৫ বছর মেয়েদি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪
আপনি নিশ্চয় নতুন করে একটি পাসপোর্ট তৈরি করতে চাচ্ছেন। কিন্তু আপনি জানেন না ৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে। না জানার কারণে আপনি যখন দালাল ধরেন তখন নির্ধারিত ফি এর তুলনা অনেক বেশি টাকা দালাল খেয়ে ফেলে। তাই আজকের এই পোস্টে আমরা জানবো ৫ বছর মেয়াদি পাসপোর্ট ফি কত।
পাসপোর্ট এর ফি নির্ধারিত হয় মূলত আপনার পাসপোর্ট এর মেয়াদ এবং পৃষ্ঠার উপর। বাংলাদেশ ই পাসপোর্ট অনলাইনে সরকারিভাবে যে ফি নির্ধারিত আছে সেটি দিয়ে আপনি নিজেই ঘরে বসে পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন। কোন প্রকার দালাল ধরার প্রয়োজন নেই।
৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে
যদি আপনি ঘন ঘন বিদেশ যেতে ভালোবাসেন অথবা একটি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড তৈরি করার জন্য পাসপোর্ট করে থাকেন তাহলে ৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে পারেন। পাঁচ বছর পরে প্রয়োজন হলে আবারো সেটাকে একইভাবে রিনিউ করতে পারেন। রিনিউ করার সময় আপনি আবারও পাঁচ বছর অথবা ১০ বছর মেয়াদ যুক্ত হতে পারেন। রিনিউ করার সময় পাসপোর্ট ফ্রি নতুন পাসপোর্ট করার যে ফি সেটাই দিতে হবে।
ঘন ঘন বিদেশে গেলে পাসপোর্টের পৃষ্ঠা দ্রুত শেষ হয়ে যায়। এর ফলে পুনরায় পাসপোর্ট রিনিউ করতে হয়। যদি আপনি দশ বছরের জন্য পাসপোর্ট করেন এবং দশ বছর আসার আগেই আপনার পাসপোর্টের পৃষ্ঠা শেষ হয়ে যায় তাহলে বিদেশ ভ্রমণের জন্য পুনরায় আপনাকে রিনিউ করতে হবে।
পাসপোর্টে সাধারণত দুই ধরনের পৃষ্ঠা থাকে।
- ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট (২৪ টি পাতা)
- ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট (৩২ টি পাতা)
৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে
নিয়মিত ডেলিভারিঃ ৪,০২৫ টাকা
এক্সপ্রেস ডেলিভারিঃ ৬,৩২৫ টাকা
সুপার এক্সপ্রেস ডেলিভারিঃ ৮,৬২৫ টাকা
৬৪ পৃষ্ঠা এবং ৫ বছরের মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে
নিয়মিত ডেলিভারিঃ ৬,৩২৫টাকা
এক্সপ্রেস ডেলিভারিঃ ৮,৬২৫ টাকা
সুপার এক্সপ্রেস ডেলিভারিঃ ১২,০৭৫ টাকা
বাংলাদেশ মিশনের সাধারণ আবেদনকারীদের জন্য ই-পাসপোর্ট ফি:
৪৮ পৃষ্ঠা এবং ৫ বছরের মেয়াদের ক্ষেত্রেঃ
নিয়মিত ডেলিভারি: USD 100
এক্সপ্রেস ডেলিভারি: USD 150
৬৪ পৃষ্ঠা এবং ৫ বছরের মেয়াদের ক্ষেত্রেঃ
নিয়মিত ডেলিভারি: USD 150
এক্সপ্রেস ডেলিভারি: USD 200
বাংলাদেশ মিশনের শ্রমিক ও ছাত্রদের জন্য পাসপোর্ট ফি:
৪৮ পৃষ্ঠা এবং ৫ বছরের মেয়াদের ক্ষেত্রেঃ
নিয়মিত ডেলিভারি: USD 30
এক্সপ্রেস ডেলিভারি: USD 45
৬৪ পৃষ্ঠা এবং ৫ বছরের মেয়াদের ক্ষেত্রেঃ
নিয়মিত ডেলিভারি: USD 150
এক্সপ্রেস ডেলিভারি: USD 200
নিয়মিত ডেলিভারিঃ নিয়মিত ডেলিভারিতে পাসপোর্ট এর জন্য আবেদন করলে ১৫ কার্য দিবস/ ২১ দিনের ভিতরে পাসপোর্ট হাতে পাবেন।
এক্সপ্রেস ডেলিভারিঃ এক্সপ্রেস ডেলিভারি নিলে আপনি সাত কার্য দিবস দিবস/ ১০ দিনের ভিতরে পাসপোর্ট পাবেন।
সুপার এক্সপ্রেস ভেলিভারিঃ অতি প্রয়োজনে এই সুপার এক্সপ্রেস ডেলিভারি নিতে পারেন। এটি দুই কার্য দিবসের মধ্যে পেয়ে যাবেন।
আমাদের শেষকথা
বন্ধুরা আশা করছি ৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে বা কত টাকা ফি প্রদান করতে হয়। যদি আজকের এই পোস্টটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।
অন্য পোস্ট পড়ুন-