,,
চারদিকে মাঠ গুলো ।
ধানে ছেয়ে যায় ,,, 


>>> শীতের আগমনী ধনিতে <<<
    সাদা কুয়াশার আবেশে হিম হিম বারতা নিয়ে-
শীতলতার রং ছড়িয়ে,  হাতছানি দিয়ে ডাকছে
           প্রকৃতির অতুলনীয় এক ঋতু-
                   🏕️ শীতকাল"! 🏞️🏝️ 

                   
শীত মানেই শীতের সকাল!
            শীত মানেই খেজুরের রসের ছন্দ🌴
                 শীত মানেই ভাপা পিঠার গন্ধ
             শীত মানেই- রোদে সবার আনন্দ! 🌥️ 👩‍👩‍👧‍👦 

কবিতার নাম-আসছে শীত
কবির নাম-আশীষ খীসা
তারিখ-২২।১০।২০২৪ ইং

ঐ যে দেখো জানান দিচ্ছে
আসছে শীত কয়েকদিন পরে,
প্রস্তুত থেকো তোমরা সবাই
গ্রাম-গঞ্জের সব ঘরে ঘরে।

সকাল সকাল উঠলে জেগে
কুয়াশা দেখে যাচ্ছে বুঝা,
শিশির কণা দিচ্ছে জানান
শীত যে নাকি আসছে সোজা।

একটু একটু লাগছে শীতল
খুব ভোরে ও মধ্যরাতে,
ভয় করিনা আমি এত
কাঁথা-কম্বল থাকবে সাথে।

ঐ যে দেখো দিচ্ছে উঁকি
গোমড়া মুখে হাসছে রবি,
ছন্দ-মাত্রায় শীত নিয়ে যে
লিখতে বসবে কাব্য কবি।

কুয়াশার চাদর লেগে থাকবে
ভোর বেলা ও রাত্রি বেলা,
শীতর পরশ গায়ে মেখে
দেখবো এবার শীতের খেলা।

ঘাসের ডগায় শিশির বিন্দু
হাসবে এখন ঝলমল করে,
খালি পায়ে হাঁটতে যাবো
মন আনন্দে যাবে ভরে। 

শীতে প্রকৃতির কোমলতা নতুন এক অনুভূতি এনে দেয়।"
"শীতের ঠান্ডা হাওয়া মনে করিয়ে দেয়, ভালবাসার warmth কখনো ফুরায় না।"
"শীতের কুয়াশায় সপ্নেরা যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে।"
"শীতকাল হল শান্তির সময়, যেখানে প্রতিটি মুহূর্তে থাকা মিষ্টি।"
"শীতের দিনগুলো আমাদেরকে মুগ্ধতার কাছে নিয়ে যায়, যেখানে প্রতিটি তুষারপাত একটি নতুন গল্প বলে।" 

শীতের প্রিয় কম্বল
শীতে আমার সম্ভব
তোমায় ছাড়া পারিনা থাকতে
ওগো প্রিয় কম্বল।

গায়ে থাকো যতক্ষণ
আরাম লাগে ততক্ষণ,
সরে গেলে তুমি
কাঁপছি আমি থর থর।

যখন শীতে কাঁপি থর থর
সুখ দাও সারাক্ষন,
গরমকালে তোমায় মিস
ওগো প্রিয় কম্বল।

শীতের সময় বৃষ্টি এসে
ভিজে দিল আমায়,
ঠান্ডা আমি কাঁপছি থর থর
পাশে চাই কম্বল।

সময় যখন প্রয়োজন
ভালোবাসা বাড়ে ততক্ষণ
সময় শেষ লুকাই তোমায়
ওগো প্রিয় কম্বল।
শীতের সময় বৃষ্টি এসে
ভিজে দিল আমায়,
ঠান্ডা আমি কাঁপছি থর থর
পাশে চাই কম্বল।

শীতের সময় বৃষ্টি এসে
বাড়িয়ে দিল ঠান্ডা,
পারি কি লুকিয়ে রাখতে
ওগো প্রিয় কম্বল। 

শীত ফিরছে নিয়মেই -----------------

কোন গানের শেষে ছন্দ শীতের
শিশিরে ভিজবে গাছ আর ঘাস গুলো নীচের 
অদ্ভূত মুগ্ধতা নিয়ে খেলা করবে দিন রাত
সন্ধ্যে নামবে দ্রুত আর বাচ্চারা ফিরতি মাঠ 
সন্ধের চায়ের দোকানে চাদর আর টুপি সাথে
চা - পান ,ধূমপান এর সাথে আড্ডা জমবে রকে
রাত বাড়িয়ে কুয়াশার চাদর ঢাকবে শহর 
সন্ধ্যে বেলা রেডিও থেকে বাজবে "ডিসেম্বর এর শহর"
পুরোনো চিন্তা সব আসবে দক্ষিণ জানলা থেকে 
কোনো গন্ধ আসবে ভেসে দুর দিগম্বর হতে
যতো ভেঙে যাওয়া সম্পর্ক জোনাকী জানাবে
শীতের রাতে একা সিগারেট হাতে নিজের সঙ্গী হবে।

শেষ কথা 

বন্ধুরা আশা রাখছি আজকের এই শীত নিয়ে স্ট্যাটাস আর্টিকেলটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে যাবেন। এরকম নিত্যনতুন সুন্দর সুন্দর স্ট্যাটাস ক্যাপশন কবিতা ছন্দ রিলেটেড যে কোন আর্টিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন । এতক্ষণ ধরে আমাদের ওয়েব সাইটে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম! 

অন্য পোস্ট পড়ুন:

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

ফেসবুক বায়ো বাংলা লেখা

বাংলা শর্ট ক্যাপশন





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url