মেসেঞ্জার সুপারভিশন কি? | কিভাবে এটি ব্যবহার করতে হয় ২০২৩

মেসেঞ্জারে চলে আসলো ধামাকা নতুন একটি অপশন, যে অপশনের নাম মেসেঞ্জার সুপারভিশন। মেসেঞ্জারের এই সুপারভিশন অপশন এর কাজ জানলে আপনারা অবাক হবেন।


মেসেঞ্জার সুপারভিশন কি ? || কিভাবে এটি ব্যবহার করতে হয়


Messenger Supervision অপশন এর মাধ্যমে আপনি আপনার সন্তানের বা ১৮ বছরের কম বয়সী তরুণ তরুণীদের মেসেঞ্জার আইডিকে মনিটর করতে পারবেন। অর্থাৎ তারা মেসেঞ্জারে কার কার সাথে কথা বলে, কত সময় মেসেঞ্জারে ব্যয় করে, তাদের স্টোরি কারা দেখতে পারবেন এবং কারা কারা তাদেরকে মেসেজ করতে পারবে ইত্যাদি কিছু সেটিংসও নিজের ফোন থেকে দেখা যাবে।


আপনার গার্লফ্রেন্ড এর বয়স যদি ১৮ এর কম হয় তাহলে আপনি তার আইডিকেও মনিটর করতে পারবেন। আর যিনি অন্য আইডির মেসেজ দেখবেন বা মনিটর করবেন তার বয়স অবশ্যই ১৮ এর উপরে হতে হবে।


মেসেঞ্জার এর নতুন আপডেটটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রায় সবার আইডিতে চলে এসেছে। এর ফলে খুব সহজেই সন্তানের বা প্রিয়জনের আইডিকে কন্ট্রোল করা যাবে।


মেসেঞ্জার সুপারভিশন এর শর্তাবলী


যদি আপনি অন্যের মেসেঞ্জার আইডিকে মনিটর করতে চান অর্থাৎ অন্যের আইডির মেসেজ বা সে কত সময় অনলাইনে থাকে ইত্যাদি দেখতে চান তাহলে অবশ্যই আপনার ফেসবুকে বয়স ১৮ এর উপরে হতে হবে। পাশাপাশি যার মেসেজ দেখতে চান বা যার আইডি কে মনিটর করতে চান সেই আইডির বয়স ১৮ এর কম হতে হবে। 


এই দুটি শর্ত মানলে তবেই মেসেঞ্জার সুপারভিশন অপশন টি কাজ করবে। অন্যথায় এটি error দেখাবে বা কাজ করবে না। আর অবশ্যই একই ডিভাইসে এটি হবে না আলাদা আলাদা ফোন বা ডিভাইস হতে হবে।


মেসেঞ্জার সুপারভিশন কিভাবে ব্যাবহার করবেন


মেসেঞ্জার সুপারভিশন ব্যবহার করা খুব বেশি কঠিন ব্যাপার নয়। নিচের পদক্ষেপগুলি মনোযোগ সহকারে অনুসরণ করুন।

  • যে মেসেঞ্জার আইডির কনভার্সেশনকে মনিটর করতে চান তার ফোনের মেসেঞ্জার অ্যাপ ওপেন করুন।মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে উপরে তিন লাইনে ক্লিক করুন।
  • তারপর সেটিংস আইকোন এ ক্লিক করুন।
  • এবার আপনারা নতুন একটি অপশন দেখতে পারবেন Supervision নামে, সেখানে ক্লিক করুন।
  • এবার সেখানে Create invitation অপশনে ক্লিক করুন। 
  • তারপর একটা লিংক জেনারেট হবে। সেই লিংকটা কপি বাটনে ক্লিক করে কপি করে আপনার মেসেঞ্জার আইডিতে পাঠান।
  • এবার আপনার ফোনে মেসেঞ্জার আইডি ওপেন করে সেই লিংকে ক্লিক করুন।
  • লিংকে ক্লিক করলে সেখানে আপনাকে ইনভাইটেশন একসেপ্ট করার কথা বলবে। Accepte invitation অপশনে ক্লিক করে Done করে দিন।
  • এখানেই শেষ নয়, এবার আপনি আবারো ওই ফোনের (আপনার সন্তান বা প্রিয়জনের যাদের মেসেঞ্জার মনিটর করবেন) মেসেঞ্জারে Supervision অপশন এ ক্লিক করুন।
  • সবশেষে Respond to invite অপশন এ ক্লিক করে দিলে হয়ে যাবে সুপারভিশন একটিভ হয়ে যাবে।


কিভাবে মেসেঞ্জার সুপারভিশন অপশনের মাধ্যমে আপনার সন্তানের ম্যাসেঞ্জার মনিটর করবেন


মেসেঞ্জার সুপারভিশন কি ? || কিভাবে এটি ব্যবহার করতে হয়


যখন আপনি আপনার সন্তানের বা প্রিয়জনের আইডি থেকে আপনার আইডিতে সুপারভিশন এক্টিভ করে নিবেন তখন আপনি ওই আইডির কনভারসেশন মনিটর করতে পারবেন। সুপারভেশন এক্টিভ করলেই সেখানে আপনি ওই আইডিটা দেখতে পারবেন। ওই আইডির উপর ক্লিক করলে সে কত সময় মেসেঞ্জারে সময় কাটায়, কত জনের সাথে চ্যাটিং করেন ইত্যাদি দেখতে পারবেন।


অন্য পোস্ট:

ফেসবুকে হাইলাইট অপশন কিভাবে করবেন 

ফেসবুকে বাজে ভিডিও বন্ধ করার উপায়


মেসেঞ্জার সুপারভিশন এর সুবিধা কি

মেসেঞ্জার সুপার ভিশন এর মাধ্যমে ছোটদের বা নিজের সন্তানের দেখাশোনা বা খোঁজখবর রাখা যায়। সন্তান কেমন বন্ধুদের সাথে মেসেঞ্জারে সময় কাটায় বা কত সময় কাটায় ইত্যাদি খবর রাখা অভিভাবকের দায়িত্ব। 


  1. তরুণ বা তরুণী অনলাইনে কত সময় ব্যয় করে তা দেখা যায়।
  2. কত জনের সাথে মেসেজ করে তার কন্টাক্ট লিস্ট দেখা যায়।
  3. কন্টাক্ট লিস্টে নতুন কাউকে এড করলে তা দেখা যায়।
  4. আপনার তরুণ বা তরুণীকে কারা মেসেজ করতে পারবে তা দেখা যায়।
  5. তার স্টোরি কারা দেখতে পারবে তা দেখা যায়।
  6. তরুণ বা তরুণী বা অভিভাবক যেকোনো সময় সুপারভিশন অপশনটি রিমুভ করতে পারবেন।


মেসেঞ্জার সুপারভিশনে অভিভাবক কি কি দেখতে পারবেনা


মেসেঞ্জার সুপারভিশন চালু করলে অভিভাবক সবকিছুই যে দেখতে পারবে তা নয়।

  1. তরুণ বা তরুণী কি কি মেসেজ করেছে সেগুলো দেখতে পারবেন না।
  2. আপনি তার মেসেঞ্জার আইডির পাসওয়ার্ড চেঞ্জ বা মেসেঞ্জার আইডি কে কন্ট্রোল করতে পারবেন না।
  3. যেকোনো সময় আপনি বা আপনার সন্তান সুপারভিশন রিমুভ করতে পারবেন।


বন্ধুরা আশা করছি আজকের এই মেসেঞ্জার সুপারভিশন অপশনটি সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন। মেসেঞ্জারে এই নতুন আপডেটটি আশা করছি আপনারা অনেক ভালো লেগেছে। আজকের প্রশ্নের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও মেসেঞ্জার সুপার ভিশন সম্পর্কে জানতে পারে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url